উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ

car2

ডেডলাইনঃ ১৫ ডিসেম্বর, ২০১৫।

স্থানঃ USA.

যাদের জন্যঃ আমেরিকান ইউনিভার্সিটি, ওয়াশিংটন ডিসিতে ভর্তি ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য।

প্রতি বছর আমেরিকান ইউনিভার্সিটি, ওয়াশিংটন সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ (AU EGL scholarship) প্রদান করে থাকে। এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের টিউশন ফি, থাকা, খাওয়ার খরচ প্রদান করা হয়ে থাকে। এর জন্য F-1 কিংবা J-1 ভিসার জন্য আবেদন করা লাগে। স্নাতকে ভর্তি হওয়ার পর প্রতি বছরই এই বৃত্তির সুবিধা নেয়া যাবে তবে সেটা নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পারফর্মেন্সের উপর।

যোগ্যতাঃ

অ্যামেরিকার নাগরিক, কিংবা আমেরিকাসহ অন্য যেকোনো দেশের দ্বৈত নাগরিক হলে এই বৃত্তির জন্য আবেদন করা যাবে না। প্রতিযোগিকে অবশ্যই উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থী হতে হবে। ইতিমধ্যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে, অর্থাৎ শিক্ষার্থীকে অবশ্যই নিয়মিত হতে হবে।

আসন্ন Fall 2016 (August) সেশনের জন্য আবেদন করতে হবে। সেই সব প্রতিযোগিকে প্রাধান্য দেয়া হবে যারা ইতিমধ্যে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তবে ন্যূনতম যেসব যোগ্যতা লাগবে –

  • নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত GPA কমপক্ষে 3.8 থাকতে হবে (অথবা ক্লাসের সেরা ১০ শতাংশের মধ্যে থাকতে হবে)।
  • লিডারশিপ, ভলান্টারিজম, কম্যুনিটি সার্ভিস এসবের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
  • মৌখিক ও লিখিত ইংরেজিতে চমৎকার দক্ষতা থাকতে হবে। কমপক্ষে 95 TOEFL iBT, 7.0 IELTS or 600 paper-based TOEFL।

বৃত্তির মূল্যঃ 

এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় টিউশন ফি, থাকা, খাওয়া ইত্যাদির খরচ বহন করা হলেও হেলথ ইন্স্যুরেন্স, বইপত্র, বিমান ভাড়া ইত্যাদি শিক্ষার্থীকে নিজেই বহন করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীকে প্রায় ৪,০০০ ইউএস ডলার খরচ করা লাগতে পারে।

আবেদন প্রক্রিয়াঃ 

আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। কেউ যদি EducationUSA এর মাধ্যমে আবেদন করে থাকে তাহলে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীর যোগ্যতার লেটার জমা দিতে হবে।

এপ্লিকেশন ফর্মঃ লিংক

অফিশিয়াল ওয়েবসাইটঃ লিংক

6 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *