কি করে হলেন তারা সেরা ধনী?

0

কি করে হলেন তারা সেরা ধনী?

গত এক সপ্তাহ ধরে সারা রাত জেগে আর দুপুর পর্যন্ত ঘুমিয়ে মোটামুটি বর্তমান বিশ্বের ১০০ জন সেরা ধনীর জীবনী সংক্ষেপে শেষ করেছি।

কিছু তথ্য সেখান থেকে টুকে রেখেছি –

১। এদের ২৭ জন বংশ পরাম্পরায় জন্ম থেকেই বিশ্বের সেরা ধনী, বাকি ৭৩ জন নিজের পরিশ্রমে আজ বিশ্বের সেরা ধনী।

২। এদের মধ্য ১৮ জনের কলেজ ডিগ্রী পর্যন্ত নেই।

৩। ৩৬জন খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

তাহলে কোন পদক্ষেপ তাদের বিলিনিয়র করে তুলল –

১। তারা কঠিন সময়েও বিনিয়োগে পিছ পা না হয়ে মনোবল নিয়ে এগিয়ে গিয়েছিলেন।

২। অনেকেই ধ্বংস এর মুখে পড়া কোম্পানী কিনে লাভের মুখ দেখিয়েছেন।

৩। তারা কর্মচারীদের সাথে খাবার খেতেন এবং একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিতে জানতেন।

৪। অনেকের ক্ষেত্রে মাত্র একটি চুক্তিই তাদের বিলিনিয়রে নাম লিখিয়েছে।

৫। আগামীতে কি হতে চলেছে সেটা তারা আগেই ঠিক বুঝতে জানতেন।

৬। তাদের অনেকেই গদ ধরা পথে না চলে নতুন বিজনেস মার্কেট তৈরী করেছেন।

৭। মাইক্রোম্যানেজ

৮। রিক্স নিতে জানতেন সকলেই।

আপনার পা যতই ছোট হোক না কেন, তাকে সঠিকভাবে কাজে লাগালে সে এভারেস্ট এর চূড়া ছুঁতে পারবেই।

লেখক: সুমন সাহা ( Suman Saha )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *