থাইল্যান্ডে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ

থাইল্যান্ডের স্বনামধন্য এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-জেএসপি বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

সুবিধাসমূহ: এ বৃত্তির অধীনে যেসব সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো-

  • সম্পূর্ণ টিউশন ফি
  • থাকা খরচ
  • মেডিকেল ও দুর্ঘটনা ইনস্যুরেন্স
  • ভিসা ফি
  • বই
  • ইকোনমি ক্লাসে বিমান টিকিট
  • এয়ারপোর্ট ট্যাক্স
  • থিসিস বা গবেষণা ভাতা ইত্যাদি

যেসব বিষয়ে পড়া যাবে: এ বৃত্তিপ্রাপ্তরা এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে যেসব বিষয়ে পড়াশোনা করতে পারবেন, সেই বিষয়গুলোর মধ্যে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিকস, মাইক্রোইলেকট্রনিকস, টেলিকমিউনিকেশনস, ন্যানোটেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজিস, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচারাল সিস্টেমস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োপ্রসেস টেকনোলজি, অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্সেস ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অব টেকনোলজি, ইন্টারন্যাশনাল বিজনেস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স ইত্যাদি।

যোগ্যতা:

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
  • আবেদনকারীকে অবশ্যই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকভুক্ত দেশের নাগরিক হতে হবে।
  • আন্ডারগ্র্যাজুয়েট অথবা সমমানের পরীক্ষায় ভালো ফলাফল থাকতে হবে।
  • দুই বছরের পূর্ণ সময়ের পেশাদার পোস্টগ্র্যাজুয়েশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদনের সময় প্রার্থীকে ৩৫ বছর বা তার নিচের বয়সী হতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ হতে হবে।


আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২৩।

বিস্তারিত তথ্য জানতে: adb.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *