Google Software Engineering Internship 2016 In South Korea
{
"slotId": "2452885053",
"unitType": "in-article"
}
শেষ তারিখ: ৩০জানুয়ারি,২০১৬
স্থান: সিউল, সাউথকোরিয়া।
টাইপ: পেইড ইন্টার্নশিপ
{
"slotId": "",
"unitType": "in-article",
"pubId": "pub-6767816662210766"
}
২০১৬ সালে গুগল সফটওয়্যারে ইন্টার্নশিপ করার সুযোগ প্রদান করছে। আবেদনরকারীকে কম্পিউটার সায়েন্সে ফ্রেশ গ্র্যাজুয়েট বি.এস,এম.এস অথবা পি.এইচ.ডি অথবা এই ধরণের টেকনিক্যাল ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে। তাদেরকে আবশ্যিকভাবে ১২-১৮ মাস আগে ব্যাচেলরস অথবা মাস্টার্স পাশ করতে হবে অথবা তাদেরকে তাদের পি.এইচ.ডি এর কোন একটা পর্যায়ে থাকতে হবে।যে কোন দেশের আবেদনকারীরা আবেদন করতে পারেবেন।
যোগ্যতাঃ
নুন্যতম যোগ্যতা
- কম্পিউটার সায়েন্সে বি.এস,এম.এস অথবা পি.এইচ.ডি অথবা এই ধরণের টেকনিক্যাল ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে অবশ্যই ১২-১৮ মাস আগে ব্যাচেলরস অথবা মাস্টার্স পাশ করতে হবে অথবা তাদেরকে তাদের পি.এইচ.ডি এর কোন একটা পর্যায়ে থাকতে হবে।
- সিস্টেম সফটওয়্যার অথবা এলগরিদমে অভিজ্ঞতা থাকতে হবে।
- Unix/Linux অথবা Windows environments এবং API এ জ্ঞ্যান থাকতে হবে।
- TCP/IP এবং network প্রোগ্রামিং এ পরিচিতি থাকতে হবে।
- C++, Java and/or Python এ ভাল দক্ষতা থাকতে হবে।
ইন্টারনশিপ ডিউরেশন:এই ইন্টারনশিপ প্রোগ্রাম মার্চ ২০১৬ থেকে জুন ২০১৬ যেটার স্থায়িত্বকাল ১২-১৬ সপ্তাহ হব