প্রথম আলো জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই সংবাদমাধ্যম সিনিয়র ভিডিও প্রডিউসার পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি।
{
"slotId": "2452885053",
"unitType": "in-article"
}
পদের নাম
সিনিয়র ভিডিও প্রডিউসার
যোগ্যতা
{
"slotId": "",
"unitType": "in-article",
"pubId": "pub-6767816662210766"
}
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীকে কোম্পানি বিধি অনুসারে বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ২০ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।