কাতার ইউনিভার্সিটিতে স্কলারশিপ, মাসে ৫০০ কাতারি রিয়েল, আবাসন ও বিমান টিকিট

An aerial view shows Doha’s diplomatic area. (Fadi Al-Assaad/Reuters)

স্নাতকোত্তর ও পিএইচডিতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে কাতার ইউনিভার্সিটি। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ‘কাতার ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৪’–এর আওতায় স্প্রিং সেমিস্টারের কাতারের শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। রাজধানী দোহার এই বিশ্ববিদ্যালয় ১৯৭৩ সালে শিক্ষার্থী পড়ানো শুরু করে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

বিদেশি শিক্ষার্থীরা এ বৃত্তি থেকে যে সুযোগ-সুবিধা পাবেন

  • টিউশন ফি নেই।
  • পাঠ্যপুস্তকের কেনার জন্য অর্থ।
  • মাসে ৫০০ কাতারি রিয়েল পাবেন শিক্ষার্থীরা। বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৯৮৬ টাকা (১ রিয়েল সমান ২৯ দশমিক ৯৭ টাকা ধরে)।
  • শিক্ষার্থীরা পাবেন আবাসন সুবিধা। প্রতি কক্ষে দুজন শিক্ষার্থী থাকবেন। ছাত্রাবাস থেকে ক্যাম্পাসে যাতায়াতে পরিবহনব্যবস্থা।
  • বছরে একবার নিজ দেশে যাতায়াতে বিমানের টিকিট।
  • কাতার বিশ্ববিদ্যালয়ের স্পনসরশিপের অধীন কাতারে বসবাসের অনুমতির সুযোগ।

ফাইল ছবি

যোগ্যতা:

  • স্নাতকোত্তরে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রিধারী ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
  • একাডেমিক ফলাফল ভালো হতে হবে। সিজিপিএ অন্তত ৩.০/৪.০ স্কেলে থাকলে স্কলারশিপ পেতে সুবিধা হবে।
  • স্নাতক প্রোগ্রামগুলোয় ভর্তির আবেদনকারী প্রার্থীদের ইংরেজি দক্ষতা প্রয়োজন।
  • আইএলটিএস স্কোরের সনদ।
  • টোয়েফেল সনদ। গত দুই বছরের মধ্যে একটি টোয়েফল পরীক্ষা বা এর সমতুল্য পরীক্ষা দিয়েছেন, এর সনদ।
  • জিআরই/জিম্যাট
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের (কাতারের বাইরে থেকে আসা ছাত্রদের) শুধু আইইএলটিএস (একাডেমিক সংস্করণ) পরীক্ষার স্কোর জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।
  • একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।
  • বিদেশে উচ্চশিক্ষার বিবরণী।
  • দুটি রেফারেন্স লেটার।
  • জীবনবৃত্তান্ত।

আবেদনের প্রক্রিয়া

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৩৫০ কাতারি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৪৯০ টাকা। আবেদন করতে ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

Scholarships Types

Competitive Scholarships

Academic Scholarships

Admission Scholarship

International Students Scholarship

International Students Scholarship


Scholarship Objective

Recruiting international students of outstanding academic performance.

Scholarship Details

Scholarship ProgramTargeted CategoryBenefits
International Students ScholarshipInternational students of outstanding academic performanceExemption from tuition feesExemption from textbook fees500 QR monthly salaryStudent housing (two students per room) including transportation to/from campus.Annual round trip air fare ticketResidence permit under QU sponsorship


Requirements for application:

  1. The applicant must have a high school certificate or its equivalent.
  2. A minimum high school average of 95%.
  3. Applicant must receive the final acceptance in the university.
  4. The applicant must meet the admission requirements for the college that they applied to.
  5. The scholarship should be utilized starting from the semester in which the scholarship was awarded. The start of the study can be postponed for one semester, if necessary, conditional of approval of the scholarship committee. If the student does not pass his/her first semester, the scholarship will be canceled and the student will be informed by QU email.
  6. Applicant must have a good reputation.
  7. Applicant should not get benefit from this scholarship and another sponsorship/scholarship simultaneously.


Conditions for Continuity of Scholarship:

  1. The student must maintain a minimum cumulative GPA of 3.0 out of 4.0.
  2. The student must successfully complete a minimum of 12 hours per semester.
  3. The student must remain registered continuously (in Fall and Spring) until graduation.
  4. The student should not exceed the period for graduation according to his/her study plan.
  5. Recipients of the scholarship are expected to adhere to academic regulations, policies, and procedures of Qatar University.
  6. Must abide to the General Conditions to keep the scholarship.

Upon receiving the applications, the scholarship committee may consider the applicant’s standard test scores in English (IELTS or TOEFL) and in Mathematics (SAT, ACT, QU Math Placer) or other test scores selected by the committee. 


Required Documents

Applicants for this scholarship are not required to submit any documents except the documents required for admission.


How to Apply

International students applicants may apply to this scholarship through the online admission application in the “Scholarship Application” section during the announced application period.
International students must submit the original high school transcript and required documents during the application period for international students to Qatar University to the following address:

Admissions Department
Qatar University
P.O. Box 2713
Doha, Qatar


Application and evaluation procedures:

  1. Students apply for admission and scholarships online using the online admission application during the announced application period.
  2. The applicants will be evaluated after the deadline of the online scholarship application. An initial conditional acceptance letter will be sent to the nominated students.
  3. After receiving admission decision in the university, the university will apply for visas and the students will be notified accordingly.
  4. The final admission and scholarship decisions will be sent to the students by email according to the announced  timeline.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *