ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের সরকারি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়

বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের সরকারি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডেভেলপিং সল্যুশনস মাস্টার্স স্কলারশিপ নামের ওই বৃত্তির জন্য বাংলাদেশসহ আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথভুক্ত নির্ধারিত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ মে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

যেসব অনুষদভুক্ত বিষয়ে স্নাতকোত্তর করা যাবে—

  • প্রকৌশল অনুষদ।
  • মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ।
  • বিজ্ঞান অনুষদ।
  • সামাজিক বিজ্ঞান অনুষদ।

সুযোগ-সুবিধা
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মওকুফ করা হবে।

আবেদনের যোগ্যতা

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
  • বাংলাদেশসহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লিখিত দেশের নাগরিক হতে হবে।
  • আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে।
এই বৃত্তির আবেদন করতে আগে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করে ভর্তির সুযোগ পেতে হবে।
এই বৃত্তির আবেদন করতে আগে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করে ভর্তির সুযোগ পেতে হবে।
  • যুক্তরাজ্যে ইতিমধ্যে পড়াশোনা করলে আবেদন করতে পারবেন না।
  • এর আগে নিজ দেশের বাইরে পড়াশোনা করলে আবেদন করতে পারবেন না।

    IELTS for UKVI (Academic) with an overall score of  6.0

Eligible countries

Africa (all nations), Anguilla, Antigua and Barbuda, Bangladesh, Barbados, Belize, Bermuda, British Virgin Islands, Brunei, Cayman Islands, Dominica, Falkland Islands, Fiji, Gibraltar, Grenada, Guyana, India, Jamaica, Kiribati, Malaysia, Maldives, Montserrat, Nauru, Nepal, Pakistan, Papua New Guinea, Pitcairn Islands, Samoa, Solomon Islands, Sri Lanka, St Helena, St Kitts and Nevis, St Lucia, St Vincent and the Grenadines, Tonga, Trinidad and Tobago, Tristan da Cunha, Turks and Caicos Islands, Tuvalu and Vanuatu.

আবেদন যেভাবে

এই বৃত্তির আবেদন করতে আগে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করে ভর্তির সুযোগ পেতে হবে। ভর্তির আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা, শর্তাবলি ও ভাষাগত দক্ষতার বিবরণ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংক থেকে জেনে নিতে হবে।

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মওকুফ করা হবে।
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মওকুফ করা হবে।

ভর্তির সুযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংক থেকে বৃত্তির জন্য আবেদন করতে হবে। বৃত্তির জন্য আবেদনের সহায়তা পেতে [email protected] এই ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করতে হবে। বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৭ মে ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *