নৌবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ, পদ ১৩০

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চট্টগ্রাম, খুলনা, পটুয়াখালী ও কক্সবাজার নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা/ঘাঁটির জন্য ৩৬ ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে ১৩০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: ধর্মীয় শিক্ষক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের ফাজিল ডিগ্রি।
    বেতন স্কেল: ১৪,১২০-৩৩,৯৭০ টাকা
  • ২. পদের নাম: কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ৩. পদের নাম: জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ৪. পদের নাম: উচ্চমান সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ৫. পদের নাম: স্টোর হাউসম্যান
    পদসংখ্যা: ১৫
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ৬. পদের নাম: স্টোর হাউস সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ৭. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ থাকতে হবে। সাঁটমুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ৮. পদের নাম: ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ৯. পদের নাম: সহকারী এক্সামিনার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১০. পদের নাম: ক্যাশিয়ার
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগের যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১১. পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে লাইব্রেরিবিজ্ঞানে ডিপ্লোমা।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেশিনম্যান
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাসসহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে প্রিন্টিং টেকনোলজিতে সার্টিফিকেটধারী।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১৩. পদের নাম: নার্স
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট থেকে অন্যূন তিন বছরের নার্সিং ডিপ্লোমা।
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
  • ১৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ১৫. পদের নাম: স্টোরম্যান
    পদসংখ্যা: ১২
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ১৬. পদের নাম: টেলিফোন অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ১৭. পদের নাম: মোয়াজ্জিন
    পদসংখ্যা:
    যোগ্যতা: আলিম পাস।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ১৮. পদের নাম: মিডওয়াইফ
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ধাত্রীবিদ্যায় সনদপ্রাপ্ত। সাধারণ নার্সিং পেশায় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ১৯. পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাস।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
  • ২০. পদের নাম: বাইন্ডার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বুক বাইন্ডিংয়ের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
  • ২১. পদের নাম: ট্রেসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কোনো বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ট্রেস কোর্স পাস।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
  • ২২. পদের নাম: আয়া
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
  • ২৩. পদের নাম: তন্দুরচি
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
  • ২৪. পদের নাম: এমটি ক্লিনার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
  • ২৫. পদের নাম: ফায়ারম্যান
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা (অন্যূন): উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি হতে হবে।
    বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
  • ২৬. পদের নাম: লস্কর
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ২৭. পদের নাম: বাবুর্চি
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

  • ২৮. পদের নাম: ওয়ার্ডবয়
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ২৯. পদের নাম: ফিল্ড হেলথ ওয়ার্কার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ৩০. পদের নাম: গার্ডেনার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ৩১. পদের নাম: অদক্ষ শ্রমিক
    পদসংখ্যা: ২০
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০
  • ৩২. পদের নাম: অফসেট সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ৩৩. পদের নাম: খাকরব
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ৩৪. পদের নাম: নিরাপত্তা প্রহরী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ৩৫. পদের নাম: ওয়াশারম্যান
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • ৩৬. পদের নাম: বারবার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন

১ থেকে ২১ নম্বর পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ভোলা, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

২২ থেকে ৩৬ নম্বর পদের জন্য ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা
প্রার্থীদের বয়স ২০২৩ সালের ৪ এপ্রিল ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/

শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি একই ওয়েবসাইট বা নৌবাহিনীর ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যেকোনো অপারেটরের ফোন নম্বর থেকে ০১৫০০১২১১২১ নম্বর এ কল করতে পারবেন। এ ছাড়া [email protected] এবং [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি এবং যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১৮ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৪ টাকাসহ মোট ২২৪ টাকা এবং ১৯ থেকে ৩৬ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৪ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

নৌবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ, পদ ১৩০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *