ফুল ফ্রি বৃত্তি নিয়ে চীনে পড়ার সুযোগ

Chinese Flag Stock Footage Video (100% Royalty-free) 15169021 | Shutterstock

ফুল ফ্রি বৃত্তি নিয়ে চীনের বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ২০২২–২৩ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামের ঘোষণা দিয়েছে শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

Visit Beijing

যোগ্যতা

  • প্রার্থীদের অবশ্যই আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
  • ২০২৩ সালের ১ আগস্ট বয়স হতে হবে ১৮ থেকে ২৯ বছর।
ফুল ফ্রি বৃত্তি নিয়ে চীনে পড়ার সুযোগ
  • ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে। টোফেল আইবিটি স্কোর ১০০; আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭; কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২) ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে।
  • নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
✈ 10-Day Japan and China Guided Tour with Hotels and Air from Affordable  World Tours - Premium Collection in - Mount Fuji, JP | Groupon Getaways

আবেদন যেভাবে

আবেদনের বিস্তারিত প্রক্রিয়া এই লিংকে দেখা যাবে। এরপর এই লিংকে রেজিস্টার করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২২।

Essential Visits And Latest Tourist Activities On Your Trip To Beijing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *