নেদারল্যান্ডসের ‘মিনার্ভা স্কলারশিপ’, মাসে ৯০০-২০০০ ইউরো, সঙ্গে নানা সুবিধা

উচ্চশিক্ষার জন্য যাঁরা ইউরোপে পড়তে যেতে চান, তাঁদের জন্য অন্যতম গন্তব্য হতে পারে নেদারল্যান্ড। দেশটি বেশ কয়েকটি বৃত্তি দেয়। এর একটি ‘মিনার্ভা স্কলারশিপ ফান্ড’। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপ নিয়ে বিনা মূল্যে পড়াশোনা করতে পারবেন। নেদারল্যান্ডের পাবলিক রিসার্চভিত্তিক প্রতিষ্ঠান লাইডেন বিশ্ববিদ্যালয় এ মিনার্ভা স্কলারশিপ দেয়। এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পান। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

মিনার্ভা স্কলারশিপ ফান্ড ফাউন্ডেশন বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও গবেষণা প্রকল্পের জন্য স্কলারশিপ দেয়। এটি একটি দাতব্য সংস্থা। নেদারল্যান্ডসে সরকারের অর্থায়িত একটি প্রোগ্রাম। এখন আবেদন চলছে। ইন্টার্নশিপ, স্টাডি ও রিসার্চে দেওয়া হয় এ বৃত্তি।

সুযোগ সুবিধাগুলো

  • টিউশন ফি মওকুফ;
  • মাসে ৯০০ থেকে ২ হাজার ইউরো পর্যন্ত ভাতা প্রদান করা হয়;
  • গবেষণা খরচ;
  • যাতায়াতের বিমানভাড়ার খরচ;
  • আবাসন খরচ।

আবেদনের যোগ্য কারা

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
  • প্রথমে লাইডেন বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য ভর্তি হতে হবে;
  • প্রকল্পগুলো ইন্টার্নশিপ, অধ্যয়ন বা গবেষণাভিত্তিক হতে হবে;
  • প্রকল্প শেষ হওয়ার পর শিক্ষার্থীকে অবশ্যই তিন মাসের মধ্যে প্রকল্পের প্রতিবেদন ছবিসহ জমা দিতে হবে।

    Application process
  • Download an application form from www.minervascholarshipfund.com.
  • Complete the form.
  • Check you have all the required documents.
  • You need good IELTS scores (6.5+) and other eligibility criteria
  • Submit your complete application dossier to the address provided, before the deadline.
  • Note: There are two MSF application rounds per year. The deadlines for these are 15 April and 15 November.
  • Selection process
  • The allocation committee (consisting of Leiden lecturers from various disciples) will evaluate all applications based on predetermined criteria. During the evaluation process, attention is given to the relevance of the research and how it will contribute to the advancement of academic knowledge.
  • You will be informed (max.) one month after the application deadline whether you have been awarded a scholarship.  

আবেদনের বিষয়

  • প্রত্নতত্ত্ব;
  • মানবিক;
  • মেডিসিন/এলইউএমসি;
  • গভর্ন্যান্স ও গ্লোবাল অ্যাফেয়ার্স;
  • আইন;
  • সামাজিক ও আচরণমূলক বিজ্ঞান;
  • বিজ্ঞান।

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *