যে ৬টি গুগল ক্রোম এক্সটেনশন বাড়িয়ে দেবে আপনার প্রোডাক্টিভিটি

আমাদের দিনের বেশীরভাগ সময় কাটে এখন অনলাইনে, আরো স্পেসিফিকভাবে বলতে গেলে ব্রাউজারে, আরেকটু স্পেসিফিক ভাবে বলতে গেলে গুগল ক্রোমে! একটি এসাইনমেন্টের ডেডলাইন রাত ১২ টায়, আপনি সকাল ৮ টায় উঠে এক লাইন লিখলেন এবং অবাক হয়ে আবিষ্কার করলেন রাত ১১ টায়ও আপনার লিখা পড়ে রয়েছে সেই একলাইনেই। পুরোনো অথচ গাঢ় একটা অপরাধবোধ থেকে আপনি খুব দ্রুত কাজটা শেষ করলেন – কিন্ত আপনি জানেন, আপনি আপনার সর্বোচ্চটা দিতে পারেননি। ঠিক টাইমে কাজটা করতে পারলে, কাজটা যেমন অনেক ভাল হতে পারতো – তেমনি শেষ মূহুর্তের এই প্রেসার এবং অপরাধবোধের ভেতর দিয়ে যাওয়া লাগতো না!

কাজেই, আজ আমরা আজ এমন ৬টি গুগল ক্রোম এক্সটেনশন নিয়ে আলোচনা করব যেগুলো বাড়িয়ে দেবে আপনার দৈনন্দিন প্রোডাক্টিভিটি এবং মুক্তি দেবে সকল অযথা এবং অর্থহীন অপরাধবোধ থেকে।

লক্ষ্যে থাকুন স্থির

প্রতিদিন ১ ঘন্টার বেশী ফেসবুক চালাতে চাননা আপনি, কিন্ত একবার ফেসবুকে ঢুকে গেলে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়-সেটা বুঝতেই পারেন না! আপনার ব্রাউজারে, আপনার অভিভাবক হয়ে হাজির হবে স্টে ফোকাসড। এতে আপনি একটা নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য একটা নির্দিষ্ট টাইম সেট করে দিতে পারবেন। আপনার বরাদ্দকৃত সেই সময় আপনি অতিবাহিত করে ফেললে এক্সটেনশনটি স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে। সেদিন চাইলেও আপনি সেই ওয়েবসাইটটি আর ব্রাউজ করতে পারবেন না।

stay foucused

এক্সটেনশনটি ইন্সটল করতে এইখানে ক্লিক করুন- আর বেঁচে যাওয়া সময়টুকু ব্যবহার করুন প্রোডাক্টিভ কোন কাজে!

ডে বোর্ড (Day board)

এটি একটি “টু ডু লিস্ট” এর মত কাজ করে – প্রতিদিন কি কি কাজ করতে হবে তা লিখে রাখুন দিনের শুরুতে। তারপর যখনই আপনি নতুন একটি ট্যাব ওপেন করবেন , তখনই আপনার দৈনন্দিন জীবনের বাকী কাজ সেখানে প্রদর্শিত হবে। এটি আসলে একটি সতর্কতা হিসেবে কাজ করবে ।

Dayboard image source: dayboard.com

ইউটিউবে অনেকটুকু সময় নষ্ট করার আগেই এটি আপনাকে আপনার জমে থাকা কাজ গুলোর কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করে দেবে। এক্সটেনশনটি ইন্সটল করতে এইখানে ক্লিক করুন

শর্টকাট বানান, সময় বাঁচান ( Auto Text Expander for Google chrome)

আপনি কি অনলাইনে অনেক লিখেন? অনেক বেশী চ্যাট করতে হয় ? এইবার আরেকটু দ্রুত লিখুন এবং হাতকে একটু বিশ্রাম দিন এই এক্সটেনশনটি ব্যবহার করে। এটি আপনার কাজকে অনেক সহজ করে দেবে – নিজের জন্য আপনি কিছু শর্টকাট শব্দ বানিয়ে নিতে পারেন আপনি এই এক্সটেনশন দিয়ে। যখনই আপনি আপনার জমা করে রাখা শর্টকাটটি টাইপ করবেন , তখনই সেটি স্বয়ংক্রিয়ভাবে শর্টকাটটিকে মূল শব্দ দিয়ে প্রতিস্থাপন করে দেবে। উদাহরণস্বরুপ বলা যায়, আপনি “কি খবর, কেমন আছেন ?” কথাটি প্রায়ই ব্যবহার করেন। আপনি এই এক্সটেনশনে এই বাক্যটিকে সেভ করে রাখতে পারেন “কুশল” দিয়ে। তারপর যখনই আপনি “কুশল” টাইপ করবেন, তখনই স্বয়ংক্রিয়ভাবে শব্দটি “কি খবর, কেমন আছেন ?” বাক্য দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে।

এভাবে আপনি বাঁচিয়ে ফেলতে পারেন, ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সময় ! এক্সটেনশনটি ইন্সটল করতে এইখানে ক্লিক করুন

পরে পড়বেন? পকেটে রেখে দিন (pocket)

বর্তমান সময়ের একটি অত্যন্ত জনপ্রিয় এক্সটেনশনের নাম পকেট। আপনার অনলাইনে কোন একটা আর্টিকেল পছন্দ হলো – কিন্ত এই মুহুর্তে পড়ার সময় নেই – কিংবা আর্টিকেলটা দরকার , কিন্ত এই মুহুর্তে পড়তে ইচ্ছে করছে না । এই রকম পরিস্থিতিতে আর্টিকেলটি রেখে দিন পকেটে!

pocket image source: help.getpocket.com

পকেটের সবচেয়ে বড় সুবিধা হলো এর এন্ড্রয়েড এবং আইওএস ভার্সন ও পাওয়া যায় । ল্যাপটপে ব্রাউজ করতে করতে পছন্দের আর্টিকেলটি রেখে দিন “পকেটে”। পরে আপনার সুবিধাজনক সময়ে পড়ে নিন আপনার পছন্দের আর্টিকেলটি কোন ইন্টারনেট কানেকশন ছাড়াই! এক্সটেনশনটি ইন্সটল করতে এইখানে ক্লিক করুন।

স্ক্রিনশট নিন সহজেই ( Awesome Screenshot )

স্ক্রিনশট জিনিসটা দরকারে, অদরকারে আমরা হরহামেশাই ব্যবহার করি। এই এক্সটেনশনটি স্ক্রিনশট নেবার কাজটিকে করে দেবে সহজ এবং দ্রুত। এটি দিয়ে স্ক্রিনশট নেবার সাথে সাথে আপনি সেটিকে সম্পাদন করতে পারেন। ঝাপসা করে দিতে পারেন ছবিতে থাকা সংবেদনশীল অংশ । এছাড়াও যে স্ক্রিনশটগুলো তুলছেন চাইলে সেগুলো গুগল ড্রাইভ – কিংবা আপনার পছন্দমত অন্য কোন যায়গায় জমা রাখতে পারেন – এতে করে এটি আপনার পড়াশোনা কিংবা গবেষণার কাজেও সাহায্য করবে। এক্সটেনশনটি ইন্সটল করে নিতে পারেন এইখানে ক্লিক করে।

নিয়ন্ত্রণ করুন সময়কে ( Marinara: Pomodoro® Assistant)

ফেসবুকে ঢুকেছিলেন, এরপর আর বের হতে মনে নেই? কেটে গেছে কয়েক ঘন্টা? আপনার জন্যই এই এক্সটেনশনটি। এটিতে আপনি ৫,১০,১৫,২০ এমন সময় সেট করে দিতে পারবেন একটি ওয়েবসাইটের জন্য। বরাদ্দকৃত সময় পার হয়ে গেলেই এটি একটি পপ আপ পেইজের মাধ্যমে আপনাকে মনে করিয়ে দেবে আপনার বিনোদনের সময় শেষ – এইবার কাজের সময়।

Pomodoro image source: Teamwork.com

এটির মূল প্রতিপাদ্য হলো “একটি নির্দিষ্ট সময়ে, শুধু একটি নির্দিষ্ট কাজই করুন।” তাই যখন বিনোদনের সময়, তখন শুধু বিনোদনই নিন । কিন্ত যখন কাজের সময় – তখন বিনোদন খুঁজতে যাবেন না। এই এক্সটেনশনটি ইন্সটল করে আপনি আপনার কাজ এবং বিনোদনের জন্য মেপে মেপে সময় বরাদ্দ করে জীবনে ভারসাম্য আনতে পারেন! এক্সটেনশনটি ইন্সটল করে নিতে পারেন এইখানে ক্লিক করে।

এছাড়াও প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য গুগল ক্রোমের আরো অনেকগুলো এক্সটেনশন আছে, আপনি চাইলে সেগুলোও ইন্সটল করে দেখতে পারেন। কিন্ত এতে যদি আপনার প্রোডাক্টিভিটি না বাড়ে , তাহলে বুঝে নেবেন প্রোডাক্টিভিটি টুলের পেছনে আপনি যতটা সময় দিচ্ছেন – নিজের প্রোডাক্টিভি বাড়ানোর জন্য নিজে ততটা চেষ্টা করছেন না। দিন শেষে এগুলো একেকটি সাহায্যকারী টুল মাত্র, সচেতন হয়ে পরিশ্রম করতে হবে আপনার নিজেকেই ।

saadnoor salehin shwapneel: