কমনওয়েলথ ছোট গল্প পুরষ্কার ২০১৬ এর সামবিশন শুরু

ডেডলাইনঃ ০১ নভেম্বর, ২০১৫

কমনওয়েলথ ফাউন্ডেশন প্রতিবছর সারা বিশ্বের নবিশ গল্পকারদের উৎসাহিত করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আপনি যদি আপনার লেখা ছোটোগল্পটি কোথাও না ছাপিয়ে থাকেন তবে এই প্রতিযোগিতায় জমা দিয়ে বাগিয়ে নিতে পারেন ২০১৬ সালের কমনওয়েলথ ছোট গল্প পুরষ্কার।

car1

যোগ্যতাঃ 

  • প্রতিযোগিকে অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।
  • জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড সহ কমনওয়েলথের বাইরে থাকা দেশগুলো থেকে অংশ নেয়া যাবে না।
  • আর কারো যদি একের অধিক দেশের নাগরিকত্ব থাকে তবে স্থায়ীভাবে যে দেশে বসবাস করে সেই দেশের প্রতিযোগি বলে গণ্য হবে।
  • প্রতিযোগির বয়স ১৮ বা তদুর্ধ্ব হতে হবে।
  • লেখককে বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশে অবস্থান না করলেও চলবে, তবে অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে।

জমা দেয়ার নিয়মাবলীঃ

  • গল্পের লেখক নিজেই নিজের লেখা জমা দিবেন।
  • শুধুমাত্র নির্দিষ্ট একটি অনলাইন ফর্মের মাধ্যমে লেখা জমা দেয়া যাবে।
  • লেখা জমা দেয়ার শেষ সময় ০১ নভেম্বর, ২০১৫ (12 Noon, GMT)।
  • একজন লেখক একটিমাত্র লেখা জমা দিতে পারবেন।
  • লেখা অবশ্যই মৌলিক হতে হবে।
  • জমাকৃত লেখা ০১ মে, ২০১৬ এর আগে কোথাও আংশিক বা পুরোপুরিভাবে ছাপানো যাবে না।
  • নিউজপেপার, ম্যাগাজিন, এমনকি নিজের ব্যাক্তিগত ব্লগ, ওয়েবসাইটে ছাপানো হলেও প্রতিযোগিতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
  • এর আগে যদি কখনো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন তবে আপনি অযোগ্য বলে বিবেচিত  হবেন।
  • লেখা অবশ্যই ইংরেজিতে জমা দিতে হবে।
  • লেখার আকার সর্বনিম্ন ২০০০ থেকে ৫০০০ শব্দের মধ্যে হতে হবে।
  • লেখার ফাইল PDF আকারে জমা দিতে হবে।

পুরষ্কারঃ  

  • প্রতি রিজিওন থেকে ১ জন করে মোট ৫ জন বিজয়ী ঘোষণা করা হবে।
  • এদের মধ্যে ১ জন রিজিওনাল উইনার সবার সেরা নির্বাচিত হবেন।
  • সেরা পুরষ্কার বিজয়ী ৫০০০ পাউন্ড (৫৯০,০০০ টাকা) পুরষ্কার পাবেন।
  • বাকি ৪ জন রিজিওনাল উইনার ২০০০ পাউন্ড (২৩৫,০০০ টাকা) পুরষ্কার পাবেন।
  • যদি ছোটগল্পটি মূল লেখার ইংরেজিতে অনুবাদ হয়ে থাকে তবে মূল ২০০০ পাউন্ড পুরষ্কারের পাশাপাশি অনুবাদের জন্য ১০০০ পাউন্ড পুরষ্কার পাবেন।

উপরের শর্তাবলী যদি আপনার জন্য ঠিক থাকে তবে এই লিংকে গিয়ে আজই অংশ নিন চমৎকার এই প্রতিযোগিতায়। যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় – [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *