গ্রেট স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের সম্মানজনক গ্রেট স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়। যুক্তরাজ্য সময় আগামী মে ও জুন মাসের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তি দেওয়া হয়। এগুলো হলো অ্যাস্টন ইউনিভার্সিটিতে ১টি, কার্ডিফ ইউনিভার্সিটিতে ১, ক্রেনফিল্ড ইউনিভার্সিটিতে ১, কিলি ইউনিভার্সিটিতে ১, রবার্ট গর্ডন ইউনিভার্সিটিতে ১, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে ২, উলস্টার ইউনিভার্সিটিতে ১, ইউনিভার্সিটি অব হালে ১ ও ইউনিভার্সিটি অব সাউদাম্পটনে বাংলাদেশিদের জন্য ১টিসহ মোট ৯টি বৃত্তি রয়েছে। প্রতিটির জন্য প্রায় ১২ লাখ ৬২ হাজার ১৩১ টাকা (১০ হাজার পাউন্ড) অনুদান দেওয়া হবে।

যোগ্যতা

  • অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে। প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে।
  • যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়।
যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়।
  • ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে সম্পর্ক স্থাপন করতে হবে।
  • যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে।
  • ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে।
  • গ্রেট স্কলারশিপের একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে।

For the 2023-24 academic year there are postgraduate scholarships available at the following institutions. Please visit the university page below for more information and how to apply:

Aston University

Learn about the GREAT Scholarships on offer at Aston University, one of the leading career-focused universities in the UK.

Cardiff University

Learn about GREAT scholarships on offer at Cardiff University, one of Britain’s leading research universities with a diverse student population.

Cranfield University

Learn about the GREAT Scholarships on offer at Cranfield University, a specialist postgraduate university with easy access to London, Cambridge and Oxford.

Keele University

Learn about the GREAT Scholarships on offer at Keele University, a multi-cultural and diverse student community that welcomes students from over 120 countries.

Robert Gordon University

Learn about the GREAT Scholarships on offer at Robert Gordon University, Scottish university of the year 2021, consistently recognised for teaching excellence and student employability.

University of Manchester

Learn more about the GREAT Scholarships on offer at the University of Manchester, a university with a rich heritage stretching back to 1824.

Ulster University

Learn more about the GREAT Scholarships on offer at Ulster University. Located in Northern Ireland, the university is a young, dynamic and innovative.

University of East Anglia

Learn about the GREAT Scholarships on offer at UEA, a world top 200 and globally renowned university situated in the traditional English City of Norwich.

University of Hull

Learn about the GREAT Scholarships of offer at the University of Hull, a proud history of academic excellence and creating and inspiring life-changing research.

University of Southampton

Learn about the GREAT Scholarships on offer a the University of Southampton, a global centre for excellence in research and education.

What are we looking for in a GREAT scholar?

GREAT scholars must:

  • be a citizen of Bangladesh
  • have an undergraduate degree, be motivated, and have an interest in the proposed subject area
  • meet the English language requirement of the UK HEI
  • establish an engagement with the UK as a scholar, through personal and academic fulfilment
  • be willing to attend a networking event of all UK based GREAT scholars, to discuss experiences and capture perceptions of studying in the UK
  • be willing to maintain contact with the British Council and their HEI and act as an ambassador for the GREAT Scholarships
  • as an alumnus of the GREAT Scholarships, be willing occasionally to speak to potential candidates about his or her own experience of studying in the UK.

How to apply

  1. Visit the university page above to find out more information and then follow the link through to the university’s website
  2. Apply for individual scholarships following the instructions given on each universities’ scholarship webpages.
  3. The deadline to apply for a GREAT Scholarship varies according to each institution. For details on individual institutions’ deadlines, please see the institution page.
  4. Successful scholars will be informed by individual universities on the result of their applications.
  5. Scholarship funding will be issued to successful scholars by individual universities after registration.

আবেদন যেভাবে
গ্রেট স্কলারশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। এরপর একই ওয়েবসাইটে যুক্তরাজ্যের নির্ধারিত ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে হবে।

একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *