বিদেশি শিক্ষার্থীদের পড়ালেখার জন্য এখন কানাডা জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এই দেশে পড়তে যাচ্ছেন। ২০২১ সাল পর্যন্ত দেশটিতে ৬ লাখ ২১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করেছেন। সহজ অভিবাসন নীতি ও প্রাকৃতির সৌন্দর্যের কারণে অনেকেই এখন পড়াশোনার জন্য কানাডাকে বেছে নিচ্ছেন।
তবে অনেক দেশের তুলনায় বর্তমানে কানাডায় পড়াশোনার খরচ একটু বেশি। স্ট্যাটিসটিকস কানাডার তথ্য অনুযায়ী, দেশটিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। বিদেশি আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের এখন বার্ষিক টিউশন ফি প্রায় ২২ লাখ ৩৭ হাজার ৯৪ টাকা (২৯,৭১৪ কানাডিয়ান ডলার)।
তবে বিদেশি শিক্ষার্থীরা কানাডার শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের আর অর্থের চিন্তা করতে হয় না। তাঁরা নিজেদের ক্যারিয়ার নিয়েই ভাবতে পারেন।
কানাডায় স্টুডেন্ট ভিসায় যেতে চাইলে
কানাডায় স্টুডেন্ট ভিসায় যেতে চাইলে
২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের আট শতাধিক স্কলারশিপ ঘোষণা করেছে। এর মধ্য থেকে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের তথ্য তুলে ধরা হলো।
ব্রেকিং নিউজ : বিনা খরচে স্কলারশিপ নিয়ে কানাডা যাত্রা
১. ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান
কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান। এটি দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠানও। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট স্তরে প্রায় সব বিষয়ে বৃত্তির আবেদন গ্রহণ করছে।
এই বিশ্ববিদ্যালয়ে কানাডিয়ান স্কলারশিপের আওতায় সব বিষয়েই তিন হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীকে পড়াশোনা করার সুযোগ দেয়। স্নাতকোত্তর ও পিএইচডি স্তরে ফুল ফ্রি স্কলারশিপও আছে। স্নাতকোত্তর পর্যায়ে দুই বছরের জন্য প্রতিবছর ১৩ লাখ ৫৫ হাজার ১৭৫ টাকা (১৮ হাজার কানাডিয়ান ডলার) করে স্কলারশিপ দেওয়া হয়। আর পিএইচডি পর্যায়ে তিন বছরের জন্য প্রতিবছর ১৬ লাখ ৫৬ হাজার ৩২৫ টাকা (২২ হাজার কানাডিয়ান ডলার) করে স্কলারশিপ দেওয়া হয়।
২. ইউনিভার্সিটি অব ওয়াটারলু
ইউনিভার্সিটি অব ওয়াটারলু কানাডার সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের জন্য ১৪০টি স্কলারশিপের ঘোষণা দিয়েছে। এখানে কোর্স ও দেশভেদে আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য আলাদা স্কলারশিপ আছে। এখানে কানাডিয়ান স্কলারশিপের আওতায় ৭ লাখ ৫২ হাজার ৮৭৫ টাকার বেশি (১০ হাজার কানাডিয়ান ডলারের বেশি) আর্থিক সুবিধা দেওয়া হয়।
এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্কলারশিপের জন্য সরাসরি আবেদন করতে হয় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই যাচাই-বাছাই করে স্বয়ংক্রিয়ভাবে বৃত্তি দিয়ে থাকে। এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় তিনটি বৃত্তি হলো—কর্নেল হিউ হেসলে ইঞ্জিনিয়ারিং স্কলারশিপ, ফ্যাকাল্টি অব ম্যাথমেটিকস এন্ট্রান্স স্কলারশিপ ও ফ্রাঙ্ক অ্যান্ড জ্যানেট হিল স্কলারশিপ ফর উইমেন ইন ম্যাথ।
৩. ইউনির্ভাসির্টি অব আলবার্টা
কানাডার কম্প্রিহেনসিভ একাডেমিক রিসার্চ ইউনিভার্সিটি (সিএআরইউ) হিসেবে পরিচিত ইউনির্ভাসির্টি অব আলবার্টা। পড়াশোনার উন্নত মানের কারণে বিশ্বের ১৫০টির বেশি দেশের শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
বিশ্ববিদ্যালয়টিতে প্রায় সব বিষয়েই আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম আছে। তবে এই মুহূর্তে কানাডিয়ান স্কলারশিপের আবেদন নেওয়া হচ্ছে। স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপও দেয় প্রতিষ্ঠানটি।
এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কয়েকটি বৃত্তি হলো—আন্ডারগ্র্যাজুয়েট এন্ট্রান্স স্কলারশিপ, অ্যাথলেটিক স্কলারশিপ, কান্ট্রি স্পেসিফিক স্কলারশিপ ও স্পনসরড স্টুডেন্ট স্কলারশিপ।
৪. ম্যাকগিল ইউনিভার্সিটি
২০২৩ সালের জন্য কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংয়ে ১ নম্বরে আছে ম্যাকগিল ইউনিভার্সিটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বেশ আকর্ষণীয় এই বিশ্ববিদ্যালয়। এখানেও আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম আছে। আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে শিক্ষার্থীদের ৬ লাখ ৩৯ হাজার ৯৪৪ টাকা (৮,৫০০ কানাডিয়ান ডলার) স্কলারশিপ দেওয়া হয়।
৫. ডালহৌসি ইউনিভার্সিটি
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে ২০২২ সালে সেরা ৩০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে কানাডার ডালহৌসি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ছাড়াও আর্থিক অনুদান দিয়ে থাকে। বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপের সুবিধা আছে। এর আওতায় শিক্ষার্থীদের ৩৭ লাখ ৬৪ হাজার ৩৭৭ টাকা (৫০,০০০ কানাডিয়ান ডলার) মূল্যের স্কলারশিপ দেওয়া হয়। যা মাসিক উপবৃত্তি, বাসস্থান, টিউশন ফি ও স্বাস্থ্যবিমা পরিশোধ করে।
এই বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় কয়েকটি বৃত্তি হলো—চায়নিজ স্কলারশিপ কাউন্সিল-পিএইচডি স্কলারশিপ, দ্য প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড, ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ এবং জন ও লিনা গ্রাহাম কমনওয়েলথ বারসারি।
Source: Prothom – Alo
ব্রেকিং নিউজ : বিনা খরচে স্কলারশিপ নিয়ে কানাডা যাত্রা
International Undergraduate Scholarships in Canada »
Lester B. Pearson International Scholarships
The Lester B. Pearson International Scholarship Program at the University of Toronto is intended to recognize international students who demonstrate exceptional academic achievement and creativity and who are recognized as leaders within their schools. The scholarship will cover tuition, books, incidental fees, and full residence support for four years.
Official Scholarship Website: https://future.utoronto.ca/pearson/about/#about
York University International Student Scholarship Program
International students who have an excellent academic record and are admitted to York University are eligible for scholarships worth $60,000 – $100,000 for a four-year degree program.
Official Scholarship Website: http://futurestudents.yorku.ca/funding#intl
University of British Columbia Scholarships for International Students
UBC recognizes the academic achievement of outstanding students from around the world by devoting more than $10 million CAD annually to awards, scholarships and other forms of financial assistance for international undergraduate students.
Official Scholarship Website: https://you.ubc.ca/financial-planning/scholarships-awards-international-students/international-scholars/
Carleton Prestige Scholarships
Carleton University offers the following Prestige scholarships to outstanding incoming undergraduate students with an admission average of 90% better. The Chancellor’s Scholarship, the Richard Lewar Entrance Scholarship, the Carleton University Scholarship of Excellence, the Carleton University SHAD Scholarship have a value of CAD 20,000-30,000 while the Riordon Scholarship, and the Collins Prestige Scholarship covers full tuition fees for 4 years.
Official Scholarship Website: http://www.carleton.ca/awards/scholarships/entrance-scholarships-for-new-students/scholarships/
Calgary International Entrance Scholarships
The University of Calgary International Entrance Scholarship is a prestigious award that recognizes outstanding accomplishments of an international student beginning their undergraduate studies at the University. The total amount over 4 years of undergraduate program is $60,000.
Official Scholarship Website: https://www.ucalgary.ca/registrar/awards/university-calgary-international-entrance-scholarship
Winnipeg President’s Scholarships for World Leaders
The University of Winnipeg President’s Scholarship for World Leaders is awarded to international students entering any of the University’s divisions for the first time. The scholarships ranges from $3,500 – $5,000.
Official Scholarship Website: https://www.uwinnipeg.ca/graduate-studies/funding/presidents-scholarship-for-world-leaders-international.html
Humber College International Entrance Scholarships
Humber offers renewable full and partial tuition scholarships to NEW international students beginning classes in September and January of each year.
Official Scholarship Website: http://international.humber.ca/student-services/managing-your-finances/scholarships-awards.html
International Graduate Scholarships in Canada »
Vanier Canada Graduate Scholarships
The Vanier Canada Graduate Scholarships (Vanier CGS) was created to attract and retain world-class doctoral students and to establish Canada as a global centre of excellence in research and higher learning. The scholarships are towards a doctoral degree (or combined MA/PhD or MD/PhD) at participating Canadian Universities. The scholarship is worth $50,000 per year for three years.
Official Scholarship Website: http://www.vanier.gc.ca/en/home-accueil.html
University of Manitoba Graduate Fellowships
The University of Manitoba Graduate Fellowships (UMGF) are merit-based awards that are open to students of any nationality who will be registered as full-time graduate students (Masters or Ph.D.) at the University of Manitoba. The fellowships are valued at $18,000 for PhD students, or $14,000 for Master’s students for a 12-month period.
Official Scholarship Website: http://umanitoba.ca/faculties/graduate_studies/funding/umgf.html
Pierre Elliot Trudeau Foundation Doctoral Scholarships
The scholarships are open to foreign nationals (with a preference for candidates from the developing world) who are applying to a doctoral program in the social sciences and humanities or registered full-time in the first or second year of such a program at a Canadian university. Its annual value is up to $60,000 per scholar for a maximum of three years.
Official Scholarship Website: http://www.trudeaufoundation.ca/en/programs/doctoral-scholarships
University of Waterloo Master’s Awards of Excellence
The International Master’s Award of Excellence (IMAE) will be awarded to eligible international master’s students normally entering a research-based graduate program at the University of Waterloo. The award will be valued at $2,500 per term for a maximum of five terms.
Official Scholarship Website: https://uwaterloo.ca/graduate-studies-postdoctoral-affairs/awards/international-masters-award-excellence-imae
University of Calgary Graduate Awards
University of Calgary offers a wide range of full and partial scholarships for international students. Scholarship value range from $1,000 to $40,000 and covers different fields of study.
Official Scholarship Website: https://grad.ucalgary.ca/awards/award-opportunities/search-awards