ব্রেকিং নিউজ: ১০০০ শিক্ষক নিয়োগ হবে

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ৪৬ জন ডেটা এন্ট্রি নিয়োগ হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন গত ৩০ অক্টোবর প্রথম আলোর ৮ পৃষ্ঠায়। এ ছাড়া http://epaper.prothom-alo.com/view/dhaka/2017-10-30/8 এই লিংক থেকেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

পদটিতে ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী প্রার্থীরা ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ পদে সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে ২০১৩ ও ২০১৪ সালে এ পদে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা আছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডেটা এন্ট্রি অপারেশনে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ৩১-১০-১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত প্রযোজ্য হবে।

এ পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে দরখাস্ত করতে হবে। সে লক্ষ্যে http://bhbfc.teletalk.com.bd এবং www.bhbfc.gov.bd ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিংক পাওয়া যাবে। ওই লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। ওই অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। এই ইউজার নম্বর ব্যবহার করে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মানুযায়ী যেকোনো টেলিটক প্রি-প্রেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত তারিখের মধ্যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ২২ পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানায় জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট ভাইভা বোর্ডে প্রদর্শনের জন্য মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে।

এ পদে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা ১১ হাজার টাকা স্কেলে বেতন পাবেন।

Source: Prothom Alo