জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি বৃত্তি হলো ‘মেক্সট’। ২০২৪ সালের জন্য এ বৃত্তির নানা স্তরে ৮৪ বাংলাদেশি মনোনীত হয়েছেন। গবেষণার জন্য জাপান সরকার দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মেক্সট বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করেছিল গত মাসে। আবেদন পাঠানোর শেষ দিন ছিল ১৬ মে।
ওই আবেদনের ভিত্তিতে দেশটির শিক্ষা, প্রযুক্তি মন্ত্রণালয় গবেষণা (মাস্টার্স ও পিএইচডি) পর্যায়ে ৪০ জন, আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ২৫ জন, কলেজ অব টেকনোলজি পর্যায়ে ১৪ এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজ পর্যায়ে ৫ জনকে প্রাথমিকভাবে বাছাই করেছে।
পিএইচডি, মাস্টার্স, আন্ডারগ্র্যাজুয়েট, কলেজ অব টেকনোলজি, স্পেশালাইজড ট্রেনিং কলেজসহ পাঁচ পর্যায়ের প্রতিটি পর্যায়েই গবেষণার দুটি করে ক্ষেত্রে—ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান ও কলায় প্রার্থীদের মনোনীত করা হয়েছে।
বাছাই করা প্রার্থীদের এখন লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করবে জাপান দূতাবাস। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা গবেষণার জন্য যেতে পারবেন জাপানে।
মেক্সট বৃত্তির জন্য মনোনীত ৮৪ বাংলাদেশির নাম ও ট্র্যাকিং নম্বর জানতে পারবেন এখানে।
https://www.bd.emb-japan.go.jp/itpr_en/scholarshipnotice.html