জার্মানির যে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়ালেখার সুযোগ

অনেক টাকা খরচ ছাড়াই উচ্চ মানের শিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জার্মানি দীর্ঘদিন ধরে অন্যতম জনপ্রিয় গন্তব্য। একাডেমিক মান ও উদ্ভাবনী গবেষণার জন্য জার্মানি বিদেশি শিক্ষার্থীদের নানা প্রকার সুযোগ প্রদান করে। জার্মানির অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যারা স্নাতক ও স্নাতকোত্তর নানা প্রোগ্রামের জন্য টিউশন ফি নেয় না। সাশ্রয়ী মূল্যের কারণে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় বিকল্প হিসেবে এগিয়ে আছে জার্মানি। এখানে আমরা ২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা প্রদানকারী শীর্ষ ১০টি জার্মান পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানব।

১. টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ (টিইউএম)

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বে এই বিশ্ববিদ্যালয় ৪১তম অবস্থানে আছে। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ গবেষণা ও উদ্ভাবনের ওপর জোর দেওয়ার জন্য অন্যতম বিখ্যাত উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। বিশেষ করে প্রকৌশল, প্রযুক্তি ও প্রাকৃতিক বিজ্ঞানে অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান এটি। শিক্ষার্থীদের অত্যাধুনিক গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের পথ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টি।

*বিস্তৃত পরিসরে শেখানো হয় ইংরেজি প্রোগ্রাম *বড় বড় শিল্পের সঙ্গে যোগাযোগ *আনুমানিক আবেদন শুরুর দিন: ১ ডিসেম্বর ২০২৪

*এ বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের কোর্সের খোঁজ মিলবে https://www.tum.de/en/studies/during-your-studies/organizing-your-studies/course-offerings এ

২. লুডভিগ মাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি, (এলএমইউ মিউনিখ)

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বে এই বিশ্ববিদ্যালয় ৬০তম অবস্থানে আছে। এলএমইউ মিউনিখ মানবিক, সামাজিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স, মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য পরিচিত। উচ্চ একাডেমিক মান ও গবেষণার জন্য পরিচিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।

*ভিন্ন ভিন্ন প্রোগ্রাম *উচ্চ মানের গবেষণার সুবিধা *আনুমানিক আবেদন শুরুর দিন: ১৫ জানুয়ারি ২০২৫

*এ বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের কোর্সের খোঁজ মিলবে https://www.lmu. de/en/study/all-degrees-and-programs/international-degree-programs/


৩. হাইডেলব্যর্গ বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বে এই বিশ্ববিদ্যালয় ৬৩তম অবস্থানে আছে। জার্মানির প্রাচীনতম এই পাবলিক বিশ্ববিদ্যালয় গবেষণা ও শিক্ষার শ্রেষ্ঠত্বের জন্য বিখ্যাত, বিশেষ করে মানবিক ও প্রাকৃতিক বিজ্ঞানে।

*সমৃদ্ধ একাডেমিক ঐতিহ্য *ব্যাপকভাবে আন্তর্জাতিক অংশীদারত্ব *আনুমানিক আবেদন শুরুর তারিখ: ১ নভেম্বর ২০২৪

*এ বিশ্ববিদ্যালয়ের বিনা মূল্যের কোর্স সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন https://www.uni-heidelberg.de/en/study/all-subjects

৪. হামবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্বে বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটির অবস্থান ৭৯তম। হামবোল্ট বিশ্ববিদ্যালয় মানবিক, কলা ও সামাজিক বিজ্ঞানের নানা প্রোগ্রামের জন্য সুপরিচিত। গবেষণার ওপর জোর দেওয়া ও ইংরেজি শেখানোর নানা কোর্সের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম শীর্ষ পছন্দের একটি দেশ।

*মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোর ওপর ফোকাস বেশি *বার্লিনের কেন্দ্রস্থলে অবস্থিত বিশ্ববিদ্যালয় *আবেদন শুরুর তারিখ: ১ ডিসেম্বর ২০২৪

*বিনা মূল্যের নানা কোর্স সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন https://www.hu-berlin.de/en/studies/counselling/leaflets/ba_html

৫. আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়

এ বছর কিউএস র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় ৭১তম অবস্থানে আছে। জার্মানির এই পাবলিক বিশ্ববিদ্যালয় প্রকৌশলবিদ্যা ও প্রযুক্তির জন্য দেশটির নেতৃস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান।

*ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য প্রসিদ্ধ *নানা শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা *আবেদন শুরুর তারিখ: ১ ডিসেম্বর ২০২৪

*বিনা মূল্যের কোর্সের জন্য এখানে ঢুঁ মারতে পারেন শিক্ষার্থীরা https://www.rwth-aachen.de/cms/root/studium/vor-dem-studium/~efv/studiengaenge/? mobile=1&lidx=1

৬. এবারহার্ড কার্লস ইউনিভার্সিটি

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয় আছে ১০৬তম অবস্থানে। মানবিক, সামাজিক বিজ্ঞান ও ন্যাচারাল সায়েন্স বিষয়ের জন্য সুপরিচিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এটি। এটি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের ওপর জোর দিয়ে সহায়ক একাডেমিক পরিবেশ দেয়।

*নানা গবেষণা অভিযোজন *ঐতিহাসিক ক্যাম্পাস *আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৪

*এ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়াশোনার জন্য নানা কোর্সের খোঁজ নিতে এখানে ক্লিক করুন https://uni-tuebingen.de/en/study/finding-a-course/degree-programs-available/

৭. চ্যারিটি ইউনিভার্সিটি মেডিসিন, বার্লিন

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১০৭তম অবস্থানে আছে। ইউরোপের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোর মধ্যে একটি হলো এই বিশ্ববিদ্যালয়। চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানের জন্য অন্যতম সেরা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান এটি। বিশ্বমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুযোগের কারণে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ও গবেষকদের আকর্ষণ করে বিশ্ববিদ্যালয়টি।

*নেতৃস্থানীয় চিকিৎসা শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান *অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা *আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৪

*বিনা মূল্যে পড়ার জন্য নানা ডিগ্রির খোঁজ মিলবে https://www.charite. de/en/teaching_learning/degreeprograms/ এ।

৮. ইউনিভার্সিটি অব ফ্রাইবুর্গ

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১১১তম অবস্থানে আছে। ইউরোপের অন্যতম এই বিশ্ববিদ্যালয় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও হিউম্যানিটিজ বিষয়ের জন্য সুপরিচিত।

*বিচিত্র সব একাডেমিক প্রোগ্রাম *আবেদন শুরুর তারিখ: ১ ডিসেম্বর ২০২৪

*এ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে পড়তে নানা কোর্স সম্পর্কে জানুন এখানে https: //www.studium.uni-freiburg.de/en/program-offerings/english-taught-degree-programs


৯. কোলন বিশ্ববিদ্যালয়

২০২৪ সালের কিউএস র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১৩৪তম অবস্থানে আছে। বিশ্ববিদ্যালয়টি সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ ও ন্যাচারাল সায়েন্স বিষয়ের জন্য সুপরিচিত।

*স্টাডি প্রোগ্রামের জন্য সুপরিচিত *গবেষণায় অন্যতম মূল ফোকাস *আবেদন শুরুর তারিখ: ১ ডিসেম্বর ২০২৪

*বিনা মূল্যের কোর্স ও ডিগ্রির জন্য এখানে ক্লিক করুন https: //studienorientierung.uni-koeln.de/range_of_courses/index_eng.html

১০. ইউনিভার্সিটি অব গ্যোটিঙ্গেন

কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সারা বিশ্বের মধ্যে এই বিশ্ববিদ্যালয় ১৩৫তম অবস্থানে আছে। ন্যাচারাল সায়েন্স ও হিউম্যানিটিজ বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য বিখ্যাত বিশ্ববিদ্যালয় এটি। একাডেমিক পরিবেশ ও ইংরেজি শেখানোর নানা প্রোগ্রাম অফার করে শিক্ষার্থীদের।

*গবেষণা ও উদ্ভাবনে জোর দেয় *ব্যাপক আন্তর্জাতিক সহযোগিতা *আবেদন শুরু: ১ ডিসেম্বর ২০২৪

*বিনা মূল্যে কোর্স ও ডিগ্রি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন: https://www.uni-goettingen.de/en/3811.html

জার্মানির পাবলিক ইউনিভার্সিটিগুলো উচ্চ টিউশন ফির বোঝা ছাড়াই বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সুযোগ করে দেয়। এ জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি পছন্দের শীর্ষে। বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় টিউশন ফি নেয় না। এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে শিক্ষার্থীদের সেমিস্টারের অন্য খরচ ও জীবনযাত্রার খরচ সম্পর্কে সচেতন থাকতে হয়।

**বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন: https://daadscholarship.com/top-10-german-public-universities-offering-free-education-to-international-students-in-2025/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *