বিনা খরচে কানাডাতে সরাসরি জব ও জব ভিসা পাবার উপায়গুলো, এখনই প্রস্তুতি শুরু করুন

The skills in demand in Canada

Here are a few in-demand skills that can help you advance your career:

No-code and low-code development

No-code and low-code software development approaches help non-technical employees build software applications without programming experience. This is a huge benefit for companies as they can quickly scale or update existing applications without hiring additional programmers. Building your knowledge of no-code development can help you transition into an IT leader role and advance your career.

Data literacy

Companies increasingly rely on data insights to make better business decisions, streamline operations, gain visibility, increase productivity, and improve revenues. Data literacy is reading, organizing, analyzing, and interpreting enterprise data to derive valuable insights. Familiarizing yourself with modern data technologies, such as big data analysis, can make you a valuable asset in business areas, such as project management, sales, marketing, and human resources.

Cloud computing

Cloud computing has emerged as the most affordable and optimized way to store, organize, and manage large volumes of data. Irrespective of the industry and business type, companies of all sizes increasingly rely on cloud solutions to store and securely access enterprise data. Developing your technical knowledge of cloud computing can help you advance to senior positions in an IT career.

Agile project management

Agile project management is an iterative approach to software development that emphasizes optimized product releases by incorporating customer feedback into each iteration. Companies that follow this methodology can experience an increase in development speed, customer satisfaction, and the ability to adapt to market trends quickly. Familiarizing yourself with the technical and soft skills of agile project development, such as critical thinking, time management, and clear communication, can make you a valuable resource in the workplace.

Artificial intelligence and machine learning

Machine learning (ML) and artificial intelligence (AI) engineers train machines and automated systems to perform tasks without human intervention. With businesses across industries adopting ML and AI solutions, employers hire skilled engineers in these technologies. Knowledge of programming languages, data modeling, machine learning algorithms, statistics, and system design can help you build a career in these fast-growing fields.

Cybersecurity

With the increase in data breaches, businesses recognize the need for qualified cybersecurity experts to protect themselves from digital attacks. Cybersecurity experts work across different industries, including governmental agencies, non-profit organizations, and private companies. Developing cybersecurity skills can help you secure jobs in fields that handle high volumes of customer data, such as retail, trade, finance, and health care.

Programming and software development

With the frequent emergence of new technologies, businesses often hire specialized programmers and software developers to help them keep up with the constant technological changes. Developing specialized sub-skills such as web programming, game development, mobile app development, database maintenance, or blockchain engineering can help you build a successful career in your preferred domain. Building your programming portfolio and upgrading your coding skills can help secure well-paying technical jobs.

Skilled trades

As senior tradespeople retire, there’s a demand for young, skilled tradespersons. Building your skills in plumbing, carpentry, electrical work, welding, and masonry can help you enjoy a stable and satisfying career. Besides traditional skilled trades, there’s a growing demand for tradespeople in creative fields such as baking, hair styling, and pet grooming.

How to highlight skills in demand in Canada

Here are a few tips on how to showcase in-demand skills in different scenarios:

Skills in demand in Canada for a resume

On your resume, you can highlight your in-demand skills in the summary, work history descriptions, or skills section. Ensure that you read the job description carefully to identify the skills that are most relevant to the role. For example, when applying for a customer service agent role, you can include customer-centricity as your top skill in the skills section.

Skills in demand in Canada for a cover letter

When writing the cover letter, focus on one or two in-demand skills that the employer has mentioned in the job description. You can explain how you’ve used these skills to obtain success and achieve goals in your previous roles. This helps the hiring manager get a clear idea of your expertise, making it easier for them to identify if you suit the position.

Skills in demand in Canada for a job interview

An interview is an excellent opportunity to showcase your skills and expertise to the hiring manager and demonstrate your fit for the position. During the interview, you can explain how you’ve upskilled yourself by acquiring in-demand skills. Use techniques like the situation-task-action-result (STAR) interview methodology to share examples of how you’ve used these skills successfully in previous roles.

কানাডায় ক্যারিয়ার শুরু করতে চাইলে পড়ুন

ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচিতি

কানাডায় বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শিল্প কারখানা গড়ে উঠেছে। আর প্রতি বছরই এই দেশটি ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। যদিও অন্যান্য উন্নত দেশের মতো কানাডার মার্কেট পরিধি তেমন বৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ না। তবুও বিভিন্ন অর্থনৈতিক মন্দার সময়ও কানাডার ব্যবসায়িক কার্যক্রম স্থিতিশীল ছিলো। বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সেরা পাঁচটি শিল্পক্ষেত্র হলো,

কৃষি , শক্তি , প্রযুক্তি, পরিষেবা & ম্যানুফ্যাকচারিং

চাকরি

একটি দেশে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের চাকরির পদ ও কাজের ক্ষেত্র সৃষ্টি হয়। কিছু কিছু চাকরি রয়েছে যেগুলো অস্থায়ী, বিভিন্ন মৌসুমীকে কেন্দ্র করে, এ ধরনের চাকরিতে নিয়োগ পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।

বিশেষ করে হসপিটালিটি এবং ট্যুরিজম ক্ষেত্রের চাকরিগুলো সাধারণত অস্থায়ী হয়ে থাকে। এসব ক্ষেত্রে কর্মজীবন শুরু করতে, তেমন কোনো বেগ পেতে হয় না। আপনি ইচ্ছা করলে, খুব সহজেই এসব চাকরিতে যোগদান করতে পারেন। কিন্তু আপনি যদি স্থায়ী চাকরি খোঁজ করেন এবং মেট্রোপলিটন এলাকায় কাজ করতে ইচ্ছা পোষণ করেন, তবে আপনাকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। আপনার যোগ্যতা ও দক্ষতার যথার্থ পরিচয় দেওয়ার মাধ্যমেই শুধুমাত্র এসব স্থায়ী চাকরিগুলোতে নিয়োগ পেতে পারেন। কানাডার অধিবাসীদেরকে সাধারণত এসব স্থায়ী চাকরিতে যোগদান করতে উৎসাহিত করা হয়।

তবে বিদেশী নাগরিকদেরও এ ধরনের চাকরিক্ষেত্রে কাজ করার অপার সুযোগ ও সম্ভাবনা আছে। ব্যাংকিং, ইন্সুরেন্স, রিটেইল ও বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কাজ করার সুযোগ রয়েছে। আপনার যোগ্যতা ও দক্ষতা থাকলে খুব সহজেই, কানাডার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে স্থায়ীভাবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন।

https://www.linkedin.com/jobs/search/

https://ca.indeed.com/

https://www.monster.ca/

https://www.roberthalf.ca/en/jobs

https://www.canada.ca/en/services/jobs/opportunities.html

https://www.canadacareersite.com/

https://www.glassdoor.com/

https://www.ciccanadajobs.com/

কাজের ভিসা

ব্রিটিশ নাগরিকদের কানাডায় প্রবেশের জন্য সাধারণত ভিসার প্রয়োজন হয় না। তবে আপনি যদি বিমানযোগে কানাডায় প্রবেশ করতে চান। তবে ইলেকট্রনিক ট্রাভেল ভিসার প্রয়োজন হবে। ১৮ থেকে ৩০ বছরর বয়সী যুক্তরাজ্যের নাগরিকদের জন্য ওয়ার্কিং ট্রাভেল ভিসা ব্যবস্থা রয়েছে। তবে ভিসা পেতে হলে অবশ্যই ভিসার আবেদনের পূর্বেই একটি চাকরি নিশ্চিত করতে হবে।

আর আপনি যদি ব্রিটিশ নাগরিক না হয়ে থাকেন, তবে আপনাকে কাজের জন্য অবশ্যই একটি ভিসা সংগ্রহ করতে হবে। ভিসা পেতে হলে পূর্বেই আপনাকে একটি চাকরির বন্দোবস্ত করতে হবে। আর আপনি যদি স্থায়ীভাবে থাকতে চান, তবে স্থায়ী স্থান নির্বাচন করে ভিসার জন্য আবেদন করুন। আপনি একটি চাকরি পেয়ে গেলে, কাজের জন্য ভিসা পেতে আপনাকে তেমন কোনো নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে না। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, আপনি ভিসার জন্য আবেদন করলে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি কানাডায় কাজের জন্য ভিসা পেয়ে যাবেন।

উপার্জন

কানাডায় পূর্ণ কর্মঘণ্টার একটি চাকরি করে গড়ে বছরে ৩০ হাজার পাউন্ড আয় করা সম্ভব, যা বাংলাদেশর মুদ্রার হিসাবে অনুযায়ী প্রায় ৩১ লাখ টাকা। আয় মূলত যোগ্যতা, দক্ষতা এবং কাজের ধরনের ওপরে নির্ভর করে। আপনার যোগ্যতা ও দক্ষতা থাকলে কানাডায় বেশ উচ্চ বেতনের চাকরিতে যোগদান করতে পারবেন।

সুযোগ-সুবিধা

কানাডায় যদি আপনি কাজ ও বসবাস করেন। তবে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।

যেমন: উন্নত মানের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন, নিরাপদভাবে বসবাস করতে পারবেন, উন্নতমানের জীবনযাপন করতে পারবেন, প্রথম শ্রেণির স্বাস্থ্য সেবা পাবেন, বিভিন্ন সংস্কৃতির মানুষদের সঙ্গে বসবাস করার সুযোগ পাবেন এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

কীভাবে চাকরি পাবেন

কানাডায় চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে আপনার যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে হবে। এছাড়াও সহজে চাকরি পেতে নিচের পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করুন।

গবেষণা করুন

কানাডা একটি বৃহৎ দেশ এবং এ দেশের মধ্যে কাজ, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তাই আপনাকে গবেষণার মাধ্যমে নিশ্চিত করতে হবে, আপনার জন্য উপযুক্ত কাজ ও স্থান কোনটি।

এজন্য কানাডার বিভিন্ন স্থান ও কাজ সম্পর্কে পূর্বেই ধারণা অর্জন করতে হবে। যেমন: আপনি যদি প্রযুক্তি ক্ষেত্রে কাজ করতে চান, তবে অটোয়া আপনার জন্য উপযুক্ত স্থান। আবার যদি তেল ও গ্যাস শিল্পে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান, তবে টরেন্টো আপনার জন্য উপযুক্ত স্থান হতে পারে। তাই আপনি কোন কাজের জন্য উপযুক্ত, কানাডার কোথায় আপনি আপনার পছন্দের কাজ পাবেন এবং বসবাসের জন্য আপনার উপযুক্ত স্থান কোনটি হতে পারে, এগুলো গবেষণা ও চিন্তাভাবনার মাধ্যমে খুঁজে বের করুন।

নেটওয়ার্ক

চাকরি পাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কের ভূমিকা অনস্বীকার্য। আপনার শক্তি নেটওয়ার্ক থাকলে, খুব সহজেই ভালো চাকরি পেয়ে যেতে পারেন।

তাই আপনি কানাডায় ক্যারিয়ার গড়তে চাইলে, শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য চেষ্টা করুন। বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে সহজেই বিভিন্ন শ্রেণির মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব।

কানাডা আগামী ৩ বছরে ১৫ লাখ ইমিগ্রান্টস নিবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *