শিক্ষা জীবন শেষে সবারই আকাঙ্খা থাকে মনের মত কোন প্রতিষ্ঠানে একটা চাকরি জুঠিয়ে নেওয়া। আর সেই প্রতিষ্ঠানটা যদি হয় ‘গুগল’ তবে তো কথাই নিই। গুগলে চাকরির সুযোগ নিশ্চয় প্রযুক্তি বিষয়ে গ্রাজুয়েটদের প্রথম পছন্দ গুলোর একটি।
{
"slotId": "2452885053",
"unitType": "in-article"
}
হ্যা, গুগলেই মিলবে সোনার চাকরির সুযোগ। অন্যান্য বছরের ন্যায় এ বছরও গুগলে সরাসরি চাকরির সুযোগ নিতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। ২০১৬ সালে যাদের স্নাতক সম্পন্ন হবে, তারা এ প্রক্রিয়ায় যুক্ত হয়ে গুগলে চাকরি নিতে পারবেন।
চতুর্থ পর্বের এ পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর। আজই নিবন্ধন করুন। সকল প্রক্রিয়া সম্পন্ন করে হয়ে উঠুন গুগলের গর্বিত কর্মী।
নিবন্ধন ফর্ম পেতে এখানে ক্লিক করুন।
https://goo.gl/Wj7bwX
{
"slotId": "",
"unitType": "in-article",
"pubId": "pub-6767816662210766"
}