কমনওয়েলথ জুবিলি বৃত্তি প্রোগ্রাম

ডেডলাইন: জুন ১, ২০১৬

স্থান: গ্রানাডা,ওয়েস্ট ইন্ডিজ

ধরণ: Fullfree Scholarship

গ্রানাডার সেন্ট জর্জ’স বিশ্ববিদ্যালয় ষাটটি পূর্ণ শিক্ষাবৃত্তির ফান্ডিং করছে।  যার আওতায় পড়বে গ্রানাডার স্নাতক এবং স্নাতকপূর্ব উভয় পর্যায়ই। কমনওয়েল্থভুক্ত দেশের আবেদনকারীরা এ সকল বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টির মূল লক্ষ্য হচ্ছে মানসম্মত এবং কার্যকরী শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম নিশ্চিত করা যা কিনা শিক্ষার্থীদের পরিবর্তনশীল চাহিদার সাথে খাপ খাওয়াতে পারে।

♦Study Subject:

যেসকল অনুষদগুলোতে বৃত্তি প্রদান করা হয় :

  • স্কুল অব মেডিসিন
  •  স্কুল অব ভেটেরিনারি মেডিসিন
  • বিজ্ঞান এবং কলা
  •  স্নাতক শিক্ষা

List Of Subjects: 

 

  • Medical Program (Doctor of Medicine);
  • Premedical Program;
  • Public Health – Medicine;
  • Research – Medicine;
  • Veterinary Medical Program (Four-Year Doctor of Veterinary Medicine);
  • Preveterinary Medical Program;
  • Public Health – Veterinary Medicine;
  • Research – Veterinary Medicine;
  • Business – Graduate.

Undergraduate Subjects:

    • Department of Biology, Ecology, and Conservation
    • Department of Business and Management Studies
    • Department of Computers and Technology
    • Department of Humanities and Social Sciences

 

বৃত্তির মূল্যমান:

গ্রানাডার সেন্ট জর্জ’স বিশ্ববিদ্যালয়ে শিক্ষারত কমনওয়েল্থভুক্ত দেশের নাগরিকদের মধ্য থেকে ষাটজনকে পূর্ণ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। বৃত্তি শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই প্রদান করা হবে।

যোগ্যতা:

বৃত্তি লাভ করতে হলে অবশ্যই নিম্নলিখিত মানদন্ডগুলো পূরণ করতে  হবে:

  • বৃত্তি কেবলমাত্র কমনওয়েল্থভুক্ত দেশে বাসকারী নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।
  • বৃত্তি লাভকারী যেন অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত হন।
  • আবেদনকারীকে থাকা এবং যাতায়াত সংক্রান্ত ব্যয় ব্যক্তিগতভাবে কিংবা বিকল্প উপায়ে বহন করতে হবে।

জাতীয়তা: উন্নয়নশীল কমনওয়েল্থভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

( অ্যাঙ্গোলা, এন্টিগা এন্ড বারবুডা, বাংলাদেশ, বার্বাডোজ, বেলিজ, বারমুডা, বস্টানা, ক্যামেরুন, কেম্যান দ্বীপপুঞ্জ, ডমিনিকা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ,  ফিজি, ঘানা, জীব্রালটার, গ্রানাডা, গায়ানা, ভারত, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, লেসোথো, মালায়্যি, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মন্টসেরাত, মোজাম্বিক, নামিবিয়া, নাউরু, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়ানিউগিনি, রুয়ানডা, সেন্ট হেলেনা, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড দ্যা গ্রানাডাইনস, সামোয়া, সিসিলিস, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ,দক্ষিণ আফ্রিকা,শ্রীলঙ্কা,সোয়াজিল্যান্ড,তানজানিয়া, টঙ্গো,ট্রিনিদাদ এন্ড টোবাগো, টার্কস এন্ড কাইকস দ্বীপপুঞ্জ, টুভ্যালু,উগান্ডা,ভানুয়াতু,ভার্জিন দ্বীপপুঞ্জ ( বৃটিশ), জাম্বিয়া।

আবেদনপ্রকিয়া:

সম্পূর্ণ পূরণকৃত এবং স্বাক্ষরিত আবেদনপত্রটি অনুচ্ছেদসহ পোস্টের মাধ্যমে বা Fax. Application Form এর মাধ্যমে প্রদান করতে হবে।

Visit Official Site: sgu.edu/life-at-sgu/index.html

Youth Carnival: