বাংলাদেশের তরুণদের জন্য একটি অতিরিক্ত আয়ের একটি রাস্তা হয়ে উঠতে পারে শেয়ার ব্যবসা। ইতিমধ্যই লক্ষ্য লক্ষ্য তরুণেরা করছেন শেয়ার ব্যবসা। নিজের জমানো টাকা ব্যাংকে রেখে হাতেগোনা কিছু টাকা আয়ের চেয়ে অনেকেই নিজের মেধা খাটিয়ে বিনা ঘামে আয় করছেন লক্ষ লক্ষ টাকা। তবে শেয়ার বাজারে কিছু দুর্নীতির কারণে অনেকের আস্থা শেয়ার বাজারের উপর থেকে উঠে গেলেও বর্তমানে সেটা আবার ফিরে আসতে চলেছে, দিন দিন আবার চাঙ্গা হতে চলেছে আমাদের শেয়ার বাজার দুইটি।  তাই শেয়ার ব্যবসা শুরু করার এখনই উত্তম সময়।

আমাদের দেশের অনেক তরুণেরা রয়েছেন যাদের অল্প কিছু পুঁজি রয়েছে কিন্তু সে পুঁজি দিয়ে আয়ের কোন উত্তম জায়গা খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য বিনিয়োগের সর্বত্তোম ব্যবসা হতে পারে শেয়ার বাজার। শেয়ার বাজারে আর্থিক লেনদেন হয় সম্পূর্ন ব্যাংকের মাধ্যমে তাই আপনার অর্থ থাকে নিরাপদ তবে শেয়ার বাজারের উপর পরিপূর্ণ জ্ঞান না থাকলে শেয়ার বাজারে আপনার পুঁজি হারানোর সম্ভাবনাও থাকে। এছাড়া শেয়ার ব্যবসা শুরু করার আগে যে বিষয়গুলো না জানলেই নয় সেগুলো নিচে দেওয়া হলোঃ

০১। বিশ্লেষণ করতে শিখুনঃ শেয়ার কেনার আগে অবশ্যই ফান্ডামেন্টাল টেকনিক্যাল এনালাইসিস করুন শেয়ার বাজার পরিস্হিতিও বিবেচনায় আনুন তারপর বিনিয়োগ করুন

০২। কোম্পানীর হিসাব যাচাই করুণঃ শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে কোম্পানি সম্পর্কে সমস্ত খোঁজখবর রাখুন কোম্পানি ব্যবসায়িক অবস্থা ,লাভ ক্ষতির হ্রাস বূদ্ধির সার্বক্ষনিক খবর রাখুন কেননা আপনি কোম্পানি কিনতে যাচ্ছেন৷ কোন কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে একজন গোয়েন্দার মতো কোম্পানির সব কিছু জেনে নেবার চেষ্টা করুন শেয়ার কেনার আগে ইপিএস, পিই রেশিও, শেয়ার প্রতি সম্পদ এবং এজিএম এর সময় এবং বিগত এক বছরের খাতিয়ান দেখে নিন৷

০৩। দ্রুত সিদ্ধান্ত নিতে শিখুনঃ শেয়ারবাজারে সিদ্ধান্ত নিতে দেরী করা যায় না৷ তড়িৎ তবে সঠিক সিদ্ধান্ত নিন৷ কোম্পানির ডিভিডেন্ড গ্রহন করবেন কিনা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন বেশিরভাগ ক্ষেত্রে রেকর্ড ডেট আগে দাম বূদ্ধির চরম পর্যায়ে শেয়ার ছেড়ে দেওয়াই উওম ধরতে চাইলে রেকর্ড ডেটের পরে ধরুন৷

০৪। কৌশল শিখুনঃ সময়ের প্রয়োজনে কৌশল পাল্টান৷ সব শেয়ারের ক্ষেত্রে একই কৌশল খাটে না৷

০৫। কিছু অর্থ হাতে রাখুনঃ মার্কেট যখন কারেকশন হয়, সময় কেনার মত কিছু অর্থ হাতে রেখে ব্যবসা করুন৷ সিন্ধান্ত নেবার ক্ষেত্রে ভুল হতেই পারে, তখন কিছু অর্থ হাতে থাকলে মনে সাহস পাবেন। 

০৬। অতিরিক্ত লোভী হবেন নাঃ দাম পড়তে গুরু করলে অল্প লোকসানে শেয়ার ছেড়ে দিন৷ঐ টাকা আন্য শেয়ারে বিনিয়োগ করুন৷ লোভ হতে বিরত থাকা উত্তম। নতুবা বড় মাসুল দিতে হতে হয়। কোন শেয়ারের দাম যখন বাড়তে থাকে তখন ধরে ছাড়ুন৷ আর দাম যখন কমতে থাকে তখন ছেড়ে তারপর ধরুন৷

০৭। সঠিক সময় বেঁছে নিনঃ বাজার যখন আতঙ্কিত তখন শেয়ার কিনতে থাকুন বেশির ভাগ মানুষই সমস্যা বা অস্বভাবিকতার সামনে ভেঙ্গে পড়ে৷ এটা মানুষের স্বাভিবিক মানসিকতা ৷এটার বিপরীতে অর্থাৎ এটাকে কাজে লাগিয়ে আয় বাড়িয়ে নেবার চেষ্টা করুন৷

০৮। বিনিয়োগ নিদিষ্ট করুণঃ প্রতিমাসে একটা নিদ্দিষ্ট পরিমান অর্থ বিনিয়োগ করুন৷ শক্ত মৌলভিত্তি সম্পন্ন শেয়ার কিনুন, যেটি অবমূল্যায়িত অবস্থায় আছে৷

০৯। শেয়ার কেনাবেচা করবেন যেভাবেঃ শেয়ার কেনা বেচাকে একটা গেইম হিসাবে নিন এবং ভালো স্কোর করতে থাকুন বেশ মজা পাবেন৷ প্রত্যেক ব্যবসায়ীরই নিজস্ব কিছু নিয়ম বা ফরমুলা থাকে৷ আপনার নিজস্ব নিয়মে অটল থাকুন৷ অন্যের দ্বারা প্রভাবিত হবেন না আবেগ তাড়িত হবেন না এবং কোনভাবেই অন্যকে অনুসরন করবেন না৷ মার্কেট যখন খুব চাঙ্গা হয়ে উঠবে,তখন হাতে থাকা শেয়ার ছেড়ে দিয়ে মার্কেট পতনের জন্যে অপেক্ষায় থাকুন৷ মনে রাখবেন, এই চাংগা সময়ে দয় পতনের বিষয়টি বেশিরভাগ লোকই চিন্তা করে না ৷এটা মানুষের স্বাভাবিক মানসিকতা মার্কেট যখন চাঙ্গা হত শুরু করে তখন থেকেই ধীরে ধীরে বিভিন্ন কিস্তিতে শেয়ার কিনতে থাকুন মনে রাখবেন, একই সাথে সবগুলো শেয়ারের দাম বাড়ে না এবং সবগুলো শেয়ারের দাম একই সাথে কমেও না

 

১০। সার্বক্ষনিক বাজারের খবর রাখুনঃ সর্বশেষ হলেও সবচেয়ে গুরুতপূর্ণ এটি। পত্রপত্রিকা,ইলেক্টনিক মিডিয়া এবং ইন্টারনেট থেকে সার্বিক পরিস্থিতির দেখুন বিশ্লেষন করুন এখানে প্রতিদিনই নানা নিউজও চলমানা থাকে, সেগুলোও পড়ুন ৷মোট কথা তথ্যের দিক থেকে আপডেট থাকুন৷ শেয়ার বাজার তথ্য সংক্রান্ত বাজার যার কাছে যত তথ্য আছে সে তথ্য এগিয়ে থাকবে৷ মার্কেট ট্রেড খেয়াল করুন৷কেননা কিছু শেয়ারের দাম বারছে আরো বাড়ার জন্যে, আর কিছু শেয়ারের দাম বাড়ছে আরো কমার জন্যে।

সর্বশেষে যেটা না বললেই নয় সেটা হলোযদি শেয়ার বাজার থেকে লাভবান হতে চান, শেয়ার বাজারের নেতিবাচক এবং ক্ষতির দিকগুলো আগে জানুন। শেয়ার বাজার কোন জুয়া খেলা বা ভাগ্যের খেলা নয়। যার শেয়ার বাজারের উপর যথেষ্ট জ্ঞান রয়েছে তিনিই দিন শেষে শেয়ার বাজার থেকে হাসি মুখে ঘরে ফিরেন।