কানাডাতে স্টুডেন্ট ভিসা, ইমিগ্র্যান্ট বা বিসনেস ইমিগ্র্যান্ট হবার সুযোগ করে দিচ্ছে ইয়ুথ কার্নিভাল

0

দেশের সর্ববৃহৎ তরুণদের সংগঠন এবং জব মার্কেট, স্কলারশিপ, স্টার্ট আপ অ্যানাইলাইসিস থেকে শুরু করে ব্যবসা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন কৌশল জানার অন্যতম বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ইয়ুথ কার্নিভাল! তরুণদের স্বপ্ন পূরণের উদ্দেশে কানাডাতে স্টুডেন্ট ভিসা, ইমিগ্র্যান্ট বা বিসনেস ইমিগ্র্যান্ট হবার সুযোগ করে দিচ্ছে ইয়ুথ কার্নিভাল

Contact Mail: [email protected] & +16477044344

We will support: 

1.      Student Visa/ Skill Migration/ Application Process for Canada

2.      Offer Letter from any Canadian university/Collage

3.      Support for Visa interview

4.      Support for Accommodation & Initial days in Canada 

তরুণেরা জাতির ভবিষ্যৎ। আর সেই তরুণেরা যখন বেকারত্বের হতাশায় নিমজ্জিত তখন তাদের চোখে আশার আলো দেখাতে ইয়ুথ কার্নিভালের জন্ম হয়। বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান দক্ষ যুবশক্তি নির্মাণের কারিগর ইয়ুথ কার্নিভাল একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান। যেকোনো চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে বিদেশে স্কলারশিপের সংবাদ সহ সব ধরনের ক্যারিয়ার গঠনমূলক পোস্ট ইয়ুথ কার্নিভালে প্রকাশিত হয়। দেশের অন্যতম নির্ভরযোগ্য ক্যারিয়ার প্ল্যাটফর্ম এটি। ইয়ুথ কার্নিভাল শুধু দক্ষ যুবশক্তি তৈরি করেই ক্ষান্ত নয়, সেই সাথে লিডারশিপ, উদ্যোগ গ্রহণের মতো চ্যালেঞ্জিং বিষয়গুলোকে তরুণদের কাছে তুলে ধরছে।

 ভিশন
একটি আন্তর্জাতিক মানের দক্ষ ও কর্মোদ্যমী তরুণ সমাজ সৃষ্টি করা।

মিশন
• দেশের প্রধানতম ক্যারিয়ার বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার পর এখন আমাদের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর তরুণদের অনলাইনের আওতায় এনে ক্যারিয়ারমুখী দক্ষতা বাড়ানো এবং নতুন প্রজন্মের তরুণ উদ্যোক্তাদের বের করে আনা।
• লিডারশীপ প্রোগ্রামের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব অর্থনীতিতে ভূমিকা রাখার যোগ্যতা তৈরি করা।
যেকারণে ইয়ুথ কার্নিভাল অন্যদের চেয়ে সেরা
• আমাদের ব্লগে নিয়মিত ক্যারিয়ার এবং জব মার্কেট বিশেষজ্ঞগণ লেখালিখি করেন। তাদের মূলবান লেখনী থেকে আপনি পাবেন ক্যারিয়ার, বিনিয়োগ, উদ্যোগ, লিডারশিপ এবং বিশ্ব অর্থনীতি সংক্রান্ত উপদেশ এবং অত্যাধুনিক নির্দেশনা।
• ইন্টারভিউ থেকে শুরু করে চাকরি ও ক্যারিয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর পাবেন দিনরাত ২৪ ঘন্টাই।
• আমাদের মেন্টরদের মূল্যবান অভিজ্ঞতা থেকে আপনি শিখবেন কিভাবে সময় নষ্ট না করে এবং ভুল না করেও জীবনে এগিয়ে যাওয়া যায়।
• তাদের গাইডলাইনের মাধ্যমে আপনিও ধাপে ধাপে এগিয়ে যাবেন জীবনের প্রতিটি স্তরে।
• আমাদের রয়েছে শক্তিশালী নেটওয়ার্কিং। দেশ-বিদেশের নামীদামি উদ্যোক্তাগণ আমাদের প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত ইভেন্টগুলোতে নিয়মিত স্পিচ দেন।
• দেশীয় জব মার্কেট অ্যানাইলাইসিস থেকে শুরু করে ব্যবসা ক্ষেত্রে নিত্য নতুন প্রযুক্তি ও ট্রিকস সম্পর্কে জানার অন্যতম বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম ইয়ুথ কার্নিভাল।
• আমরা শুধু তরুণদের ক্যারিয়ারকে আলোকিত করি না, জীবনকেও আলোকিত করার লক্ষ্যে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকি, সেই সাথে ব্লগে নিয়মিত জীবনযাত্রা এবং সচেতনতামূলক আর্টিকেল প্রকাশ করে থাকি।

একনজরে আমাদের পোর্টফোলিও

• প্রায় সাড়ে ১৯ লাখেরও বেশি মানুষ আমাদের পেজ নিয়মিত ফলো করেন। যাদের সিংহভাগই তরুণ সমাজ।
• অ্যালেক্সা র‍্যাংক ১৭।
• ২০১৫ সাল থেকে আমাদের আয়োজিত ইভেন্টের সংখ্যা ২১
• ২০১৬ সাল থেকে আমাদের আয়োজিত ইভেন্টের সংখ্যা ৩৩
• ২০১৭ সাল থেকে আমাদের আয়োজিত ইভেন্টের সংখ্যা ৩৯

Related image

ইয়ুথদের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতেই নতুন সার্ভিসের (ইমেগ্রশন কন্সালটেন্সি) যাত্রা করতে যাচ্ছে  ইয়ুথ কার্নিভাল!

 

Explore Immigration is one of the leading Immigration and Education Consultancy Services in Canada. At Explore Immigration, we ensure aspiring travelers get to their destination in the least possible time without any hassle. We provide top-notch services to our clients, which ensures a successful outcome.

At Explore Immigration, we strive hard to serve the best interest of our clients. We are one of the best companies in the fields of Canadian Immigration and Student Counseling. We possess the services of most experienced and well-trained staff.

Our Immigration and Student Counseling expertise will transform your dreams into realities. Our experienced counselors will provide you with proper direction and guidance by ensuring up-to-date knowledge of the ever-changing and most pressing immigration policies. You can rely on our expertise to expedite your migration cases. Our knowledge and accuracy will help to prevent mistakes and waste of valuable time. Our experience, hard work and quest to attain excellence are our competitive advantage. We are committed to providing our customers with state of the art services at the most competitive rates. Unlike our competitors, we are dedicatedly available for you for personalized service 24/7; which will keep you comfortable and make you feel honored and privileged.

On the technical side, we are confident that we are the best in the business. We strive hard to keep ourselves abreast of all legal changes and new avenues which can benefit our clients. Therefore our clients can shift all their worries to us with full confidence. We don’t leave our clients alone from the beginning to the end and even after the successful completion of the case; we provide full support and post-application services to help get the client settled in Canada.

 

Youth Carnival always works for Youth and facilitates multiple projects to help and grow and to achieve their dream. This is one of them and all kind of transaction will be in between applicant and Explore immigration. Youth Carnival will facilitate but will not be responsible for any financial transaction and will not be involved in this transaction.

To get discounted rate please type YOUTHCARNIVAL in your email Subject line or in http://exploreimmigration.ca/ contact/message subject column.

Contact Mail: [email protected] & +16477044344

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *