দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু ওয়েব ডিজাইন ব্লগ, গ্রাফিক্স ডিজাইন ব্লগ, হ্যাকিং ব্লগ, এবং প্রোগ্রামিং ভাষা শেখার ব্লগ

ক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু ওয়েব ডিজাইন ব্লগ

দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু গ্রাফিক্স ডিজাইন ব্লগ

দক্ষতা বৃদ্ধির জন্য সেরা দশটি হ্যাকিং ব্লগ

দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু প্রোগ্রামিং ভাষা শেখার ব্লগ

দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু ওয়েব ডিজাইন ব্লগ

গ্রাফিক্স ডিজাইনারদের মতোই ওয়েব ডিজাইনাররাও যেকোনো স্থানেই অনুপ্রেরণা আর উদ্দীপনা খুঁজে থাকে। দক্ষতা বৃদ্ধির জন্য একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনাকে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে। যারা ওয়েব ডিজাইন সম্পর্কে আরো জানতে চায় তাদের জন্য ইন্টারনেটে হাজার হাজার রিসোর্স ও টিউটোরিয়াল রয়েছে। কিন্তু প্রায়শই সঠিক আর উপযুক্ত রিসোর্স খুঁজে পাওয়া যায় না।

তাছাড়া এতোগুলো রিসোর্স আর টিউটোরিয়াল নিয়ে ঘাটাঘাটি করাটাও অনেক ঝামেলার ব্যাপার। আর তাই আপনার এই মূল্যবান সময় সঞ্চয়ের জন্য আজকের আর্টিকেলে আমি বেশ কিছু ওয়েব ডিজাইন সম্পর্কিত ব্লগ নিয়ে আলোচনা করবো। যেগুলো শুধুমাত্র আপনার সময়ই বাঁচাবে না, বরং আপনার ওয়েব ডিজাইনের দক্ষতা বৃদ্ধিতেও অনেক সাহায্য করবে। চলুন তাহলে দেখে আসি, এমন কিছু ওয়েব ডিজাইন ব্লগ যেগুলো আপনার দক্ষতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করবে।

Source: techdonut.co

স্ম্যাশিং ম্যাগাজিন – ফর প্রফেশনাল ওয়েব ডিজাইনারস এন্ড ডেভেলপারস

জার্মানীতে অবস্থিত এই ব্লগে আপনি বর্তমান ট্রেন্ডের সাথে চলমান ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইনের বিভিন্ন তথ্য জানতে পারবেন। আর্টিকেলের সংখ্যার উপর নয়, তাদের মূল লক্ষ্য হচ্ছে, আর্টিকেলের কোয়ালিটি দ্বারা আপনাকে সেবা দেয়া। স্ম্যাশিং ম্যাগাজিনের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ৯৩ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ লক্ষেরও বেশি। প্রত্যেক সপ্তাহে তাদের ব্লগে দুটো করে নতুন পোস্ট দেয়া হয়।

ওয়েব ডিজাইনার ডিপোট – ওয়েব ডিজাইন ব্লগ

কানাডার ভ্যানকুভারে অবস্থিত এই ব্লগটি ওয়েব ডিজাইন ট্রেন্ড, আর্টিকেল ও টিপসের জন্য অনেক বেশি পরিচিত। এখানে আপনি ওয়েব ডিজাইনের বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত অনেক ধরণের টিউটোরিয়াল পাবেন। যেমন: ফটোশপ, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়েব ডেভেলপমেন্ট টুলস ইত্যাদি। ওয়েব ডিজাইনার ডিপোটের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ৭ লক্ষেরও বেশি। প্রত্যেক সপ্তাহে তাদের ব্লগে তিনটি করে নতুন পোস্ট দেয়া হয়।

এনভাটো টিউটস ওয়েব ডিজাইন

ওয়েব ডিজাইন টিউটোরিয়াল ও টিপসের উপর যত ধরণের আর্টিকেল রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা টিউটোরিয়ালগুলো এনভাটো টিউটস দিয়ে থাকে। অসাধারণ ভঙ্গিতে ও সহজ ভাষায় ওয়েব ডিজাইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল এখানে পাওয়া যায়। প্রত্যেক সপ্তাহে ৪ টি করে নতুন পোস্ট দেয়া হয় এই ব্লগে। এনভাটো টিউটসের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ লক্ষেরও বেশি।

মনস্টার পোস্ট – ওয়েবসাইট টেমপ্লেটস, ওয়েব টেমপ্লেটস, টেমপ্লেট মনস্টার

নিউইয়র্কে অবস্থিত এই ব্লগটি মূলত কর্পোরেট ডিজাইন আইটেমগুলো সরবরাহ করে থাকে। মনস্টার পোস্ট মূলত ওয়েবসাইট টেমপ্লেট ও ডিজাইন স্ট্রাকচারের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই ওয়েবসাইটের ফ্রি থিম সেকশন থেকে অনেক ধরণের উন্নত ও হাই কোয়ালিটির ওয়েবসাইট টেমপ্লেট ডাউনলোড করা যায়। প্রত্যেক সপ্তাহে ৮ টি করে নতুন পোস্ট দেয়া হয় এই ব্লগে। মনস্টার পোস্টের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১০ হাজারেরও বেশি।

অ্যাওয়ার্ডস – ওয়েবসাইট অ্যাওয়ার্ডস, বেস্ট ওয়েব ডিজাইন ট্রেন্ডস

এই ব্লগটি মূলত বিভিন্ন ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যাজেন্সি ও ডেভেলপারদের পুরস্কার দিয়ে থাকে। ওয়েব ডিজাইন সংক্রান্ত অনেক ধরণের তথ্য ও আর্টিকেল এখানে পাওয়া যায়। প্রত্যেক সপ্তাহে একটি করে নতুন পোস্ট দেয়া হয় এই ব্লগে। অ্যাওয়ার্ডসের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ্য ৮৮ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার।

সাইট পয়েন্ট

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এই ব্লগটি মূলত ওয়েব প্রফেশনালদের একটি অনলাইন কমিউনিটি। এখানে পৃথিবীর বিখ্যাত সব ডিজাইনার ও ডেভেলপাররা তাদের আইডিয়া, ডিজাইন, ডেভেলপমেন্ট এবং উদ্দীপনা এখানে শেয়ার করে থাকেন। তাছাড়া এখান রয়েছে এইচ টি এম এল, সি এস এস, জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরি, অ্যাপ ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্টের উপর অসাধারণ সব টিউটোরিয়াল। প্রত্যেক সপ্তাহে ৫ টি করে নতুন পোস্ট দেয়া হয় এই ব্লগে। সাইট পয়েন্টের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার।

সি এস এস ট্রিক্স

ক্রিস কোয়ের নামক একজন ডেভেলপার ও ডিজাইনার দ্বারা তৈরি করা এই ব্লগে আপনি সি এস এস (ক্যাসক্যাডিং স্টাইল শিট) ও ওয়েব ডিজাইন সংক্রান্ত বিভিন্ন তথ্য, আইডিয়া, ডেভেলপমেন্ট, ডিজাইন, পোস্ট, টিউটোরিয়াল, টিপস ইত্যাদি পাবেন।প্রত্যেক সপ্তাহে ৯ টি করে নতুন পোস্ট দেয়া হয় এই ব্লগে। সি এস এস ট্রিক্সের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৭১ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ৩ লক্ষ ২৯ হাজার।

ক্রিয়েটিভ ব্লক

আপনি যদি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন, ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ের উপর আইডিয়া ও অনুপ্রেরণা খুঁজে থাকেন, তাহলে ক্রিয়েটিভ ব্লক আপনার সেই চাহিদা পূরণ করতে পারে। কীভাবে বর্তমান ট্রেন্ডের সাথে মিল রেখে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের দিকে পা বাড়ানো যাবে, সে বিষয়ে বিস্তারিত লেখা আছে এই ব্লগে। প্রত্যেক সপ্তাহে ৩৪ টি করে নতুন পোস্ট দেয়া হয় এই ব্লগে। ক্রিয়েটিভ ব্লকের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৩ লক্ষ ৩৫ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার।

কোড্রপস

পর্তুগালে অবস্থিত এই ব্লগে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল ও টিউটোরিয়াল দেয়া হয়। তারা মূলত ইনোভেটিভ ও ক্রিয়েটিভ আর্টিকেলের দিকে মনোযোগ দিয়ে থাকে। প্রত্যেক সপ্তাহে ১ টি করে নতুন পোস্ট দেয়া হয় এই ব্লগে। কোড্রপসের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৯০ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার।

স্প্যাকিবয় ডিজাইন ম্যাগাজিন – ওয়েব ডিজাইন নিউজ, রিসোর্স এন্ড ইন্সপিরেশন

তাদের নামে যেভাবে বলা হয়েছে, ঠিক সেভাবেই তারা ওয়েব ডিজাইন সম্পর্কিত খবরাখবর, আর্টিকেল, লেটেস্ট ট্রেন্ড, রিসোর্স, কোর্স এবং অনুপ্রেরণাদায়ক পোস্ট দিয়ে থাকে। প্রত্যেক সপ্তাহে ৪ টি করে নতুন পোস্ট দেয়া হয় এই ব্লগে। স্প্যাকিবয় ডিজাইন ম্যাগাজিনের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৫৪ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ৭৬ হাজার।
দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু গ্রাফিক্স ডিজাইন ব্লগ

ডিজাইনরা যেকোনো স্থানেই অনুপ্রেরণা খুঁজতে থাকে। আর তাই একজন ডিজাইনার হিসেবে আপনার ক্রিয়েটিভিটি, উদ্দীপনা আর দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে। যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আরো জানতে চায় তাদের জন্য ইন্টারনেটে হাজার হাজার রিসোর্স ও টিউটোরিয়াল রয়েছে। কিন্তু প্রায়শই সঠিক আর উপযুক্ত রিসোর্স খুঁজে পাওয়া যায় না।

Source: 9dzine.com

তাছাড়া এতোগুলো রিসোর্স আর টিউটোরিয়াল নিয়ে ঘাটাঘাটি করাটাও অনেক ঝামেলার ব্যাপার। আর তাই আপনার এই মূল্যবান সময় সঞ্চয়ের জন্য আজকের আর্টিকেলে আমি বেশ কিছু গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত ব্লগ নিয়ে আলোচনা করবো। যেগুলো শুধুমাত্র আপনার সময়ই বাঁচাবে না, বরং আপনার গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা বৃদ্ধিতেও অনেক সাহায্য করবে। চলুন তাহলে দেখে আসি, এমন কিছু গ্রাফিক্স ডিজাইন ব্লগ যেগুলো আপনার দক্ষতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করবে।

লোগোড

এই ব্লগটি মূলত লোগো সম্পর্কিত। এক পেইজের এই ব্লগটি প্রায় এক যুগ ধরে বাজার দখল করে আছে। খুবই সহজ কাঠামোতে তৈরি এই ব্লগে আপনি পাবেন অনেক ধরণের লোগো ও সেই লোগো সম্পর্কিত তথ্যাবলী। লোগোডের রিসোর্স সেকশনে লোগো তৈরী ও সে সম্পর্কিত বেশ কিছু অসাধারণ আর্টিকেল রয়েছে।

লোগোস্পায়ার

এই ব্লগটিও লোগো সম্পর্কিত। আপনি যদি লোগো তৈরির জন্য অনুপ্রেরণা আর ক্রিয়েটিভ ডিজাইন খুঁজে থাকেন, তাহলে লোগোস্পায়ার আপনার জন্য সেরা একটি ব্লগ। এই ব্লগের কাঠামো ও অসাধারণ ইউজার ইন্টারফেস আপনাকে যেকোনো আর্টিকেল পড়তে বাধ্য করবে। এখানে বিভিন্ন ধরণের ক্রিয়েটিভ লোগোর পাশাপাশি ইলাস্ট্রেশন ও ইমেজ খুঁজে পাবেন, যা আপনার ডিজাইনের উদ্দীপনাকে ভেতর থেকে টেনে নিয়ে আসবে।

লোগোলোগি

লোগোলোগি ব্লগটিও লোগো সম্পর্কিত, তবে এই ব্লগের লোগোগুলো অন্যান্য ব্লগের মতো নয়। এই ব্লগের লোগোগুলো মূলত জনপ্রিয়তার ভিত্তিতে আপলোড করা হয়। এই ব্লগের লোগোগুলোর পাশেই রয়েছে ছোটো কিছু নোট, যেখান থেকে আপনি জানতে পারবেন কেনো এই লোগোটি এতোটা জনপ্রিয় আর আকর্ষণীয়। লোগো ড্রাফটস সেকশনে আপনি সেরা ডিজাইনারদের অন্যান্য লোগোও দেখতে পারবেন।

ব্র্যান্ড নিউ

প্রায় এক যুগ ধরে বাজারে টিকে থাকা এই ব্লগটি যদিও লোগো সম্পর্কিত, কিন্তু এই ব্লগটির ইউজার ইন্টারফেস উপরের ওয়েবসাইটগুলোর মতো নয়। আপনি যেকোনো লোগোকে ডাউনলোড করে সেটাকে রিডিজাইন করতে পারবেন। কীভাবে একটি লোগোকে রিডিজাইন করা যায় সে সম্পর্কিত তথ্যও ব্র্যান্ড নিউ ব্লগে দেয়া আছে। অরিজিনাল লোগোটির ডিজাইনারের কাছে আপনার লোগোটিকে ইন্সাইটের জন্যও পাঠাতে পারবেন।

লোগো পন্ড

ক্রিয়েটিভ সব লোগোর ডিজাইন দেখার জন্য লোগো পন্ডের চেয়ে ভালো কোনো ব্লগ হতেই পারে না। সারা পৃথিবীর সবচেয়ে সেরা সব লোগোগুলোর কালেকশন রয়েছে লোগো পন্ডে। বিভিন্ন ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করে, বড় বড় কোম্পানির লোগো তৈরি করা ডিজাইনাররাও তাদের লোগো এখানে আপলোড করে থাকেন। আপনি নিজেও এখানে অ্যাকাউন্ট খুলে আপনার তৈরি করা লোগোটি আপলোড করতে পারেন।

ট্রেন্ডল্যান্ড

ফ্যাশন থেকে শুরু করে টেক সম্পর্কিত বেশ কিছু ইলাস্ট্রেশন এখানে দেখতে পাবেন। ট্রেন্ডল্যান্ডে প্রায়ই বেশ ভালো কিছু ইলাস্ট্রেশন দেখা যায়। তারা বিভিন্ন ডিজাইনের ইলাস্ট্রেশনের পাশাপাশি কলেজ ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ট্র্যাভেল, আর্ট, কালচার, ফটোগ্রাফি সম্পর্কিত ইলাস্ট্রেশনও আপলোড করে থাকে। ট্রেন্ডল্যান্ডের ভিডিও সেকশনে আপনি ইলাস্ট্রেশন সম্পর্কিত বেশ ভালো কিছু ভিডিও ব্লগ পেতে পারেন।

বুম

ক্যানাডিয়ান এই ইলাস্ট্রেশন সম্পর্কিত ব্লগে আপনি দেখতে পাবেন ক্রিয়েটিভিটির প্রকৃত চেহারা। কারণ, এই ব্লগটিতে যেসব ইলাস্ট্রেশন আপলোড দেয়া হয় সেগুলো আপনার উদ্দীপনা আর ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তুলতে সহায়তা করবে। বুমের শপ সেকশন থেকে আপনি এসব ইলাস্ট্রশন ক্রয় করতে পারবেন। তাদের প্রজেক্ট সেকশনে আপনি বিভিন্ন ধরণের প্রজেক্ট পাবেন, যেগুলোতে কাজ করছেন বিশ্বের নামকরা আর ক্রিয়েটিভ ডিজাইনাররা।

গ্রেইন এডিট

বর্তমান ট্রেন্ডের সাথে চলার মতো ইলাস্ট্রেশন যদি খুঁজতে থাকেন, তাহলে গ্রেইন এডিট আপনার জন্য  মোক্ষম ওষুধ হিসেবে কাজ করবে। এখানকার বেশিরভাগ ডিজাইনাররাই ট্রেন্ডের সাথে চলার মতো ডিজাইন করে থাকেন, যার ফলে আপনাকে ট্রেন্ড নিয়ে আর ভাবতে হবে না। আপনি নিজেও এখানে ইলাস্ট্রেটর হিসেবে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

উই লাভ টাইপোগ্রাফি

টাইপোগ্রাফি সংক্রান্ত যেকোনো কন্টেন্ট পাবেন এই ব্লগে। উই লাভ টাইপোগ্রাফিতে রয়েছে টাইপোগ্রাফির এক বিশাল কালেকশন। তাদের ওয়েবসাইটের অসাধারন ডিজাইন আর ইউজার ইন্টারফেস আপনাকে টাইপোগ্রাফির নেশায় ফেলে দিতে পারে। যেকোনো অবস্থায় আপনাকে মোটিভেট করার জন্য এই ব্লগের কন্টেন্টগুলোর জুড়ি নেই।

ইনক্রেডিবল টাইপস

সারা পৃথিবীর সেরা সব ডিজাইনার ও টাইপোগ্রাফারদের ডিজাইন রয়েছে এখানে। এই ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস সম্পূর্ণ সাদা-কালো, যা ব্লগটিকে দিয়েছে অসাধারণ এক মাধুর্যতা। টাইপোগ্রাফিগুলোও সাদা-কালোতে তৈরি করা হয়েছে। যদি আপনি ইনক্রেডিবল টাইপসের বিভিন্ন অপশনে ও টাইপোগ্রাফিগুলোতে ক্লিক করেন তাহলে এগুলো তাদের প্রকৃত রঙ ফিরে পায়।

টাইপ এভ্রিথিং

কখনো যদি বিভিন্ন ধরণের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আকার ও রঙয়ের ফন্ট তৈরি করার কথা ভেবে থাকেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। টাইপ এভ্রিথিং এমন একটি ব্লগ যেখান থেকে আপনি বিভিন্ন নামকরা ও বিখ্যাত আর্টিস্টের তৈরি ফন্টের ডিজাইন দেখতে পারবেন। বিভিন্ন ফন্ট সম্পর্কিত তথ্য ও বিভিন্ন ডিজাইনের ফন্ট ক্রয় করতে চাইলে এই ব্লগ আপনার জন্য একেবারে উপযুক্ত একটি প্লাটফর্ম।

ডিজাইন্সপিরেশন

বিভিন্ন অ্যালবাম কাভার, বইয়ের কাভার, সিডি বা ডিভিডির কাভার, এমনকি যেকোনো রিটেইল দোকানের প্যাকেটের ডিজাইনের আইডিয়া পাওয়া যাবে এখান থেকে। ডিজাইন্সপিরেশন ব্লগে রয়েছে অসাধারণ ও ক্রিয়েটিভ সব প্যাকেজিং ও কাভার ডিজাইন।

প্যাকেজিং ডাইজেস্ট

যদিও এই ব্লগটি মূলত কর্পোরেট ও ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন পণ্যের প্যাকেটের ডিজাইনের ক্ষেত্রে কাজ করে কিন্তু এর ব্লগ সেকশন থেকে আপনি ইন্ডাস্ট্রিয়াল সব প্যাকেটের অসাধারণ ডিজাইন আইডিয়া ও সেগুলোর তথ্য জানতে পারবেন। নারীদের জন্যও প্যাকেজিং ডাইজেস্ট অসাধারন কাজ করছে।


দক্ষতা বৃদ্ধির জন্য সেরা দশটি হ্যাকিং ব্লগ

যদি আপনি কম্পিউটার হ্যাকিংয়ে আগ্রহী হয়ে থাকেন ও সিকিউরিটি অফিসার অথবা সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হিসেবে কাজ করাতেও আপনার আগ্রহী থাকে, তাহলে সর্বপ্রথম যে বিষয়ের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে তা হচ্ছে দক্ষতা বৃদ্ধি। কম্পিউটার সিকিউরিটি অথবা সাইবার জগতে হ্যাকারদের মূল্য অনেক বেশি। সিম্যানটেক কর্পোরেশনের একটি ব্লগ থেকে জানা যায় যে, একটা ছোটোখাটো ডিডস (ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস) অ্যাটাকের জন্য আমেরিকায় খরচ হয় প্রায় ১০০ ডলারের মতো।

একজন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার অর্থাৎ সিইএইচের বাৎসরিক বেতন সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু, হ্যাকিংয়ে শুধুমাত্র আগ্রহী হলেই হবে না। এক্ষেত্রে আপনাকে হ্যাকিংয়ের বিভিন্ন বিষয়ের উপর (এক্সপ্লয়েট, ভাইরাস, অ্যান্টি-ভাইরাস, বোটনেট, কী-লগার, শেল, স্ক্রিপ্ট ইত্যাদি) যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

আর তাই, নিত্য নতুন হ্যাকিংয়ের দক্ষতার সাথে নিজেকে মানিয়ে নিতে হলে, আপনাকে পড়তে হবে যথেষ্ট পরিমাণ হ্যাকিং ব্লগ। চলুন তাহলে জেনে আসি, এমন দশটি হ্যাকিং ব্লগ সম্পর্কে যা আপনার হ্যাকিংয়ের দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে।

১. লেটেস্ট হ্যাকিং নিউজ

এই ব্লগ থেকে আপনি সর্বশেষ হ্যাকিংয়ের খবরাখবর, এক্সপ্লয়েট, ভলনারেবিলিটি এবং ইথিক্যাল হ্যাকার সম্পর্কে জানতে পারবেন। সিকিউরিটি এক্সপার্ট ও হ্যাকারদের জন্য এই ব্লগটি অন্যতম। প্রত্যেক সপ্তাহে প্রায় ২১ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১৯ লক্ষ মানুষ এই ব্লগটিকে ফেসবুকে ও প্রায় ৩৮ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

২. দ্যা হ্যাকার নিউজ

এই ব্লগ থেকে আপনি হ্যাকিংয়ের বিভিন্ন তথ্য, খবরাখবর ও হ্যাকারদের ব্যবহার করা সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন। হ্যাকিং ও এর তথ্য সম্পর্কে জানার জন্য এই ব্লগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রত্যেক সপ্তাহে প্রায় ৬ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১৯ লক্ষ মানুষ এই ব্লগটিকে ফেসবুকে ও প্রায় ৩ লক্ষ মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

৩. ইথিক্যাল হ্যাকিং – ইউর ওয়ে টু দ্যা ওয়ার্ল্ড অফ আইটি সিকিউরিটি

এই ব্লগ ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য সবচেয়ে বেশি স্বীকৃত। এই ব্লগ থেকে আপনি আইটি সিকিউরিটির টিপস, ট্রিক্স, ও বিভিন্ন অপারেটিং সিস্টেমের ভলনারেবিলিটি ও স্ক্রিপ্ট সম্পর্কে জানতে পারবেন। প্রত্যেক মাসে প্রায় ২ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১ লক্ষ মানুষ এই ব্লগটিকে ফেসবুকে ও প্রায় ১৯ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

৪. উই লিভ সিকিউরিটি

আইটি এক্সপার্টদের জন্য তৈরি এই ব্লগ থেকে আপনি হ্যাকিংয়ের বিভিন্ন তথ্য, রিসার্চ, সাইবার থ্রেট এবং ম্যালওয়ার ডিসকভারী সম্পর্কে জানতে পারবেন। এই ব্লগ থেকে ইসেট এক্সপার্ট সম্পর্কেও তথ্য পাবেন। প্রত্যেক সপ্তাহে প্রায় ৪ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১৯ লক্ষ মানুষ এই ব্লগটিকে ফেসবুকে ও প্রায় ২ হাজার মানুষ টুইটারে ফলো করছেন।

৫. হ্যাকার ওয়ান – বাগ বাউন্টি, ভলনারেবিলিটি কোঅর্ডিনেশন

ভলনারেবিলিটি কোঅর্ডিনেশন ও বাগ বাউন্টি প্রোগ্রামের জন্য পৃথিবীর সবচেয়ে সেরা ব্লগ হচ্ছে হ্যাকার ওয়ান। বেশ কয়েক ধরণের হ্যাকার প্রোগ্রাম ও বাগ বাউন্টি প্রোগ্রামের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবে এই ব্লগ। ডিজিটাল সিকিউরিটি সম্পর্কেও বেশ কিছু প্রোগ্রাম খুঁজে পাবেন এখানে।  প্রত্যেক মাসে প্রায় ৩ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১৬ হাজার মানুষ ফেসবুকে ও প্রায় ২৭ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

৬. ডার্কনেট – হ্যাকিং টুলস, হ্যাকার নিউজ এন্ড সাইবার সিকিউরিটি

সর্বশেষ হ্যাকিং টুলস, হ্যাকারদের খবরাখবর, সাইবার সিকিউরিটি, ট্রেইনিং কোর্স, ইথিক্যাল হ্যাকিং এবং পেন টেস্টিংয়ের জন্য সেরা একটি ব্লগ হচ্ছে ডার্কনেট।  প্রত্যেক মাসে প্রায় ২ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ১ লক্ষ মানুষ ফেসবুকে ও প্রায় ১৭ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

৭. হ্যাকারস অনলাইন ক্লাব (এইচ ও সি)

সর্বশেষ হ্যাকিং টুলসের আপডেট, এক্সপ্লয়েট, সিকিউরিটি, ভলনারেবিলিটি এবং হ্যাকিং টিউটোরিয়াল সম্পর্কে জানার জন্য এই ব্লগের জুড়ি নেই। ইনফরমেশন সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, সাইবার ফরেনসিক, ওয়েবসাইট সিকিউরিটি, ভি এ পি টি এবং মোবাইল সিকিউরিটি সম্পর্কে পড়াশোনার জন্য এইচ ও সি ব্লগ অন্যতম। প্রত্যেক সপ্তাহে প্রায় ১ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ৬৩ হাজার মানুষ ফেসবুকে ও প্রায় ৬০ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

৮. হ্যাকিন নাইন – আইটি সিকিউরিটি ম্যাগাজিন

১০ বছর ধরে আইটি সিকিউরিটি ম্যাগাজিনগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে হ্যাকিন নাইন। ১ লক্ষ আইটি সিকিউরিটি স্পেশালিষ্ট ডেটাবেজের এই ম্যাগাজিন থেকে সর্বশেষ আইটি ও সিকিউরিটির খবরাখবর সম্পর্কে জানতে পারবেন।  প্রত্যেক মাসে প্রায় ২ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ২ লক্ষ মানুষ ফেসবুকে ও প্রায় ১২ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

৯. হ্যাক রিড – লেটেস্ট সাইবার ক্রাইম, ইনফোসেক, টেক এন্ড হ্যাকিং নিউজ

এই ব্লগ থেকে আপনি ইনফোসেক, সাইবার ক্রাইম, টেকনোলজি ইনভেনশন, প্রাইভেসী এন্ড সিকিউরিটি, সার্ভাইলেন্স, হ্যাকিং নিউজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন। প্রত্যেক সপ্তাহে প্রায় ৭ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ৮৬ হাজার মানুষ  ফেসবুকে ও প্রায় ৮৫ হাজার মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

১০. ব্ল্যাক হ্যাট

ইনফোসেক ও সাইবার জগতের সেরা সব হ্যাকার ও সিকিউরিটি স্পেশালিস্টদের একই কাতারে নিয়ে আসে এই ইউটিউব চ্যানেল। বিভিন্ন হ্যাকিং এক্সপ্লয়েট ও স্ক্রিপ্টের উপর গবেষণা করা হয় এই ব্ল্যাক হ্যাট চ্যানেলে। সাইবার জগতের সবচেয়ে বড় ইভেন্টগুলো পরিচালনা করে থাকে ব্ল্যাক হ্যাট। এছাড়াও, বিভিন্ন হ্যাকিংয়ের বিষয় সম্পর্কে লেখালেখি হয়ে থাকে এর ব্লগে। প্রত্যেক সপ্তাহে প্রায় ১ টি নতুন পোস্ট পাওয়া যায় এই ব্লগে। প্রায় ৫০ লক্ষ মানুষ ফেসবুকে ও প্রায় ২৩ লক্ষ মানুষ টুইটারে এই ব্লগকে ফলো করছেন।

দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু প্রোগ্রামিং ভাষা শেখার ব্লগ

একজন প্রোগ্রামারের মধ্যে যদি ক্রিয়েটিভিটি ও অ্যানালিটিক্যাল দক্ষতা না থাকে, তাহলে সে ভালো প্রোগ্রামার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে না। দক্ষতা বৃদ্ধির জন্য একজন প্রোগ্রামার হিসেবে আপনাকে প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে। যারা প্রোগ্রামিং সম্পর্কে আরো জানতে চায় তাদের জন্য ইন্টারনেটে হাজার হাজার রিসোর্স ও টিউটোরিয়াল রয়েছে। কিন্তু প্রায়শই সঠিক আর উপযুক্ত রিসোর্স খুঁজে পাওয়া যায় না।

তাছাড়া এতোগুলো রিসোর্স আর টিউটোরিয়াল নিয়ে ঘাটাঘাটি করাটাও অনেক ঝামেলার ব্যাপার। আর তাই আপনার এই মূল্যবান সময় সঞ্চয়ের জন্য আজকের আর্টিকেলে আমি বেশ কিছু প্রোগ্রামিং ভাষা শেখা সংক্রান্ত কিছু ব্লগ নিয়ে আলোচনা করবো। যেগুলো শুধুমাত্র আপনার সময়ই বাঁচাবে না, বরং আপনার প্রোগ্রামিং ও অ্যানালিটিক্যাল দক্ষতা বৃদ্ধিতেও অনেক সাহায্য করবে। চলুন তাহলে দেখে আসি, এমন কিছু প্রোগ্রামিং ভাষার ব্লগ যেগুলো আপনার দক্ষতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করবে।

দ্যা ক্রেইজি প্রোগ্রামার

সি, সি প্লাস প্লাস, এন্ড্রয়েড, পিএইচপি, এসকিউএলসহ বিভিন্ন প্রোগ্রামিং ভাষার উপর অনেক ধরণের টিউটোরিয়াল ও রিসোর্স পাওয়া যাবে এখানে। এই ব্লগে প্রত্যেক সপ্তাহে একটি করে নতুন পোস্ট দেয়া হয়। দ্যা ক্রেইজি প্রোগ্রামারের ফেসবুকের ফলোয়ার ১ লক্ষ ৬৮ হাজার ও টুইটারের ফলোয়ারের সংখ্যা ১১ হাজার।

জোক

জুরিখে অবস্থিত এই ব্লগে মূলত জাভা এবং এসকিউএল প্রোগ্রামিংয়ের প্র্যাকটিস ও অনুশীলন দেয়া আছে। এখানে মূলত এই দুটো প্রোগ্রামিং ভাষার উপর গুরুত্ব দেয়া হয়েছে। এই ব্লগে প্রত্যেক মাসে দুটো করে নতুন পোস্ট দেয়া হয়। জোকের ফেসবুক ও টুইটারের ফলোয়ারের সংখ্যা ১ হাজার।

কোডিং আলফা

ভারতের পুনে শহরে অবস্থিত এই ব্লগে মূলত সি প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, জাভাসহ বিভিন্ন প্রোগ্রামিং ভাষার টিউটোরিয়াল, রিসোর্স ও কোর্স রয়েছে। এখানে প্রোগ্রামিং সংক্রান্ত টিউটোরিয়ালের পাশাপাশি টিপস ও অ্যানালাইসিসের বর্ণনা রয়েছে। এই ব্লগে প্রত্যেক মাসে দুটো করে নতুন পোস্ট দেয়া হয়। কোডিং আলফার ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৫ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ হাজার।

অ্যা লিস্ট অ্যাপার্ট – ফর পিপল হো মেইক ওয়েবসাইটস

ওয়েব স্ট্যান্ডার্ডস ও ওয়েব প্র্যাকটিস সংক্রান্ত সকল বিষয়াদি এবং ডিজাইন ও ডেভেলপমেন্টের সাথে জড়িত সকল প্রোগ্রামিং ভাষার টিউটোরিয়াল, রিসোর্স ও কোডের অনুশীলন এখানে দেয়া আছে। এই ব্লগে প্রত্যেক মাসে দুটো করে নতুন পোস্ট দেয়া হয়। অ্যা লিস্ট অ্যাপার্টের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৩৯ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার।

গুড কোডারস কোড, গ্রেট রিইউজ

পেটেরিস ক্রামিন্সের এই ব্লগে আপনি প্রোগ্রামিং, কোডিং, হ্যাকিং, সফটওয়্যার রিইউজ, সফটওয়্যার আইডিয়া, কম্পিউটার সিকিউরিটি এবং টেকনোলজি নিয়ে বিভিন্ন আর্টিকেল দেয়া হয়। এই ব্লগে প্রত্যেক মাসে দুটো করে নতুন পোস্ট দেয়া হয়। গুড কোডারস কোড ব্লগের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৮০ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার।

কোডপেন

সেইন্ট পিটার্সবার্গের ক্রিস কোয়ের, অ্যালেক্স ভ্যানকুয়ের ও টিম স্যাবাট মূলত এই ব্লগটি তৈরি করেছেন। এটা মূলত একটি ওয়েব সফটওয়্যার। এখানে অনেক সহজে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের কাজ করা যায়। এই ব্লগের মূল লক্ষ্যই হচ্ছে অনুপ্রেরনা, শিক্ষা ও শেয়ারিং। এই ব্লগে প্রত্যেক সপ্তাহে একটি করে নতুন পোস্ট দেয়া হয়। কোডপেনের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ১ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ৬৭ হাজার।

ডেভিড ওয়ালশ ব্লগ

আমেরিকান এই ব্লগটি মূলত মজিলার সিনিয়র ওয়েব ডেভেলপার ডেভিড ওয়ালশ দ্বারা তৈরি। এখানে এইচ টি এম এল ৫, জাভাস্ক্রিপ্ট, সি এস এসসহ বিভিন্ন ফ্রন্ট এন্ড ওয়েব প্রোগ্রামিং ভাষার টিউটোরিয়াল ও রিসোর্স রয়েছে। এছাড়াও এখানে ট্রায়াল এন্ড ডেভেলপমেন্ট ও ওপেন সোর্স কন্ট্রিবিউশনের উপর বেশ ভালো কিছু আর্টিকেল রয়েছে। এই ব্লগে প্রত্যেক সপ্তাহে একটি করে নতুন পোস্ট দেয়া হয়। ডেভিড ওয়ালশ ব্লগের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ১২ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ৭০ হাজার।

কোডিং ডোজো ব্লগ

লস অ্যাঞ্জেলসে অবস্থিত এই ব্লগে মূলত শিক্ষার্থীরা দ্রুততম পদ্ধতিতে কোডিং করতে শেখে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মতো অ্যানালিটিক্যাল দক্ষতা ডেভেলপ করতে পারে। এখানে এইচ টি এম এল, সি এস এস, জাভাস্ক্রিপ্ট, পি এইচ পি, এমভিসি, রুবি অন রেইলস, মাই এসকিউএল, ডট নেট কোর এবং অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের উপর বেশ ভালো কিছু রিসোর্স রয়েছে। এই ব্লগে প্রত্যেক মাসে দুটো করে নতুন পোস্ট দেয়া হয়। কোডিং ডোজো ব্লগের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ২৪ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ হাজার।

টেকি ডিলাইট – কোডিং মেইড ইজি

ভারতে অবস্থিত এই ব্লগ মূলত ডেটা স্ট্রাকচার আর্টিকেলের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে টেকনিক্যাল ইন্টারভিউয়ের অনুশীলনের জন্য এবং ভারতের সেরা কিছু আইটি কোম্পানিতে চাকরির করার কিছু কৌশল দেয়া আছে। এই ব্লগে প্রত্যেক মাসে দুটো করে নতুন পোস্ট দেয়া হয়। টেকি ডিলাইটের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ২৫ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ হাজার।

টেক বিমারস

এটাও ভারতের নয়া দিল্লীতে অবস্থিত। এই ব্লগে মূলত জাভা প্রোগ্রামিং, সফটওয়্যার টেস্টিং রিভিউ, সেলেনিয়াম ওয়েব ড্রাইভার টিউটোরিয়াল, পাইথন এবং অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কিত বিষয় নিয়ে আর্টিকেল দেয়া হয়। এই ব্লগে প্রত্যেক মাসে দুটো করে নতুন পোস্ট দেয়া হয়। টেকবিমারসের ফেসবুক ফলোয়ারের সংখ্যা ৩ হাজার ও টুইটার ফলোয়ারের সংখ্যা ২ হাজার।

Source: zdnet.com

এনকোড ডিএনএ

মুম্বাই শহরে অবস্থিত এই ব্লগে প্রোগ্রামারদের জন্য কোড, ডেভেলপারদের জন্য আর্টিকেল এবং ডিজাইনারদের জন্য অনুপ্রেরণা দেয়া হয়। এই ব্লগটি প্রোগ্রামার, ডেভেলপার, ডিজাইনার, ডেটাবেইজ ইঞ্জিনিয়ারদের জন্য বিখ্যাত। এএসপি ডট নেট, এম ভিসি, এঙ্গুলার, ডব্লিউ সি এফ, সি শার্প, ভিবি নেট, জে কোয়েরি, জাভাস্ক্রিপ্ট, এস কিউ এল সার্ভার, এম এস এক্সেল, ওয়েব গ্রিড, গ্রিড ভিউ, সিএসএস, ক্রিস্টাল রিপোর্ট, ব্রাউজার রিপোর্ট, গুগল এপিআই, গুগল চার্টসহ বিভিন্ন বিষয়ের উপর অনেক ধরণের আর্টিকেল পাওয়া যায় এখানে।  এই ব্লগে প্রত্যেক মাসে দুটো করে নতুন পোস্ট দেয়া হয়। এনকোড ডিএনএ ব্লগের ফেসবুক ও টুইটার ফলোয়ারের সংখ্যা ১ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *