ইংরেজি ভোকাবুলারি শেখার কিছু সহজ টিপস

ইংরেজি নামটা যাদের কাছে দুর্বোধ্য এর মত লাগে, যারা রাত দিন চেষ্টা করেও ইংরেজি শব্দ গুলোকে রপ্ত করতে পারছেন না বা ইংরেজি এর কোন শব্দ কখন কোথায় ব্যবহার করা উচিৎ হবে সে সম্পর্কে কোন আইডিয়াই নেই কিন্তু এখন ভালো ইংরেজিতে পারদর্শী হবার স্বপ্ন দেখেন তাদের জন্যই এই পোষ্ট।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এবং বিশ্বে অন্যতম একটি সহজ ভাষা যেখানে বিশ্বের অন্যতম কঠিন একটি ভাষা বাংলা। এবার ভেবে দেখুন আমরা রি কঠন ভাষাটা ছোট বেলা থেকে ঠিক কিভাবে শীখে এসেছি? ছোটবেলা হতে আমাদের চারপাশের সবাই বাংলাতেই কথা বলত অর্থ্যাৎ আমাদের চারপাশ জুড়েই ছিল বাংলা। তাই আমাদের শেখাটাও অনেক সোজা হয়ে গিয়েছিল। কিন্তু এখন তো আর আমরা চাইলে পড়েই আমেরিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াতে গিয়ে ইংরেজির পরিবেশ বানাতে পারব না সেক্ষেত্রে আমাদের জন্য প্রথম টিপস হবে সকালে থেকে রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত ইংলিশ এর সাথে থাকা। চলুন এমন আরো কিছু টিপস জেনে নেওয়া যাকঃ

১। সব সময় চেষ্টা করবেন একটি ইংরেজি টু বাংলা ডিকশনারি আপনার খুব কাছেই রাখতে। এখন অনেক এপস ও আছে যেগুলো আপনি আপনার মোবাইলে ইনস্টল করে রাখতে পারেন। এবং যখনই নতুন কোন ওয়ার্ডের সাথে পরিচত হবেন তখনই সেটা ডিকশনারীতে সার্চ দিবেন। ডিকশোনারি গুলো শব্দের অর্থের সাথে সাথে ওটা কোন পদের অন্তরভুক্ত সেটা জেনে নিবেন। চেষ্টা করবেন সমর্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ সহ পড়তে। এতে আপনার একটা শব্দ শিখতে গিয়ে অনেক গুলো শব্দের সাথে পরিচয় হয়ে যাবে।

২। নতুন জানা শব্দ গুলো আপনার সাথে অন্যদের কথা গুলোর ভিতর ব্যবহার করার চেষ্টা করুণ। আপনি নতুন যে শব্দটি শিখলেন সেটা যদি নিয়মিত ব্যবহার না করেন তবে আপনি খুব সহজেই সেটা ভুলে যাবেন তাই যেই শব্দই শিখুন না কেন চেষ্টা করুণ সেই শব্দের ব্যবহার আপনার কথা বার্তায় বা অনলাইন চ্যাটে বাড়াতে। এতে অনেকই হয়ত আপনাকে নিয়ে মজা করতে পারে কিন্তু আপনি চিরদিনের জন্য শব্দটি শিখে গেলেন।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

 

৩। সকালে ঘুম থেকে উঠে ইংরেজি পত্রিকা বা অনলাইনের ইংরেজি ব্লগ গুলো পড়ার অব্যাস করুণ। এতে আপনি প্রতিদিন অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচিত হতে পারবেন। তবে ব্লগ পড়া জন্য প্রথমে ইংল্যান্ডের ব্লগ গুলোতে চোখ রাখুন। এসব ব্লগ তুলনা মূলক সহজ ইংরেজি শব্দ ব্যবহার  করে থাকে।

৪। প্রচুর হলিউডের ছবি দেখুন অবশ্যই সাবটাইটেল সহ, এতে অনেক অপরিচিত শব্দ আপনার চোখে আসবে এবং এগুলোর সঠিক ব্যবহার আপনি জেনে যাবেন। চেষ্টা করুণ মুভি দেখতে বসার আগে রিমোট আর ডিকশনারী নিয়ে বসতে। অজানা কোন শব্দ পেলেই পজ করে দিয়ে সেটার অর্থ ও ব্যবহার জেনে নিন। এতে একদিকে আপনি মুভি দেখে মজাও পাবেন আর ইংরেজি ভোকাবুলারিও রপ্ত হয়ে যাবে।

৫। সবসময় চেষ্টা করুণ আপনার চ্যাট ও মেইলগুলো ইংরেজিতে লিখতে এতে আপনি আপনার ভোকাবলরিতে আপনার জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। খুব ভালো হয় যদি ফরেনাদের সাথে চ্যাটে অভ্যাস্ত হোন।

৬। কঠিন কিন্তু প্রয়োজনীয় শব্দ গুলো আপনি আপনার সামনে টানিয়ে রাখার ব্যবস্থা করুন। এতে আপনি প্রতিদিন ওসব শব্দ দেখে রপ্ত করে নিতে পারবেন।

আশাকরি টিপস গুলো আপনাদের ভোকাবুলারি শিখতে সাহায্য করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *