ইতিহাস গড়ে শেষ আটে জোকোভিচ

0

ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেই ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার প্রাইজমানি জিতে নিয়েছেন এই সার্বিয়ান তারকা।

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শুরু হওয়ার আগে জোকোভিচের মোট প্রাইজমানি ছিল প্রায় ৯ কোটি ৯৭ লাখ ডলার। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে তাঁর আয় হতো প্রায় তিন লাখ ২৭ হাজার ডলার। স্পেনের রবার্তো বাউতিস্তা আগুতকে ৩-৬, ৬-৪, ৬-১, ৭-৫ গেমে হারিয়ে ইতিহাস গড়েই শেষ আটে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়।

জোকোভিচ অবশ্য গতকালই এই অর্জনটা মুঠোবন্দি করতে পারতেন। কিন্তু তৃতীয় সেটে ৪-১ গেমে তিনি এগিয়ে থাকার সময় বৃষ্টি এসে বন্ধ করে দিয়েছিল খেলা। আজ খেলা শুরু হতে টানা দুটো গেম জিতে তৃতীয় সেট নিজের করে নিয়েছেন জোকোভিচ। চতুর্থ সেটে অবশ্য দারুণ লড়াই করেছেন চতুর্দশ বাছাই আগুত। এক সময় তো ২-৪ গেমে পিছিয়েও পড়েছিলেন জোকোভিচ। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেট আর ম্যাচ জিতে নিয়েছেন টেনিস সার্কিটের ‘জোকার’।

গ্র্যান্ড স্লামে এটা জোকোভিচের টানা ২৮তম ও সব মিলিয়ে ৩৬তম কোয়ার্টার ফাইনাল। শেষ আটে তাঁর প্রতিপক্ষ তমাস ব্যারদিখ। ক্যারিয়ারে ১১টি গ্র্যান্ড স্লাম জিতলেও এখনো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিততে পারেননি জোকোভিচ। দেখা যাক, ১০০ মিলিয়ন ডলার ম্যান হওয়ার অনুপ্রেরণা তাঁকে রোলাঁ গারোতে সাফল্য এনে দিতে পারে কি না!

Courtesy: NTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *