ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একে মাঝে মাঝে Swiss Federal Institute of Technology নামে ডাকা হয়। এর মূল জার্মান নাম হচ্ছে Eidgenössische Technische Hochschule Zürich যার সংক্ষিপ্ত করলে দাঁড়ায় ETHZ; এই সংক্ষেপণটিও দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়।
ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক; Source: ETH Zurich
এই প্রতিষ্ঠানটি সরাসরি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক, শিক্ষা ও গবেষণা অধিদপ্তর-এর অধিভূক্ত। ETH Zurich বিশ্ববিদ্যালয়টি উচ্চ শিক্ষায় আগ্রহী মেধাবী ও বিদেশী শিক্ষার্থীদের দুইটি স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে স্নাতকত্তোর অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সহায়তা করছে।
ETH Zurich (সুইস ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজি ইন জুরিক) বিশ্ববিদ্যালয়টির প্রায় সমকক্ষ প্রতিষ্ঠান EPFL, সুইস ফেডারেল ইন্সটিটিউট অব টেকনোলজি ডোমেইন (ETH Domain) এর একটি অখণ্ড অংশ যা ETH Zurich এর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সুইজারল্যান্ডের এডুকেশন এন্ড রিসার্চের ফেডারেল ডিপার্টমেন্ট অব ইকোনোমিক এফেয়ারের সরাসরি অধস্তনে আছে এটি।
বিশ্ববিদ্যালয়টির ভেতরের দৃশ্য; Source: ETH Zurich
বৈজ্ঞানিক সম্প্রদায় এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে একটি দৃঢ় বন্ধন বা চক্রকেন্দ্র তৈরি করার উদ্দেশ্য নিয়ে ১৮৫৪ সালে সুইস ফেডারেল গভর্নমেন্ট এটি তৈরি করে যার প্রধান লক্ষ্য ছিলো প্রথমে ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদেরকে এক্সিলেন্স ইন সায়েন্স এন্ড টেকনোলজির ন্যাশনাল সেন্টার হিসেবে শিক্ষা প্রদান করা। QS World University Rankings এর ২০২০ সংস্করণ মতে পুরো বিশ্বে ETH Zurich এর অবস্থান ষষ্ঠ (ইউরোপে দ্বিতীয়, ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের পরেই)।
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির বিষয়গুলোর জন্য বিশ্বে এর অবস্থান তৃতীয় (ইউরোপে প্রথম), আর্থ এন্ড মেরিন সায়েন্সের জন্য প্রথম। অন্যদিকে ২০১৮ এর Times Higher Education World Rankings এর ভাষ্যমতে বিশ্বে এর অবস্থান দশম (ইউরোপে ৪র্থ, অক্সব্রিজ এবং ইম্পেরিয়াল কলেজ লন্ডনের পরে)। ২০১৮ সাল অব্দি আলবার্ট আইন্সটাইন সহ এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ৩২ জন হয়েছেন নোবেল বিজয়ী, ৪ জন ফিল্ড মেডালিস্ট এবং ১ জন টুরিং এওয়ার্ড উইনার।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং; Source: ETH Zurich
IDEA League এবং International Alliance of Research Universities (IARU) এর প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে ETH Zurich এবং CESAER নেটওয়ার্কেরও একটি সদস্য এটি। The Excellence Scholarship & Opportunity Programme (ESOP) স্কলারশিপ, মেন্টরশিপ এবং ETH ফাউন্ডেশনের সাথে নেটওয়ার্ক তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে সহায়তা করছে। মাস্টার্স ডিগ্রি কোর্সটি চলাকালীন পড়াশোনা এবং জীবনযাপনের সম্পূর্ণ খরচ বহন করবে এই স্কলারশিপটি। ডিপার্টমেন্টের অন্যান্য বাড়তি অফারের (এসিস্ট্যান্টশিপ বা এডিশনাল স্কলারশিপ) পাশাপাশি দ্যা মাস্টার স্কলারশিপ প্রোগ্রামটি (MSP) আংশিক একটি বৃত্তি বা ভাতা প্রদান করবে।
নির্বাচিত হবার জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন
এই স্কলারশিপ প্রোগ্রামটি এক্সিলেন্ট স্টুডেন্টদের (জাতীয় বা আন্তর্জাতিক) জন্য নির্ধারিত যারা কিনা তাদের মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার জন্য ETH Zurich এ জ্ঞান অন্বেষণে ছুটে যেতে চায়।
যা যা অপরিহার্য
- ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামে দারুণ একটি ফলাফল (ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের টপ ১০% = গ্রেড-এ)
- নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হবে স্কাইপির সাহায্যে একটি ইন্টারভিউয়ের মাধ্যমে। ফেব্রুয়ারি মাসে এটি অনুষ্ঠিত হবে।
- আপনার নির্দিষ্ট টেলিফোন নাম্বার প্রদান করবেন যেটিতে আপনাকে যেকোনো সময় পাওয়া যাবে।
ESOP এবং MSP-তে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনপত্র (১ নভেম্বর, ২০২০ থেকে পরবর্তী আবেদনের সময় পর্যন্ত অনলাইনে এটি পাওয়া যাবে)
- ESOP লেটার অব মোটিভেশান (১-২ পৃষ্ঠা)
- আপনার মাস্টার্সের থিসিস বিষয়ক প্রি-প্রপোজাল (কিভাবে প্রি-প্রপোজাল তৈরি করতে হয় তার জন্য অনলাইনে গাইডলাইন পাবেন)
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন; Source: ETH Zurich
আবেদনপত্রে প্রদানকৃত সবগুলো তথ্য অবশ্যই সম্পূর্ন করতে হবে। হতে হবে সঠিক এবং যথাসময়ে প্রেরণ করতে হবে (১৫ ডিসেম্বর)। আর মাস্টার্সের থিসিসের জন্য তৈরিকৃত প্রি-প্রপোজালটি অবশ্যই আপনার নিজ হাতে তৈরি হতে হবে এবং তার বিষয়বস্তু হতে হবে বিজ্ঞান বিষয়ক। রচনা চুরি, অমনোযোগীতা কিংবা ইচ্ছাকৃত ভুল তথ্য আপনার ভর্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে।
মোটকথা প্রি-প্রপোজাল তৈরির সময় যেকোনো প্রকারে এগুলো বর্জন করতে হবে। এগুলো নজরে আসলে শুধু এটি নয় যেকোনো স্কলারশিপই প্রত্যাহার হয়ে যায়। আপনি যদি একাধিক মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে চান তাহলে অনুগ্রহপূর্বক প্রত্যেক ডিগ্রি প্রোগ্রামের জন্য আলাদা আলাদা আবেদনপত্র জমা দিবেন।
বিশ্ববিদ্যালয়টির মনোরম দৃশ্য; Source: ETH Zurich
গুরুত্বপূর্ণ বিষয়াদি
বহিরাগত আবেদনকারীকে অবশ্যই ETH Zurich এর মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। আপনি যদি ইতোমধ্যে ETH Zurich এ মাস্টার্সের জন্য আবেদন করে থাকেন তাহলে এখন এটাতে আবার করতে পারবেন না।
স্কলারশিপের টাকার পরিমাণ এবং সময়কাল
পড়াশোনার খরচসহ কোর্স করাকালীন জীবনযাপনের জন্য এক্সিলেন্স স্কলারশিপ বিশাল একটি খরচ বরাদ্দ রেখেছে আপনার জন্য (প্রতি সেমিস্টারে ১১,০০০ সুইস ফ্রাঙ্ক / সাড়ে ৯ লক্ষ টাকা )। একজন শিক্ষার্থী যখন তার মাস্টার্স ডিগ্রি আরম্ভ করে দেয় তখন থেকে স্কলারশিপ চালু হয়। এই স্কলারশিপের নির্দিষ্ট সময় ধরে প্রতি তিন কিংবা চার সেমিষ্টার অন্তর অন্তর শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
তাছাড়া স্কলারশিপধারী ব্যক্তির আর্থিক অবস্থার কথা বিবেচনা রেখেও বিশ্ববিদ্যালয়টি স্কলারশিপের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে থাকে। মাস্টার্স স্কলারশিপে শিক্ষার্থীদের জীবনযাপন এবং পড়াশোনার পেছনে খরচের জন্য বিশ্ববিদ্যালয়টি প্রতি সেমিস্টারে ৬০০০ সুইস ফ্রান্স দিয়ে থাকে। যেসকল শিক্ষার্থী বৃত্তির আওতাভুক্ত হবেন তাদের সকল ধরনের বেতন মওকুফ করে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের মূল ভবন; Source: Youtube
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে দায়িত্বরতদের অতিরিক্ত ১৫০০-৩০০০ সুইস ফ্রান্স প্রদান করে থাকে। দ্বিতীয় সেমিষ্টারে তার সাথে আর ৬০০ সুইস ফ্রান্স যোগ করা হয়ে থাকে৷
বাছাই প্রক্রিয়া
প্রথমেই আবেদনপত্রগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তিপ্রক্রিয়া কমিটি দ্বারা বাছাই করা হবে। সাধারণত ফান্ডের উপর ভিত্তি করে বার্ষিক শিক্ষাবৃত্তিগুলো দেয়া হয়ে থাকে। আপনার সিজিপিএ, আর্থিক অবস্থাসহ সবকিছু বিবেচনা করে এক্সিলেন্স স্কলারশিপ এবং মাস্টার্স স্কলারশিপ ফাইনালি প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হয়।
অতিরিক্ত তথ্য
২০২১ – ২২ শিক্ষাবর্ষের আবেদনপত্র ২০২০ সালের ১ নভেম্বর থেকে, যোগাযোগের জন্য ভার্সিটির ওয়েবসাইটে বা সরাসরি তাদের ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন।
Feature Image: ETH Zurich