car4

ডেডলাইনঃ ১০ নভেম্বর, ২০১৫
কনফারেন্সের তারিখঃ ২-৬ ডিসেম্বর, ২০১৫
স্থানঃ ইন্দোনেশিয়া।

২০০৬ সালে শুরু হওয়া Better Understanding for a Better World (BUBW) কনফারেন্সটি মূলত আমেরিকা যুক্তরাষ্ট্রে পড়ুয়া স্থানীয় কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গড়া। সারাবিশ্বের সামাজিক, সাংস্কৃতিক বৈচিত্র্যের সাথে এসব শিক্ষার্থীদের পরিচয় করে দেয়ার লক্ষ্যেই এর পথচলা। ফলে সারাবিশ্ব থেকেই শিক্ষার্থীরা এইকনফারেন্সে অংশ নিতে পারবে।

যোগ্যতাঃ

  • কনফারেন্সে অংশগ্রহণের আবেদনপত্র জমা দেয়ার জন্য বয়স ১৪৮-৩০ এই সীমায় থাকতে হবে। তবে যারা পেপার জমা দিবে তাদের জন্য কোনো বয়সসীমা নেই। তবে এক্ষেত্রে যেসব আবেদনকারী নিজ কম্যুনিটির উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিয়েছেন তারা প্রাধান্য পাবেন।
  • আবেদনকারী ইন্দোনেশিয়া বা পৃথিবীর যেকোনো দেশের হতে পারবে।
  • ইংরেজিতে দক্ষ হবে।
  • ইন্টারকালচারাল বিজনেস, লিডারশিপ এসব বিষয়ে আগ্রহী হতে হবে।
  • আবেদনকারী এরই মধ্যে নিজকম্যুনিটির কোনো সমস্যা সমাধানে নিজ কাজ ওপ্রতিভার স্বাক্ষর রেখেছে।
  • ইন্দোনেশিয়ার সংস্কৃতি থেকে কিছু শেখার প্রবণতা থাকতে হবে।
  • Better Understanding for Better World 2015 প্রোগ্রামের পুরো অংশ জুড়ে অংশ নেয়ার সামর্থ থাকতে হবে।
    আবেদনকারী আন্তর্জাতিক বা অন্য কোনো দেশের হলে আবেদনের সময় পাসপোর্ট থাকতে হবে।

পেপার জমা দেয়ার নিয়মাবলীঃ

Grand theme: Better Understanding as a Grand Tool to Face the World and South East Asia Challenges

Subtheme: Leadership roles in the age of global village
Subtheme: The blessing of religious and cultural diversity
Subtheme: Conflict resolution in managing challenges of social changes
Each paper is original work without any issues of plagiarism.

এসব থীমের উপর জমা দেয়া পেপারের মধ্য থেকে ১৫ জন ফাইনালিস্ট বিনা খরচে তাদের পেপার উপস্থাপনের সুযোগ পাবেন।

1st Best Presenter: IDR 7,500,000
2nd Best Presenter: IDR 5,000,000
Two Best Participants: IDR 1,500,000 each paper

আবেদনপত্রঃ ২ ভাবে আবেদন করা যাবে।

১। শুধু কনফারেন্সে অংশ নেয়ার জন্য।
২। পেপার সাবমিটের মাধ্যমে।

যারা শুধু অংশ নেয়ার জন্য আবেদন করবেন তারা নিজ খরচে ইন্দোনেশিয়ার Yogyakarta এ যাবেন, থাকা খাওয়ার খরচ বহন করবেন। তবেকোনো কনফারেন্স ফি লাগবে না। আবেদনকরতে হবে অনলাইনে। আর পেপার সাবমিটের পর যে ১৫ জন সিল্টেক্টেড হবেন তাদের থাকা খাওয়া, বিমান ভাড়া এসব খরচ কর্তৃপক্ষ বহন করবে।

পেপার সাবমিশনের ডেডলাইনঃ ২০ অক্টোবর, ২০১৫
অংশগ্রহণের আবেদনের ডেডলাইনঃ ২০ নভেম্বর, ২০১৫

আবেদন করার জন্য ভিজিট করুন এখানে
অফিসিয়াল ওয়েবসাইট