আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রোমোশন অফিসার (এমপিও), হেড অব করপোরেট সেলস-কেবলস, মেডিকেল অফিসার, অপারেশন অ্যাসিসট্যান্ট ম্যানেজার/ডাই ম্যানেজার, কিউএ ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
মেডিকেল প্রোমোশন অফিসার (এমপিও), হেড অব করপোরেট সেলস-কেবলস, মেডিকেল অফিসার, অপারেশন অ্যাসিসট্যান্ট ম্যানেজার/ডাই ম্যানেজার, কিউএ ম্যানেজার
যোগ্যতা
মেডিকেল প্রোমোশন অফিসার (এমপিও)
ন্যূনতম এসএসসিতে বিজ্ঞান বিভাগসহ স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। আগামী ২৫ অক্টোবর, ২০১৭ পর্যন্ত আবেদন করা যাবে।
হেড অব করপোরেট সেলস-কেবলস
মাস্টার্স ডিগ্রি উত্তীর্ণরা আবদেন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। আবেদন করা যাবে আগামী ৬ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।
মেডিকেল অফিসার
ন্যূনতম এমবিবিএস ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।
অপারেশন অ্যাসিসট্যান্ট ম্যানেজার/ডাই ম্যানেজার
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে রসায়ন/ফলিত রসায়ন/রাসায়নিক প্রকৌশলে উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। আবেদন করা যাবে আগামী ৫ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।
কিউএ ম্যানেজার
যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে রাসায়নিক প্রকৌশলে উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে একজনকে নিয়োগ দেওয়া হবে এবং শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। আবেদন করা যাবে আগামী ৬ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে
