জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সাকিবদের শুভসূচনা

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সাকিবদের শুভসূচনা

2018 সালে প্রথম প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে টাইগাররা। আর এটা ছিল হাথুরু যুগের পর বাংলাদেশের প্রথম ওয়ানডে। প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন আনামুল হক বিজয়।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

ট্রাইনেশান সিরিজের প্রথম ম্যাচে কুয়াশার কারণে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ দল খেলতে নামে তিন পেসার ও দুই জন স্পিনার নিয়ে। আর পার্ট টাইম বোলার হিসাবে ছিলেন নাসির ও মাহমুদুল্লাহ। এই ম্যাচে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয় ব্লেসিং মুজারাবানির।

টাইগার কাপ্তান মাশরাফি বোলিং শুরুতেই চমক দেখান প্রথম ওভারে সাকিবকে আক্রমণে নিয়ে এসে। আর ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলে সলোমন মিরেকে স্টাপিং এর ফাদে পেলেন সাকিব। ঠিক তার এক বল পরে আউট করেন ক্রেগ আরভিনকে। প্রথম ওভারে দুই উউইকেট নিয়ে অধিনায়ক এর আস্হার প্রতিদান দেন সাকিব আল হাসান। প্রথম ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচে টাইগার আধিপত্য এনে দেন সাকিব। বরাবরই বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলা মাসাকাদজাকে 15 রানে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বহি ফেরান মাশরাফি বিন মর্তুজা। দারুণ লাইন ও লেন্হে বোলিং করে বাংলাদেশী বোলাররা জিম্বাবুয়েকে খোলশ বন্দী করে ফেলে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ের সর্ব্বোচ পঞ্চাশ উর্ধ্ব জুটি হয় ষষ্ঠ উইকেট জুটিতে সিকান্দার রাজা ও পিটার মুরের মধ্যে। 52 রানে রান আউটে কাটে পড়েন জিম্বাবুয়ের হয়ে সর্ব্বোচ রান সংগ্রহকারী সিকান্দার রাজা। শেষ পর্যন্ত বাংলাদেশী বোলারদের আগুন জরানো বোলিং 49 ওভারে 170 রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে সাকিব 43 রানে তিন উইকেট, রুবেল 24 রানে দুই উইকেট, মুস্তাফিজ 29 রানে দুই উইকেট শিকার করেন। এইদিন পঞ্চম বাংলাদেশী হিসাবে ওয়ানডেতে 100 উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন।  


170 রানের সহজ টার্গেট এ ব্যাট করতে নেমে বাংলাদেশ দল উড়ন্ত সূচনা করে। উদ্বোধনী জুটিতে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও আনামুল হক বিজয় মাএ 4 ওভারে 30 রান সংগ্রহ করে বাংলাদেশ দল। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আনামুল হক বিজয় 4টি চারের সাহায্যে 14 বলে 19 রানের একটি আগ্রাসী ইনিংস খেলে আউট হন দলীয় 30 রানে। দ্বিতীয় উইকেট জুটিতে দুই বন্ধু সাকিব ও তামিম 78 রানের দারুণ একটি জুটি গড়ে তুলেন। 48 বলে 5 চারের সাহায্যে 37 রান করে লেগ স্পিনার সিকান্দার রাজার বলে আউট হন সাকিব। অন্য প্রান্তে আগ্রাসী ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ার এর 39 তম ফিফটি তুলে নেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

তৃতীয় উইকেটে মুশফিক ও তামিম মিলে 63 রানের অবিচ্ছিন্ন জুটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত তামিম 93 বলে 8 চার ও 1 ছক্কায় 84, মুশফিক 14 রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা 53 রানে দুই উইকেট শিকার করেন।

28.3 ওভারে 2 উইকেট হারিয়ে 170 রানের জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ দল। অলরাউন্ডার পারফরমেন্স এর জন্য সাকিব আল হাসান ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।


সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে দল : রাজা 52, মুর 33 ( সাকিব 43/3, রুবেল 24/2, মুস্তাফিজ 29/2 উইকেট)

বাংলাদেশ দল : তামিম 83*,সাকিব 37, বিজয় 19 ( রাজা 53/2 )

ম্যান অফ দ্যা ম্যাচ : সাকিব আল হাসান।

Reported By:

Mohammad Ali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *