কানাডিয়ান হাইকমিশন হতে ভিসা – প্রতারণা সংক্রান্ত বিজ্ঞপ্তি

0

কানাডিয়ান হাইকমিশন হতে
ভিসা-প্রতারণা সংক্রান্ত বিজ্ঞপ্তি

আপনি কি ইমিগ্রেশন বিষয়ে এধরণের কোন প্রস্তাবনার কথা শুনেছেন-

-কানাডা ৩00,000 কর্মী খুঁজছে! কানাডার ভিসা ও কাজের গ্যারান্টি!!

-ওয়ার্ক পারমিটের নিশ্চিত গ্যারান্টি! বিনামূল্যে বৃত্তি!! স্বল্প অভিজ্ঞতাসহ অথবা বিনা অভিজ্ঞতায় কানাডায় উচ্চ বেতনের চাকুরি!! বিনামূল্যে বিমান টিকেট এবং আবাসন ব্যবস্থা !!

-কর্মসংস্থানের নিশ্চয়তা! বিশেষ প্রোগ্রাম!! হোটেল ক্লিনার হিসাবে মাসে ৪,০০০ ডলার উপার্জনের সুবর্ণ সুযোগ!!!

এধরণের কোন প্রতারণার শিকার হবেন না।
কোন প্রস্তাব যদি অতিরিক্ত রকমের ভাল বা লোভনীয় মনে হয়, তাহলে সেটা প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশী।

আপনার যা জানা প্রয়োজনঃ
-কানাডার ভিসা, ওয়ার্ক পারমিট বা লেখাপড়া সংক্রান্ত ভিসা আবেদনের জন্য কোন ইমিগ্রেশন প্রতিনিধি নিয়োগ দেয়ার কোনই প্রয়োজন নেই।

-কানাডিয়ান সরকারী কর্মকর্তাদের সঙ্গে কোন ইমিগ্রেশন প্রতিষ্ঠান বা প্রতিনিধির বিশেষ কোন সম্পর্ক নেই এবং তারা কোনভাবেই আপনার আবেদন অনুমোদনের নিশ্চয়তা বা গ্যারান্টি দিতে পারেন না।

-শুধুমাত্র কানাডিয়ান দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই কোন আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত নিতে বা দিতে পারেন।

-মিথ্যা বা জাল কাগজপত্র ব্যবহারে প্রলুব্ধ হবেন না, কেননা এর ফলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে।

-কানাডায় চাকুরী প্রদানের প্রতিশ্রুতি প্রদানকারী বিভিন্ন ভূয়া ওয়েবসাইট ও ইন্টারনেট প্রতারণা সম্পর্কে বিশেষ সতর্ক থাকুন। লক্ষ্য করুন- Canadian Immigration and Citizenship(CIC) এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে- www.cic.gc.ca.

-Citizenship and Immigration Canada (CIC)-এর ওয়েবসাইটে আপনি বিনামূল্যে বিভিন্ন আবেদন ফরম এবং যে কোন ধরণের ভিসার জন্য আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাবেন।

-সারা বিশ্বের সকল কানাডিয়ান ভিসা অফিসে প্রসেসিং ফি একই সমান। কানাডিয়ান ডলারের সঙ্গে স্থানীয় মুদ্রার আনুষ্ঠানিক বিনিময় হারের উপর ভিত্তি করে স্থানীয় মুদ্রায় প্রসেসিং ফির পরিমাণ নির্ধারিত হয়।

-কানাডিয়ান ভিসা অফিস কখনোই আপনাকে কারো ব্যক্তিগত ব্যাংক হিসাবে টাকা জমা দেয়ার জন্য কিংবা নির্দিষ্ট কোন ব্যক্তি-মালিকানাধীন মানি-ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তরের জন্য অনুরোধ করবে না।

-আপনার যে কোন প্রশ্ন থাকলে বা যে কোন বিষয়ে তথ্যের প্রয়োজন হলে Citizenship and Immigration Canada (CIC) বা আপনার এলাকার জন্য দায়িত্বপ্রাপ্ত ভিসা অফিসে যোগাযোগ করুন।

আপনি কোন ইমিগ্রেশন প্রতিনিধি নিযুক্ত করতে চাইলে- কারা আইনসম্মতভাবে আপনার প্রতিনিধিত্ব করতে পারে- এ বিষয়সহ আরও অন্যান্য বিষয়ে অধিকতর জানার জন্য Citizenship and Immigration Canada (CIC)-এর ওয়েবসাইটের ইমিগ্রেশন প্রতিনিধি (Immigration Representatives) সংক্রান্ত অংশগুলো দেখুনঃhttp://www.cic.gc.ca/e…/information/representative/index.asp

Courtesy: https://www.facebook.com/CanadaInBangladesh/timeline & Mostafa Mahamud Emon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *