ডেডলাইনঃ ১৫ নভেম্বর, ২০১৫।
স্থানঃ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক বছর ২০১৬-২০১৭ সালের জন্য আন্তর্জাতিক মেধা বৃত্তি প্রস্তাব করেছে। এখানে দুটো বৃত্তি পাওয়া যায়, এর একটি ভারতীয় নাগরিকদের জন্য এবং অন্যটি দক্ষিন পূর্ব এশিয়া অঞ্চলের জন্য। প্রথম বছরের টিউশন ফি (বৃত্তি) ২৫% পূরণ করে। নিচে ANU এর সকল ধরনের স্কলারশিপের একটা তালিকা লিঙ্কসহ দেখা হলো।
যোগ্যতাঃ
- শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকতা সম্পন্ন ছাত্রের জন্য। কিংবা
- দক্ষিন-পূর্ব এশিয় অঞ্চলের দেশগুলোর নাগরিক হতে হবে।
আবেদনপত্রঃ অনলাইনে আবেদন করা যাবে এখান থেকে।
5 Comments
Leave a Reply