স্বল্প খরচে বিদেশ ভ্রমণের কার্যকরী ১০টি টিপস

0

বিদেশ ভ্রমণ মানেই আমাদের মাথায় যেটা সবার আগে আসে সেটা হলো খরচের চিন্তা। কারণ বিদেশ ভ্রমণ মানেই হোটেল থেকে সাইটসিয়িং পর্যন্ত খরচ। এসব খরচের ভয়ে হয়ত ঘর থেকে দু’পা বাইরে ফেলে দেখা হচ্ছে না আপনার এই জগতটাকে। কিন্তু একটু মাথা খাটিয়ে চললে আপনার জন্য খুবই অল্প খরচে সাধ্যের মত সবটুকু সুখ খুঁজে নিতে পারেন। স্বল্প খরচে বিশ্ব ভ্রমণ সিরিজটি তাই লেখা হচ্ছে সেই সব ভ্রমণ পিপাসুদের জন্য যারা নিজের স্বল্প খরচের মাঝে বিশ্ব ভ্রমণের সুখটুকু খুঁজে পেতে চান।

বিদেশ ভ্রমণে সবচেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় হোটেল খরচ। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে বিদেশ ভ্রমণের অধিকাংশ খরচটাই চলে যায় শুধুমাত্র ভালো মানের একটি হোটেলে থাকতে গিয়ে। আবার দেখা যায় অনেকেই বোকামির কারণে অঢেল টাকা খরচ করেও মান সম্মত হোটেলে থাকতে পারেন না। তাই স্বল্প খরচে বিদেশ ভ্রমণের প্রথম পর্বটি সাজানো হয়েছে স্বল্প খরচে ১০টি কার্যকরী উপায়ে যেভাবে একটি বিদেশে হোটেল পাবেন।

আপনি হয়ত বা আপনার গন্তব্য বা ভ্রমণ সিডিউলের উপর নজর রেখে ছুটি কাটানোর পরিকল্পনা আঁটেন। তার ফাঁকে হোটেল নির্বাচনের ব্যাপারে খুবই কম ভাবা হয়। কিন্তু এই হোটেল নির্বাচনই অনেক সময় এমন গুরুত্ব পূর্ণ হয়ে দাঁড়ায় যে তা আপনার পুরো ভ্রমণের উপর প্রভাব ফেলতে পারে যে কোনো আঙ্গিকে। আপনি যদি নিয়মিত ভ্রমণবিলাসী হয়ে থাকেন তো এই দিক গুলো নজরে আনতে পারেন।

 

. রুম আর ফ্লাইট একই সাথে বুকিং দিয়ে রাখুন

অনেক ভ্রমণ এজেন্সি যেমন Expedia, Travelocity প্রভৃতি সংস্থা একই সাথে হোটেল রুম আর ফ্লাইট বুকিং করলে বিশেষ ছাড় দিয়ে থাকে। তবে এক্ষেত্রে আপনাকে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি এমটি করলে পরবর্তীতে হোটেল রুম আর পাল্টাতে পারবেন না

বা পারলেও আরো বেশি টাকা গুণতে হবে।

. দীর্ঘ সময় থাকাকালীন ছাড়

ধরুন আপনি দিনের জন্য কোথাও থাকতে চাচ্ছেন। এখন আপনি জেনে নিন যে দিনের বেশি থাকলে আপনি বিশেষ কোনো ছাড় পাচ্ছেন কিনা। এজন্য আপনি সরাসরি হোটেল কর্তৃপক্ষের শরণাপন্ন হতে পারেন।

 

. ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা ভোগ করুন

অনেক সময় দেখা যায় যে, আপনার একাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে আর সে টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবহার করলে নানা সুবিধা পাওয়া যায়। খোঁজ রাখতে পারেন যদি ক্ষেত্রে সুবিধা ভোগ করতে চান।

. অফ সিজনে রুম বুকিং

আপনি যদি পর্যটন মৌসুমে ধরুন ইউরোপের দেশ গুলোতেই থাকার কথা ভাবছেন তো অনেক বড় বাজেট গুণতে হবে আপনাকে। যা আপনার রাতের ঘুম হারাম করে দিতে পারে। তাই আপনি অফ সিজনেই ঘুরার পরিকল্পনা আঁটুন।

. হোটেলের অফার সম্পর্কে আপডেট থাকুন

আপনি যে হোটেলে উঠবেন তার ওয়েব সাইটটি এক বার ঘুরে দেখুন বুকিং দেয়ার পূর্বে। এতে করে নতুন কোনো অফার থাকলে তা লুফে নেওয়ার সুযোগ পাবেন।

. সঙ্গে রাখুন প্রয়োজনীয় তৈজসপত্র

কুলার, হট পট, প্লেট প্রভৃতি যদি আপনি ব্যাগে রাখেন তবে হোটেলের অতিরিক্ত রুম সার্ভিসের খরচ আপনাকে গুণতে হবে না।

. সন্তুষ্টি প্রকাশ করুন হোটেলের সার্ভিসের

ধরুন আপনি কোনো বিয়ের অনুষ্ঠান হোটেলে করতে চাচ্ছেন। সে ক্ষেত্রে আপনি হোটেলের আয়োজনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে একটি মধুচন্দ্রিমার সুযোগ উপভোগ করার সৌভাগ্য অর্জন করতে পারেন কর্তৃপক্ষের কাছ হতে।

. প্রাধান্য দিন লোকেশন

ধরুন আপনি কোনো সমুদ্র সৈকত ভ্রমণে গেলেন। এখন আপনার হোটেল রুমটি থেকে যদি সমুদ্র দেখা যায় তা অপেক্ষা কি এমন কোনো রুম ভালো যা হতে সমুদ্র দেখা যায় না কিন্তু রুমে অনেক সুবিধা আছে? অবশ্যই আমরা প্রথম অপশনের সাথে যাবো।

. হোটেলের লণ্ড্রীর উপর নির্ভর না করে থাকুন

হোটেলের লন্ড্রীর উপর নির্ভর না নিজ দায়িত্বে কাপড় ধোঁয়ার চেষ্ঠা করুন। এতে করে অতিরিক্ত খরচ কমে যাবে।

এভাবে ছোট খাটো বিষয়গুলোর উপর নজর দিলে আপনি থাকার খরচ কমিয়ে অন্য কিছুর ক্ষেত্রে ইচ্ছা মতন খরচ করতে কিংবা সেভিং করতে পারেন।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *