ইউরোপিয়ান ফুটবলের খেলোয়াড় কেনাবেচার সর্বশেষ খবরাখবর

Related image

ইউরোপিয়ান ফুটবলের পুরো মৌসুম জুড়ে একদিকে মাঠের ফুটবলে একে অপরের বিপক্ষে লড়াই করার পাশাপাশি বিভিন্ন দলের খেলোয়াড়দের উপর পাখির চোখ রাখে। কোন খেলোয়াড় কেমন করছে, কাকে দলে ভেড়ানো যায় আর কাকে বিক্রি করে দেওয়া যায় সব হিসাব-নিকাশের অঙ্ক মেলাতে ব্যস্ত হয়ে পড়ে ইউরোপের ছোট থেকে বড় সব দলই। তবে যে দলের পকেট যত ভারী, দলবদলের বাজারে তারা তত বড় খেলোয়াড়। টাকার বস্তা নিয়ে কোনো কোনো দল খেলোয়াড় কিনতে মাঠে নামে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

ইউরোপের দলবদলের বাজার আর হলিউড-বলিউডের রঙিন দুনিয়া অনেকটা একই রকম। এই দুই জগতের খবরগুলো কখনো গুজব, আবার কখনো বাস্তব। যতক্ষণ পর্যন্ত কোনো খেলোয়াড় বা ক্লাবের সাথে চুক্তি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করা বড় দায়। একদিকে যখন সবাই রাশিয়া বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, অন্যদিকে তখন ট্রান্সফার মার্কেট সরগরম। বিশ্বকাপের উন্মাদনায় ক্লাব ফুটবলের অনেক খবরই ঢাকা পড়ে যাচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক দল-বদলের বাজারে বড় কিছু খবর, কে যাচ্ছেন কোন ক্লাবে কিংবা কার জন্য কোন ক্লাব কত মিলিয়ন প্রস্তাব করছে।

রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন সেই গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। কিছুদিন আগে রোনালদোর রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো থেকে ১২০ মিলিয়নে নামিয়ে আনার খবর প্রকাশ হওয়ার পর রিয়াল ছাড়ার গুঞ্জন আরো ডানা মেলে। রিয়াল মাদ্রিদ ক্রিস্টিয়ানো রোনালদো এবং জুভেন্টাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তিতে সায় দিলে আগামী গ্রীষ্মেই তুরিনের ওল্ড লেডিতে দেখা যেতে পারে সিআর সেভেনকে। রোনালদোকে কিনতে হলে জুভেন্টাসকে খরচ করতে হবে ১০০ মিলিয়ন ইউরো বা ১১৬ মিলিয়ন ডলার।

ক্রিস্টিয়ানো রোনালদো; source: ExpressUK

জুভেন্টাস তাতেই রাজি। জুভেন্টাস চার বছরের চুক্তিতে ৩৩ বছর বয়সী রোনালদোর জন্য প্রতি মৌসুমে ৩৩ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ইতিমধ্যে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন বলেও জানা যাচ্ছে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

রোমাগনোলির জন্য ইউনাটেডের ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এসি মিলান

ইতালিয়ান তরুণ ফুটবলার অ্যালেসিও রোমাগনোলিকে দলে ভেড়ানোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এসি মিলান ফিরিয়ে দিয়েছে জানিয়ে খবর প্রকাশ করেছে ইতালিয়ান সংবাদ মাধ্যম কোরিয়ের দেলো স্পোর্ট। হোসে মরিনহো দলবদলের বাজারে কোমর বেঁধে নেমেছেন ২৩ বছর বয়সী সেন্টার ব্যাক রোমাগনোলিকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসার জন্য। কিন্তু শুরুতেই রেড ডেভিলদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মিলানের ক্লাবটি।

অ্যালেসিও রোমাগনোলি; Source: metro.co.uk

গত জুনেই এসি মিলানের সাথে চার বছরের চুক্তি করেছেন অ্যালেসিও রোমাগনোলি এবং এসি মিলান তাদের রক্ষণভাগ শক্তিশালী রাখার জন্য রোমাগনোলিকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে চাচ্ছেন।

পাভাদকে দলে ভেড়ানোর লড়াইয়ে আর্সেনাল

ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাভাদকে কেনার জন্য ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড এবং আরবি লেইপজিগ। এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম এল ইকুইপে। ফরাসি এই ডিফেন্ডার বর্তমানে জার্মান বুন্দেসলিগার ক্লাব স্টুটগার্টে খেলছেন। বায়ার্ন মিউনিখ ইতিমধ্যে গোপনে খোঁজ নিয়েছে পাভাদকে বিক্রির সম্ভাবনা কতটুকু।

বেঞ্জামিন পাভাদ; Source: fourfourtwo.com

ফরাসি ডিফেন্ডার চলতি রাশিয়া বিশ্বকাপে দারুণ করছেন। ২২ বছর বয়সী পাভাদ আর্জেন্টিনার বিপক্ষে দারুণ এক গোল করে দলকে শেষ আটে তুলতে সহায়তা করেছেন। তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে যুক্ত হয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালের নামও। কিন্তু আর্সেনালকে হয়তো অপেক্ষা করতে হবে কারণ স্টুটগার্ট আরো এক মৌসুম পাভাদের সার্ভিস পেতে চাইবে।

পিএসজি ছাড়ছেন না কেভিন ট্রাপ

পিএসজির জার্মান গোলরক্ষক কেভিন ট্রাপ ফরাসি ক্লাব ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন বলে অনেকেই গুঞ্জন ছড়িয়েছেন। কিন্তু স্পোর্টস ওয়ান বলছে ভিন্ন কথা। তাদের রিপোর্ট অনুযায়ী কেভিন ট্রাপ পিএসজিতেই থাকছেন। আগামী গ্রীষ্মে পিএসজিতে যোগ দিতে পারেন জিয়ানলুইজি বুফন, তখন দলে জায়গা পাওয়ার জন্য আরো বেশি প্রতিযোগিতা হবে।

কেভিন ট্রাপ; Source: thetimes.co.uk

তবু পিএসজি ছাড়তে অনিচ্ছুক কেভিন ট্রাপ। গত মৌসুমে ২৭ বছর বয়সী গোলরক্ষক কেভিন ট্রাপ আলফোন্সে অ্যারিওলার ব্যাকআপ হিসেবে খেলেছেন। আরো বেশি ম্যাচ খেলার জন্য দল পরিবর্তন করতে পারেন এটা অনেকে ভেবেছিলেন। কিন্তু ট্রাপের বিশ্বাস দলের নতুন জার্মান কোচ থমাস টাচেলের আস্থা অর্জন করতে পারবেন।

আন্দ্রে গোমেজকে দলে টানতে আগ্রহী আর্সেনাল

বার্সেলেনার পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজকে দলে ভেড়ানোর জন্য আর্সেনাল অনেক দূর এগিয়ে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট। আর্সেনালের নতুন কোচ উনাই এমিরি গোমেজকে দলে টানার জন্য ৩০ মিলিয়ন পাউন্ড বা ৩৯.৫ মিলিয়ন ডলার ব্যয় করতে প্রস্তুত।

আন্দ্রে গোমেজ; Source: express.co.uk

তবে গোমেজকে কিনলেই শুধু হবে না, সেই সাথে আগের দলের খেলোয়াড়দের ছাড়তে হবে। কারণ উমিরি চাচ্ছেন ওয়েঙ্গারের স্কোয়ার্ড পরিবর্তন-পরিমার্জন করতে।

ম্যানসিটিতে যোগ দিচ্ছেন রিয়াদ মাহরেজ

লেস্টার সিটির উইঙ্গার রিয়াদ মাহরেজের ম্যানসিটিতে যোগ দেওয়া প্রায় নিশ্চিত বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি রিয়াদ মাহরেজকে কেনার জন্য ৬০ মিলিয়ন পাউন্ড বা ৭৯ মিলিয়ন ডলার খরচ করতে সম্মত হয়েছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
রিয়াদ মাহরেজ; Source: dailystar.co.uk

কিছুদিনের মধ্যে সিটিতে মেডিকেল টেস্ট দিবেন আলজেরিয়ান তারকা ফুটবলার মাহরেজ। রিয়াদ মাহরেজই হতে যাচ্ছেন পেপ গার্দিওলার গ্রীষ্মের প্রথম চুক্তি। শিরোপা ধরে রাখার দলে আর কোন কোন খেলোয়াড়কে টানেন সেটাই দেখার বিষয়।

বার্সায় খেলতে ইচ্ছুক উইলিয়ান

চেলসির ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান বার্সার হয়ে খেলতে ইচ্ছুক। কিন্তু চেলসি তাকে কম দামে বিক্রি করবে বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভো। আগামী মাসে ৩০ বছরে পা রাখতে যাওয়া উইলিয়ান দলবদলের বাজারে বড় এক খবর হতে যাচ্ছেন জোরেসারেই গুঞ্জন ছড়াচ্ছে।

উইলিয়ান; Source: metro.co.uk

কিন্তু চেলসির সাথে তার ২০২০ পর্যন্ত চুক্তি। চেলসি তার জন্য দাম হাঁকতে পারে ৮০ মিলিয়ন ইউরো বা ৯৩ মিলিয়ন ডলার। উইলিয়ানের আকাশচুম্বী দাম বার্সাকে পিছু হটাতে পারে। তবে শেষ পর্যন্ত দেখা যাক কি হয়।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

নেইমারকে কেনার জন্য ৩১০ মিলিয়ন ইউরোর খবর উড়িয়ে দিয়েছে রিয়াল

পিএসজি তারকা নেইমারকে দলে টানার জন্য ফরাসি ক্লাবকে ৩১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম টিভি ই। কিন্তু খবরটি প্রকাশ হওয়ার সাথে সাথে সেটি প্রত্যাখান করেছে রিয়াল মাদ্রিদ।

নেইমার; Source: hindustantimes.com

স্প্যানিশ সংবাদ মাধ্যমটি জানায় নেইমারকে কেনার জন্য রিয়াল মাদ্রিদ ৩১০ মিলিয়ন ইউরো বা ৩৬০ মিলিয়ন ডলারের প্রস্তাব করেছে পিএসজিকে। তবে রিয়ালের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নেইমার বা পিএসজির সাথে কোনো যোগাযোগ করেনি এবং এত বিশাল অঙ্কের কোনো প্রস্তাবও দেয়নি।

বোনুচ্চির জন্য দাম হাঁকাতে প্রস্তুত পিএসজি

ফরাসি ক্লাব পিএসজি ইতালিয়ান ক্লাব এসি মিলানের ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিকে কেনার জন্য দাম হাঁকাতে প্রস্তুত হচ্ছে। এমনটা জানিয়েছে সংবাদমাধ্যম ক্যালসিওমার্কাতো।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
লিওনার্দো বোনুচ্চি; Source: skysports.com

পিএসজি শুধুমাত্র বোনুচ্চি নন, সেই সাথে জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক বুফনকেও দলে ভেড়ানোর জন্য দাম প্রস্তাব করবে। দলে নতুন খেলোয়াড় টানতে পিএসজির নজর এবার পড়েছে ইতালির দিকে। দেখা যাক তারা কতটা সফল হতে পারে।

বার্সা নতুন দুটি চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে

বার্সেলোনা খুব শীঘ্রই দুইটি নতুন চুক্তি করতে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা আর্থুর এবং সেভিয়া তারকা ক্লিমেন্ট লেংলেটের সাথে।

ক্লিমেন্ট লেংলেট; Source: dailytrust.com.ng

গত সপ্তাহের শেষের দিকে লেংলেট বার্সার সাথে চুক্তি করার বিষয়ে সিদ্ধান্ত নেন। তার আগেই বার্সা আর্থুরের সাথে চুক্তি করার বিষয়ে মতানৈক্যে পৌঁছে গেছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Featured Image: metro.co.uk

 

SOURCE: KHELA.CO

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *