সবারই রয়েছে বিভিন্ন শখের লিস্ট। তেমনি বই প্রেমীদের রয়েছে বই এর লিস্ট। আর আপনি যদি সেই বইপ্রেমী হন, তাহলে এই পোস্টটি আপনার জন্যই। বিশ্বের সেরা ১০ জন লেখিকার লেখা উপন্যাস, গল্প গুলো নিয়েই আজকের লেখা। বইপ্রেমী হন কিংবা না হন, সবাইকেই বিশেষ করে নারীদের উচিৎ অবশ্যই  ১০টি বই পড়া।

চলুন দেখে নিই সেই বইগুলো কি কি এবং বইগুলো কেনো পড়া উচিৎ।

To the Lighthouse ( টু দ্য লাইট হাউজ)

টু দ্যা লাইট হাউজ; image source: mariaawrites.files.wordpress.com

এই উপন্যাসটি ১৯২৭ সালের দিকে রচিত। ভার্জিনিয়া ওলফ এই বইটিতে রামসে নামক ব্যক্তির পরিবারের কথা তুলে ধরেন। কিভাবে তারা লন্ডন শহরের যান্ত্রিকতা থেকে দূরে গিয়ে ছুটি কাটাতে স্কটল্যান্ডে যান তাই তুলে ধরা হয়েছে। বইটির চিত্রকল্প খুবই সাধারণ মনে হয় প্রথমে, কিন্তু এর গভীরতা অনেক। এই বইটিকে লেখিকার সেরা লেখার মধ্যে একটি বলা হয়। কেননা এটির চিত্রকল্প সাধারণ হলেও এতে তুলে ধরা হয়েছে জীবনের ছোট ছোট মুহূর্ত। এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনে বেঁচে থাকার খোঁড়াক যোগায়। আর এই বইটিতে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে কিভাবে জীবনের ছোট ছোট খুশী একজন মানুষকে বাচিয়ে রাখে, কিভাবে তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে।

যদি বইটি পড়ার লিস্টে না থাকে তাহলে এখনই লিখে রাখেন এবং পড়ে ফেলুন।

Song of Solomon

Song of Solomon; image source: pinterest.com

এই বইটি রচনার পর টনি মরিসন একই সাথে দুইটি এওয়ার্ড লাভ করেন। প্রথমে জাতীয় বই এওয়ার্ড এবং পরবর্তীতে ১৯৭৭ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন। এই উপন্যাসটিতে তিনি একজন মানুষ কিভাবে নিজের অস্তিত্বের জন্য লড়াই করে যায়, নিজেকে সবার সামনে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে, সবচেয়ে বড় কথা কিভাবে সবার ভালোবাসা পাওয়ার জন্য যুদ্ধ করে যায় তাই ফুটিয়ে তুলেছেন।

The Joy Luck Club

The Joy Luck Club; Image Source: amazon.com

এমি ট্যন তার প্রথম উপন্যাস লিখেই বাজিমাত করেন। এটি প্রকাশিত হয় ১৯৮৯ সালে। এই উপন্যাসে লেখিকা চারজন চীনা অভিবাসী মেয়ের এবং, তাদের আমেরিকায় জন্ম নেয়া মেয়েদের সাথে সম্পর্ক তুলে ধরেছেন।  এই উপন্যাসটি জাতীয় বই এওয়ার্ড এর জন্য চূড়ান্ত মনোনীত হয়। ট্যান তার উপন্যাসে পরিবার, ভালোবাসা, নারীত্বের কথা বলেন সাথে তিনি একজন মায়ের ও কথা উল্লেখ করেন যেখানে মায়েরা কখনও নৈতিক দায়িত্ব ভুলেন না।

The Color Purple

The Color Purple; image source: wordpress.com

১৯৮২ সালে অ্যালিস ওয়াকার রচিত এই উপন্যাস একটি জাতীয় গ্রন্থ পুরস্কার এবং কল্পবিজ্ঞান জন্য একটি পুলিৎজার পুরস্কার লাভ করে। এবং এই বই এর অনুকরণে তৈরী একটি চলচ্চিত্র ১৯৮৫ সালে অস্কারের জন্য মনোনীত হয়। এই  উপন্যাসটির ভাষা এতটাই তীব্র যে, আমেরিকাতে তার সহিংসতা এবং ভাষার কারণে নিষিদ্ধ গ্রন্থের তালিকার অন্তর্ভুক্ত হয়। বইটি ১৯৩০ সালের দক্ষিণ আফ্রিকার গ্রামীণ এলাকায় বসবাসরত নারীদের কে নিয়ে লেখা। যেমন এখানে বর্ণবাদী, ধর্ম, প্রেম, বিবাহ এবং যৌন পরিচয় ইত্যাদির মতো গুরুতর থিমগুলো সরবরাহ করে।

White Teeth

White Teeth; Image Source: rd.com

ব্রিটিশ লেখক জাদি স্মিথের এই ২,০০০টি পুরস্কার-বিজয়ী আত্মপ্রকাশ উপন্যাস দুজন বন্ধুবান্ধবের কাহিনী বর্ণনা করে, যাদের জীবন চিরকাল পরস্পরবিরোধী। গল্পের কাহিনী খুব দ্রুত জাতিগত, এবং ধর্ম থেকে সমাজ, বর্গ সংগ্রাম, এবং পরিচয় সহ সবকিছু  স্পর্শ করে। এই ভারী বিষয়ের উপন্যাসের জটিল বিশ্লেষণটি আরও বেশি অসাধারণ যদি আপনি এই বিষয়টি বিবেচনা করেন যে স্মিথ মাত্র ২৪ বছর বয়সে এটি লিখেছিলেন।

The Liar’s Club

The Liar’s Club; Image Source: rd.com

১৯৯৫ সালে তার স্মৃতিকথার উপর ভিত্তি করে, লেখক মেরি কর তার শৈশব কাহিনীর কথা এই বইটিতে বর্ণনা করেন। ‘৬০এর দশকের পূর্ব টেক্সাসের একটি তেলের শহরে তাঁর বেড়ে ওঠা। বইটিতে তিনি তার মদ্যপগত কিন্তু কঠোর পরিশ্রমী পিতা, তার গোপন এবং পিতা-মাতা ও তার পুরানো বোনের সাথে তার জটিল সম্পর্কের ব্যাপারে বর্ণনা করেন। এটা একটি ভীতিকর কিন্তু হাস্যকর অনুস্মারক যে যখন পরিবারের ব্যাপার আসে তখন, ট্রাজেডি এবং কমেডি মধ্যে একটি সূক্ষ্ম লাইন লক্ষ্য করা যায়।

The Handmaid’s Tale

The Handmaid’s Tale; Image Source: rd.com

বিজ্ঞান কথাসাহিত্য এবং “ফটকামূলক” উপন্যাসের মিশ্রণ, কানাডার লেখক মার্গারেট এটউডের এই পুরস্কার-বিজয়ী ডাইস্টোপিয়ান ১৯৮৫ সালে রচনা করেন। এই সমালোচকদের প্রশংসিত উপন্যাসে,  ভবিষ্যৎ সমাজে নারীদের তাদের পরিচয় ছিন্ন করা হয় এবং তাদের পুরুষ মালিকদের দাসত্বে আটকে রাখা হয় এবং শুধুমাত্র তাদের নিজের স্মৃতির ক্ষমতার মাধ্যমেই ভালোবাসা অনুভব করতে পারবে।

Frankenstein

Frankenstein; ; Image Source: rd.com

১৮১৬ সালে ১৮ বছর বয়সী মেরি উইলস্টকাস্ট্রাক্ট গডউইন তার হবু স্বামী পার্সি শেলি এবং কবি লর্ড বায়রন সহ কয়েকটি পুরুষ সাহিত্যিকের সাথে ঘুরতে বেরিয়েছিলেন। তখন শেলি দলের সবাইকে ভূতের গল্প বলতে বলে। যার যত সাহস সে তত বেশী ভয়ংকর গল্প বলবে। তখনই মরিয়ম শেলি ইংরেজ সাহিত্যের কিংবদন্তি ও স্থায়ী গল্পের একটি রচনা ফ্যাংকেস্টাইন রচনা করেন।

If Life is a Bowl of Cherries, What Am I Doing in the Pits?

If Life is a Bowl of Cherries, What Am I Doing in the Pits?; Image Source: rd.com

জেনি লসন, টিনা ফেই এবং এমি পোহেলারের মতো কমেডিক মায়েরা আগে আমাদের তাদের কাহিনীর মাধ্যমে হাসাতো। এর্মো বোমবেক একজন কলামিস্ট তার সাফল্য খুঁজে পায় ১৯৭০-৮০ এর দশকে। তার কর্মজীবনের সময়, বোম্বেক ১৯৭৮ সালের ৪ হাজার দৈনিক পত্রিকার কলাম এবং ১৫ টি বই প্রকাশ করেন।

A Wrinkle in Time

A Wrinkle in Time; Image Source: rd.com

আমেরিকান লেখক ম্যাডেলিন ল ‘এঙ্গেল এই উপন্যাসটি রচনা করেন। প্রকাশিত হয় ১৯৬২ সালে। এটি একটি বৈজ্ঞানিক উপন্যাস উপন্যাসের নায়ক হিসেবে একটি যুবতী নারীকে চিত্রিত করে, যা তখনকার সময়ে বাস্তবিকই অনুপস্থিত ছিল। ১৯৬৩ সালে নিউবারিও পদক জিতেছে।