বর্তমান যুগে স্মার্ট ফোন ব্যাবহার করে না এমন লোক খুব কমই খুজে পাওয়া যায়। এর প্রধান কারন, স্মার্ট ফোনের সহজলভ্যতা। পূর্বে স্মার্ট ফোনের ব্যাবহারকারি কম হওয়ার পেছনে সবচেয়ে বড় কারন ছিল এর অত্যাধিক দাম। তখন শুধুমাত্র হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান স্মার্ট ফোন তৈরি করত। সার্চ ইঞ্জিন গুগল কে তো আমরা সবাই চিনি। এই গুগলই সর্বপ্রথম এই এন্ড্রয়েড কে ওপেন সোর্স করে দিয়ে স্মার্ট ফোন কে আমাদের হাতের নাগালে নিয়ে আসে। বর্তমানে স্মার্ট ফোনের মার্কেটে এন্ড্রয়েড এর অবস্থান সবার শীর্ষে।
এই এন্ড্রয়েড এর যেমন কিছু সুবিধা রয়েছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে। তারমাঝে অন্যতম হল চারজিং এর সমস্যা। অন্যান্য স্মার্ট ফোনের ন্যায় এন্ড্রয়েড এও এই সমস্যা বিদ্যমান।অনেকসময় দেখা যায় যে, আপনার প্রিয় সেটটি চারজিং এর ক্ষেত্রে অতিরিক্ত সময় নিচ্ছে। কিন্ত সবসময় এই সমস্যার জন্য সেটকে দোষ দেয়া যায়না। স্লো চারজিং এর অনেক কারন থাকতে পারে। চলুন তবে দেখে নি, কি কি কারনে এন্ড্রয়েড ফোন চার্জ হতে বেশি সময় দরকার হয়,
১। ইউএসবি কেবলঃ আপনারা যারা এন্দ্রয়েড ফোন ব্যাবহার করেন তারা তো অবশ্যই জানেন যে, এন্দ্রয়েড ফোন এ চার্জ দেয়ার জন্য ইউএসবি কেবল এর দরকার হয়। অনেকসময় এই কেবল বা তারে সমস্যা থাকে।অনেকসময় দেখা যায় ভাজ এর কারনে তার ছিরে যায় বা লুজ কানেকশনের সৃষ্টি হয়। এতে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি হয়। এর ফলে মোবাইল চার্জ হতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।
২। ব্যাটারিঃ যেকোনো স্মার্ট ফোনের জন্য ব্যাটারি একটি মুখ্য বিষয়। অনেকদিন একটি হ্যান্ডসেট ব্যাবহারের ফলে এর ব্যাটারি দুর্বল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চার্জ হতেও ব্যাটারি অতিরিক্ত সময় নেয়।
৩। প্রসেসরঃ বর্তমানে স্মার্ট ফোনগুলোর প্রসেসর গুলোতে ফাস্ট চারজিং এর টেকনোলজি ব্যবহার করা হয় । ফলে এগুলো অনেক দ্রুত চার্জ হতে পারে। কিন্ত পুরনো মডেল গুলোতে এই প্রযুক্তি ছিল না। তাই এই সেটগুলোতে চার্জ হতে তুলনামূলক বেশি সময় লাগে।
৪। ব্যাবহারঃ অনেকক্ষেত্রে দেখা যায় আমরা মোবাইল চার্জে দিয়ে ব্যাবহার করি। অনেকে আবার গেমও খেলে থাকি। কিন্ত আমরা এটা অনেকেই জানিনা যে, এতে ব্যাটারির উপর অতিরিক্ত চাপের সৃষ্টি করে। ফলে মোবাইল এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হোতে বেশি সময় লাগে।
৫। র্যামঃ র্যাম এর অনর্থক ব্যাবহার এন্ড্রয়েডের একটি প্রধান সমস্যা। এর ব্যাকগ্রাউন্ড এ অনর্থক অনেক এপ্লিকেশন চালু থাকে। এগুলো র্যাম এর অনেক জায়গা দখল করে থাকে। ফলে ব্যাটারির উপর চাপ পরে। এটিও ব্যাটারি চারজিং এর ক্ষেত্রে ধীরগতির একটি প্রধান কারন।
৬। চার্জারঃ শুনতে আশ্চর্যজনক হলেও আপনার মোবাইল ধির চারজিং এর ক্ষেত্রে এর হাতও থাকতে পারে। কারন চারজিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল আপনার স্মার্টফোনের চার্জার। অনেকসময় চারজার ঠিকভাবে ভোল্টেজ বা কারেন্ট সাপ্লাই করতে পারে না। ফলে মোবাইলটি ধীরগতিতে চার্জ হতে থাকে।
এছাড়াও আরও অনেক কারন রয়েছে যা পরবর্তীতে আলোচিত হবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।