বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়

Best Places to Visit in Canada | Round the World Experts UK

কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিচ্ছে। বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য। বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন কানাডার মন্ট্রিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপের জন্য।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

সারা বিশ্বের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রির জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করা যাবে।

Do you need a Visa or an eTA to visit Canada? - Travel Off Path

আবেদনের যোগ্যতা

আগ্রহী আবেদনকারীদের মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আবেদনের জন্য কিছু মানদণ্ড পূরণ করতে হবে। এগুলো হলো—
*আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
*কানাডা ছাড়া যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
*আবেদনকারীদের কানাডায় অধ্যয়নের জন্য একটি স্টাডি পারমিট থাকতে হবে।
*আবেদনকারীদের অবশ্যই ফুলটাইম মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে তালিকাভুক্ত হতে হবে।
*আবেদনকারীদের অবশ্যই প্রয়োগ করা প্রোগ্রামের সব প্রয়োজনীয়তা অবশ্যই পূরণ করতে হবে।

Do I need a visa to visit Canada? - Independent.ie

সুযোগ–সুবিধাসমূহ

মন্ট্রিল বিশ্ববিদ্যালয় প্রতিবছর ৯৭৮৭৯৫ ডলার বৃত্তি হিসেবে দেবে (৩ সেশন, ৪৫ ক্রেডিট)। অথবা ৩২৬২৬৫ ডলার প্রতি শেসনে (১৫ ক্রেডিটের সমান)। বৃত্তির পরিমাণ কেবলশিক্ষাব্যবস্থার জন্য ব্যবহার করা যাবে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

আবেদন পদ্ধতি:

আবেদন করতে ও বিস্তারিত দেখুন এখানে।

A Virtual tour to Canada: Activities to Do, Places to Visit

Courtesy: Prothom Alo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *