• আপনি কি আপনার সন্তানকে শুষ্টভাবে গড়ে তুলার ব্যাপারে উদ্বিগ্ন?
  • একজন সন্তানকে গড়ে তুলা আপনার কাছে কষ্টকর মনে হয়?

আপনি কি আপনার সন্তানকে গড়ে তুলার জন্য কিছু নির্দেশনা খুঁজছেন?
চিন্তার কোন কারণ নেই। আপনাদের জন্য ১০ টি নির্দেশনা দিচ্ছি যাতে আপনারা আপনাদের সন্তানদের সহজে গড়ে তুলতে পারেন।

নির্দেশনাঃ

১। আপনার সন্তানকে শুষ্টভাবে গড়ে তুলা অভিভাবক হিসেবে আপনার দ্বায়িত্ব কর্তব্য। আপনার সন্তানের কিছু নিশ্চিত বিষয়ের উপর আপনার অটল থাকতে হবে। তাদের সাথে রাগী বা চিৎকার করে কথা বলবেন না।

২। আপনার তাদের সাথে অভিবাভকের পাশাপাশি বন্ধু হয়ে থাকবেন।যখন আপনার বাচ্চা ছোট থাকবে তখন তার বন্ধু থাকবেনা। আপনাকে তখন তার বন্ধু হতে হবে।এতে আপনার সাথে তার বন্ধনটাও দৃঢ় হবে।

৩। আপনার সন্তানের প্রতি দ্বায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন।একদম ছোটবেলা থেকে তার দেখাশুনা করুন।তার সামর্থকে সমর্থন করুন।তাকে আদরের সাথে,গল্প বলে খাওয়ান।তার বয়স বৃদ্ধির সাথে সাথে তাকে সামাজিক কাজে মনোযোগী করুন।

৪। তারা যখন ভুল করে তবে তাদের জানিয়ে দিন সেটা ভুল এবং তাদের শান্তভাবে কাজটা না করার উপদেশ দিন।যখন তারা ভাল কিছু করে তখন তাদের তারিফ করবেন।মাঝে মাঝে তাদের ভাল কিছু করার জন্য গিফট দিন।

৫। তার কথা শুনবেন।তাকে বিরক্তির সাথে দেখবেন না।তার শিশুসুলভ আচরণ নিয়ে উপহাস করবেন না।  এতে করে সে অসহায় হয়ে পড়তে পারে।

 

৬। তার বয়স বাড়ার সাথে সাথে তাকে আপনার ধর্ম সম্পর্কে তথ্য জানান।নিজ ধর্মের আচারআচরণ,নিয়মকানুন শিখান।বড়দের প্রতি তার কিরুপ আচরণ করতে হবে তা শিখান।

৭। আপনার সন্তানকে কখনো অন্যের সামনে লজ্জা দিবেন না।সকলের সামনে লজ্জা দেয়ার ফলে আপনার সন্তানের আত্মঃনির্ভরশীলতা কমে যাবে।তবে প্রয়োজনে তাকে লজ্জা দিবেন; কিন্তু সকলের সামনে না।

৮। তাকে সদা আপনার ভালোবাসা দেখাবেন।সে যখন আপনার কাছে আসবে তাকে ভালোবেসে বুকে টেনে নিবেন।আপনার কাছ থেকে সে যতটুকু ভালোবাসা চায় আপনি তাকে এর চেয়ে বেশী ভা্লোবাসা দেখাবেন।যাতে সে মনে করে তাকে আপনি সবকিছুর চেয়ে বেশী ভালোবাসেন।

৯।তাকে আপনার বাল্যকালের বিভিন্ন ঘটনা বলেন।আপনি বাল্যকালে বিদ্যালয়ে এবং বাসায় কি করতেন তা আদরের সাথে তাকে জানান।

১০। তার সাথে সময় ব্যয় করা খুবই গুরুত্বপূর্ণ।তার সাথে কথা বলবেন, খেলবেন।তার কথা শুনবেন।তাকে নিয়ে পার্কে ঘুরতে যাবেন।আপনার পছন্দঅপছন্দ গুলো তাকে জানান।তার পছন্দঅপছন্দ সম্পর্কে তার কাছে প্রশ্ন করেন।

 

দুনিয়া কাঁপানো ৮ জন হার্ভার্ড ড্রপআউটের গল্প

 

ভার্সিটিতে ড্রপ আউট হলে আমরা মনে করি সে মেধাবী নয় কিংবা নষ্ট হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হল টপ ১০০ বিলিয়নিয়ারের অনেকেই ইউনিভার্সিটির ড্রপ আউট কিংবা ভার্সিটির গন্ডীতে পা পর্যন্ত দেয়নি। আজ আমরা পৃথিবীর সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড  ইউনিভার্সিটির কিছু ড্রপ আউটদের সম্পর্কে জানবো যারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য পেতে হার্ভাডের পড়াশোনা শেষ হবার আগেই তা ছেড়ে দেন। অবশ্য তাদের মধ্যে কেউ কেউ তাদের সফলতার দরুন এত বেশি পরিচিতি পেয়েছিলেন যে, হার্ভার্ড  কর্তৃপক্ষ তাদের ডেকে এনে সম্মানসূচক স্নাতক/ডক্টরেট ডিগ্রী  প্রদান করে।

বিল গেটস

Image source: forbes.com

হার্ভার্ডের ড্রপ আউটদের মধ্যে সবচেয়ে সফল ব্যক্তি যে বিল গেটস এতে কোন সন্দেহ নাই। কারন তিনিই বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি। তিনি মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা  এবং মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের জনক। বিভিন্ন সেবামূলক কাজে এখন পর্যন্ত ৩০ বিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছেন। ২০০৭ সালে হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিল গেটসকে সম্মানসূচক স্নাতক ডিগ্রী প্রধান করে।
মোট সম্পত্তির পরিমাণঃ  89.2 Billion USD
হার্ভার্ডে অধ্যয়নকালঃ  ১৯৭৫-১৯৭৭

মার্ক জাকারবার্গ

Image source: wired.com

পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠা করে আলোচনায় আসেন হার্ভার্ডের ড্রপ আউট এই Youngest Billionaire। জাকারবার্গ এখন পৃথিবীর পঞ্চম সেরা ধনী। জাকারবার্গ তার প্রতিষ্ঠিত Chan Zuckerberg Initiative  ফাউন্ডেশনে ফেসবুকের ৯৯% শেয়ার দান করেন, যা শিক্ষা ও সাস্ব্বাস্থ্য উন্নয়নে কাজ করছে। ২০১৭ সালে হার্ভার্ড কর্তৃপক্ষ তাকেও সম্মানসূচক স্নাতক ডিগ্রী প্রদান করে।

মোট সম্পত্তির পরিমাণঃ  71.5 Billion USD
হার্ভার্ডে অধ্যয়নকালঃ ২০০২-২০০৪

ম্যাট ডেমন

Image source: time.com

বিখ্যাত মার্কিন অভিনেতা ও চিত্রনাট্যকার ম্যাট ডেমন হার্ভার্ডে শেষ বর্ষে অধ্যয়নরত অবস্থায় তার প্রথম মুভি জেরোনিমোঃ অ্যান আমেরিকান লিজেন্ড এ অভিনয় শুরু করেন এবং ঐ বছই হার্ভার্ড ছেড়ে দেন। এরপর অভিনয় জগতে পুরোপুরি মনোনিবেশ করে খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি অস্কারসহ প্রায় ২৭টি পুরষ্কার পেয়েছেন এবং সর্বকালের সেরা ২৫ জন অভিনেতার তালিকায় স্থান করে নিয়েছেন। ‘গুড উইল হান্টিং’ সিনেমাটির জন্য তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ২০১৩ সালে  হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে ‘হার্ভার্ড আর্টস’ মেডেল পুরষ্কারে ভূষিত করে।
মোট সম্পত্তির পরিমাণঃ 160 million USD
হার্ভার্ডে অধ্যয়নকালঃ ১৯৮৮-১৯৯২

ডাস্টিন মোসকোভিতজ

Image source: businessinsider.com

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা জাকারবার্গের বন্ধু ডাস্টিন মোসকোভিতজ। তারা একই সাথে হার্ভার্ড ত্যাগ করেন। ফেসবুকে তার 2.34% শেয়ার রয়েছে এবং উক্ত শেয়ারের উপর ভিত্তি করে তিনি ২০১২ সালে ২৮ বছরেই বিলিয়নিয়ার হয়ে যান। উল্লেখ্য যে , ২০০৮ সালে তিনি ফেসবুক কোম্পানী হতে পদত্যাগ করেন। ঐবছরই তিনি ASANA নামে একটি ওয়েব ও মোবাইল এপ্লিকেশন কোম্পানী প্রতিষ্ঠা করেন। ডাস্টিন Good Ventures নামে একটি চ্যারিটি ফাউন্ডেশনেরও  প্রতিষ্ঠাতা ।
মোট সম্পত্তির পরিমাণঃ 13.7 Billion USD
হার্ভার্ডে অধ্যয়নকালঃ ২০০২-২০০৪

এডুইন হার্বাট ল্যান্ড

Image Source: biographyhindi.com

মার্কিন বিজ্ঞানী এবং উদ্ভাবক ডক্টর এডুইন এইচ. ল্যান্ড  পোলারয়েড ক্যামেরা আবিষ্কারের জন্য বিখ্যাত। ১৯২৭ সালে তিনি হার্ভার্ডে অধ্যয়নরত (রসায়ন বিভাগে) অবস্থায় পোলারয়েড ক্যামেরা নিয়ে গবেষণা শুরু করেন। গবেষণা কার্যে সুবিধার্থে তাকে হার্ভার্ড ত্যাগ করে নিউইয়র্কে চলে যেতে হয়। পরে তিনি পোলারয়েড কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। তিনি  Presidential Medal of Freedom (বিরল সম্মননা) পুরষ্কারসহ অনেক পুরস্কারে ভূষিত হন। এছাড়াও ১৯৫৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করে।
হার্ভার্ডে অধ্যয়নকালঃ ১৯২৭-১৯২৮

জেমস ব্লেক

Image source: businessinsider.com

জেমস ব্লেক নামে বিখ্যাত দুইজন ব্যক্তিত্ব আছেন। একজন মিউজিসিয়ান আর একজন টেনিস খেলোয়াড়। আর হার্ভার্ডের ড্রপ আউট হলেন টেনিস খেলোয়াড় জেমস ব্লেক। তিনি হার্ভার্ডে অধ্যয়নকালে A.D Club  এর সদস্য ছিলেন এবং তখনই টেনিস খেলায় চরমভাবে আসক্ত হয়ে পড়েন। দ্বিতীয় বর্ষ শেষ করার পর তিনি হার্ভার্ড ছেড়ে দিয়ে পুরোপুরি টেনিস খেলায় মনোনিবেশ করেন। ব্লেক  2006 Tennis Masters Cup এ ফাইনালে এবং বেইজিং অলিম্পিকে সেমি-ফাইনাল পর্যন্ত খেলে আলোচিত হন। ক্যারিয়ারে তার সর্বোচ্চ র‌্যাংকিং ছিল ৪ । তার আত্মজীবনী  Breaking Back: How I Lost Everything and Won Back My life  নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার লিস্টে স্থান পেয়েছিলো। এছাড়াও তিনি The James Blake Foundation নামে একটি চ্যারিটি ফাউন্ডেশন খুলেন। এটি ক্যান্সার গবেষণায় এবং অন্যান্য গবেষণা কার্যে অনেক অনুদান দিয়ে থাকে।
হার্ভার্ডে অধ্যয়নকালঃ ১৯৯৯-২০০১

গেব নিউওয়েল

Image source: cinemablend.com

এই কম্পিউটার প্রোগ্রামার হার্ভার্ডে অধ্যয়নকালীন সময়ে মাইক্রোসফট কোম্পানীতে যোগ দেন। সেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রোডিউসার হিসেবে টানা ১৩ বছর কাজ করেন। গেব নিউওয়েল ভিডিও গেম তৈরির জন্য বিখ্যাত। এরপর মাইক্রোসফট ছেড়ে Valve Corporation প্রতিষ্ঠা করেন।
মোট সম্পত্তির পরিমাণঃ 5.5 Billion USD
হার্ভার্ডে অধ্যয়নকালঃ ১৯৮০-১৯৮৩

উইলিয়াম রান্ডলফ হেরস্ট

Image source: travsd.wordpress.com

হেরস্ট হলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংবাদপত্র প্রকাশক। তিনি নিউজপেপার আইকন হিসেবে পরিচিত। তার নির্মিত বাড়ি  Hearst Castle (১৪০০ কোটি টাকা মূল্যের)কে যুক্তরাষ্ট্র সরকার National Historic Landmarkহিসেবে ঘোষণা করে। তার উত্তরসুরিরা ( Patty Hearst ) এখনো যুক্তরাষ্ট্রের নামীদামী ব্যক্তিত্ব এবং বিলিয়নিয়ার। হেরস্টের নির্মিত Hearst Communications  এর বর্তমান বার্ষিক আয় 10.8 Billion USD এবং এটি এখন হেরস্টের উত্তরসুরিদের দ্বারা পরিচালিত হচ্ছে। হেরস্ট দুইবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৮৮১ সালে হেরস্ট হার্ভার্ডে ভর্তি হয়েছিলেন কিন্তু প্রফেসরকে নিয়ে কৌতুক করা, বিশৃংখলা সৃষ্টির অভিযোগে তিনি হার্ভার্ড হতে বহিষ্কৃত হন।
হার্ভার্ডে অধ্যয়নকালঃ ১৮৮১-১৮৮৫ এর আগেই বহিষ্কৃত