আমেরিকা সারা বিশ্বের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি দেয়। এসব বৃত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পান। এবার সুযোগ এসেছে আমেরিকার ‘ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে’ আবেদনের। গত ৫০ বছরে প্রায় দুই শ বাংলাদেশি এ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ফুলব্রাইট ভিজিটিং স্কলার সাবেক শিক্ষার্থীদের মধ্যে আছেন শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবীরা। বিশিষ্ট বাংলাদেশি সাবেক শিক্ষার্থীদের মধ্যে আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৫-২৬ সেশনের জন্য ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে পূর্ণ অর্থায়নে অধ্যয়নের জন্য অনুদান প্রদানের আবেদন গ্রহণ চলছে।
ঢাকার মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক শিক্ষাবর্ষ মেয়াদে গবেষণা ও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে এক শিক্ষাবর্ষে শিক্ষকতার জন্য এ অনুদান দেওয়া হবে। অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকদের (১০ বছর বা ততধিক সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন) গবেষণা বা শিক্ষকতার কাজ পরিচালনার জন্য এ অনুদান দেওয়া হবে। এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও।
ফুলব্রাইট ভিজিটিং স্কলারের উদ্দেশ্য হলো উচ্চতর ডিগ্রি (পিএইচডি) বা সমমানের পেশাগত ডিগ্রিসম্পন্ন, গভীরভাবে অনুপ্রাণিত এবং নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা পরিচালনা ও শিক্ষকতার প্রস্তাবনা পেশকারী শিক্ষকদের অনুদান প্রদান করা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পেশাগতভাবে কাজ করার জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে। আগামী বছরের সেপ্টেম্বরে শুরু হবে এ এক্সচেঞ্জ প্রোগ্রাম।
U.S. Embassy Dhaka is pleased to announce a call for applications for the 2025-26 Fulbright Visiting Scholar Program. The Fulbright Visiting Scholar Program provides scholars the opportunity to conduct post-doctoral research and/or teach at U.S. institutions ranging from an academic semester to a full academic year. If selected, scholars receive a six-to-nine-month research or lecturing grant, beginning in September 2025. Experienced Bangladeshi professionals, university faculty members, and researchers at think-tanks and relevant governmental and non-governmental organizations with 10 or more years of professional experience are invited to apply. The Embassy seeks proposals on a range of topics in all disciplines, with a special focus on university administration and curriculum development, distance learning, education technology, public health, biological sciences, pharmacy, climate change and disaster management, urban planning, international relations, and other related fields. Candidates must have excellent English language skills to function professionally in an American university setting.
This flagship professional development program entails the following:
Research Grants: The Fulbright Visiting Scholar Program provides six-to-nine-month research grants to scholars in all disciplines to conduct needs assessments and research related to institution or program development, consult with administrators and instructors of post-secondary institutions in faculty development, and develop and/or assess academic curricula or educational materials.
Lecturing Grants: This program also offers one or two semester lecturing grants to Bangladeshi scholars and academics interested in teaching at American universities. Candidates interested in lecturing grants must have extensive teaching experience and a confirmed invitation to lecture at a host institution to be considered for a Fulbright grant.
During the program, the Fulbright Visiting Scholars in the United States can pursue the following opportunities to engage in stimulating topics, meet other Fulbrighters, broaden their intellectual networks, and experience the diversity of higher education in the United States.
Outreach Lecturing Fund: The Outreach Lecturing Fund (OLF) provides funding for campuses to virtually host Fulbright Visiting Scholars , already in the United States, for short-term speaking engagements. The OLF award is designed to enrich both institutions and Visiting Scholars through lectures that will promote academic disciplines and cultural understanding. Additionally, the OLF seeks to build relationships and partnerships with institutions that are currently underrepresented within the Fulbright Program to promote future opportunities. These priority institutions include minority-serving institutions, community colleges, small liberal arts colleges, women’s colleges and art colleges, and geographically underrepresented institutions.
The Enrichment Program: The Enrichment Program offers Fulbright Visiting Scholars a variety of activities that enhance their exchange programs. Enrichment programs help scholars navigate the complexities of the exchange program, access the network of Fulbright Scholars, enhance their professional skills, and consider topics of global importance. These activities are designed to enable scholars to better experience America and to further the Fulbright Program’s goal of increasing mutual understanding between the people of the U.S. and people of other countries.
Eligibility Requirements:
- Be senior faculty members /researchers holding a PhD or equivalent professional training or experience
- Have a minimum of ten years professional experience
- Excellent publication records
- Have excellent English language skills
- Submit a detailed project statement of proposed activity at a U.S. institution.
- Be committed to return to Bangladesh immediately upon completion of their research / teaching assignments
Application Information and Deadline:
Applications are due on Tuesday, January 1, 2025, at 10:59 a.m. BST (Bangladesh time).
For submitting online application, please visit https://apply.iie.org/fvsp2025
For detailed application instructions, please check: Instructions for Completing the 2025-2026 Fulbright Visiting Scholar Program Application
For further information, please contact: [email protected].
Link
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, দূরশিক্ষণ, শিক্ষাপ্রযুক্তি, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, আরবান প্ল্যানিং ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষা–সম্পর্কিত সব শাখার বিস্তৃত বিষয়ে প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে। সব শাখায় প্রতিষ্ঠান বা কার্যক্রম উন্নয়ন–সম্পর্কিত চাহিদা নিরূপণ ও গবেষণা পরিচালনা, মাধ্যমিক–পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উন্নয়ন বিষয়ে প্রতিষ্ঠানের প্রশাসক বা প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং একাডেমিক পাঠ্যক্রম বা শিক্ষা উপকরণ প্রণয়ন ও মূল্যায়নে আগ্রহী শিক্ষকদের জন্য কিছু স্বল্পমেয়াদি অনুদানও প্রদান করা হবে। পেশাদারি দক্ষতার জন্য প্রার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে।