এন্ড্রএড রম এর খুঁটিনাটিঃ (পর্ব ২ )

পূর্বের পোষ্ট এ আপনাদের এন্ড্রয়েড সেটের রম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা কিছু কাস্টম রম নিয়ে আলোচনা করবঃ

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

যেহেতু কাস্টম রম নিয়ে পূর্বেই বলেছি তাই আজ আর সেগুলো নিয়ে কথা বারাচ্ছি না। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে, কাস্টম রম কি, কেন ব্যবহার করবেন?

তাই চলুন দেরি না করে বিশ্বখ্যাত কিছু কাস্টম রম সম্পর্কে জেনে নেয়া যাকঃ

১। সায়ানোজেনমোডঃ

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

পৃথিবীতে কাস্টম রম তৈরির যত প্রতিষ্ঠান রয়েছে তাদের মাঝে সায়ানোজেনমোড অন্যতম। বর্তমানে এরা কাস্টম রম তৈরির ক্ষেত্রে বিশ্বে এক নাম্বার পজিশনে রয়েছে। এর পেছনে মূল কারন হচ্ছে এদের রমের গঠন কাঠামো, অভিজ্ঞতা, এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা। যার ফলে ইউজার এক নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন।

সায়ানোজেনমোড রম এর কিছু চিত্রঃ

তবে মজার বিষয় হল আপনাকে আপনার ডিভাইস এর জন্য নিজে থেকে সায়ানোজেনমোড রম খোজার কষ্ট করতে হবে না। সেজন্য এদের নিজস্ব অ্যাপ রয়েছে। এপটির নাম “CyanogenMod Installer”। এপটি আপনার ফোনে ইন্সটল করে ওপেন করে নির্দেশিকা মেনে কাজ করতে থাকুন। বাকীটা এপই করে দিবে।

এক নজরে CyanogenMod:

১। বাগ নেই বললেই চলে।
২। ইউজার ফ্রেন্ডলি।
৩। নিয়মিত আপডেট হয়।
৪। ইন্সটল করা সহজ।

 

কালার ওএসঃ

বর্তমানে কালার ওএস খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এর পরিচিতির মূল কারন oppo স্মার্ট ফোন। ওপপো তাদের ডিভাইস সমূহে ডিরেক্টলি এই কাস্টম ওএস ব্যবহার করে থাকে। এই কালার ওএস এর ইন্টারফেস অনেকটা আইফোন এর মত। তবে অন্যান্য ডিভাইস এর জন্যও পাওয়া যায়।

কালার ওএস এর কিছু চিত্রঃ

কালার ওএস মূলত বিখ্যাত তাদের আকর্ষণীয় ইন্টারফেস ডিজাইন ও ফিচার এর জন্য। এরা এদের রমে প্রথম স্ক্রীন গেশ্চার যোগ করে। ফলে আপনি চাইলে স্ক্রিন অফ থাকা অবস্থা থেকেও নির্দিষ্ট গেশ্চার এর সাহায্যে সহজেই যেকোনো এপ্লিকেশন এ যেতে পারবেন। এতে করে আপনার সময় সাশ্রয় হবে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

এক নজরে Colour OS:

১। অসাধারণ ইন্টারফেস।
২। আইফোন স্টাইল লুক।
৩। স্মার্ট গেসচার।
৪। সুন্দর মিউজিক কোয়ালিটি।

 

MIUI:

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

বর্তমানে যারা কাস্টম রম এর একনিষ্ঠ ভক্ত, তাদের কাছে MIUI নামটা খুবই পরিচিত একটি শব্দ। চাইনিজ মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান XIAOMI বা শাওমি এর কথা আমরা অনেকেই জানি। স্বল্প মুল্যে অধিক ফিচার এর মোবাইল তৈরি করায় এরা বিশ্বসেরা। MIUI রমটি এদেরই ডেভেলপ করা।

MIUI এর কিছু চিত্রঃ

এরা যতটা এদের মোবাইল এর দিকে নজর দিয়েছে ততটাই দিয়েছে এদের রমের প্রতি। শাওমি কোম্পানির মোবাইল যেমন সবার মন জয় করতে পারে তেমনি এদের রম ও। MIUI রমকে বিভিন্ন আধুনিক ফিচার দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। তার মধ্যে পাওয়ার সেভিং, কম র‍্যাম উল্লেখযোগ্য।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

এক নজরে MIUI:

১। পাওয়ার সেভিং টেকনোলজি।
২। স্টেবল।
৩। র‍্যাম অপটিমাইজেশন।
৪। ওটিয়ে আপডেট।
৫। বেশি সিকিউর।

এক কথায় একে পরিপূর্ণ একটি রম বলা যায়।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

শাওমি মূলত তাদের ডিভাইস সমূহে এটা ব্যবহার করলেও অন্যান্য ডিভাইস সমূহের জন্যেও তৈরি করে থাকে। তাই আপনি চাইলে ওদের ডাউনলোড পেজ থেকে ঘুরে আসতে পারেন।

আজ এ পর্যন্তই। আগামী পোষ্ট এ আবার নতুন কিছু নিয়ে হাজির হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *