বাংলাদেশী শিক্ষার্থীদের থাইল্যান্ডে স্কলারশীপসহ পোস্টগ্রাজুয়েট অধ্যয়নের সুযোগ

থাইল্যান্ডের কুলাভর্ণ গ্রাজুয়েট ইন্সটিটিউট (Chulabhorn Graduate Institute) কর্তৃপক্ষ স্কলারশীপ সহ পোস্ট-গ্রাজুয়েট অধ্যয়নের জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের থেকে আবেদন পত্র আহবান করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়। স্কলারশীপটি মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য।

কুলাভর্ণ গ্রাজুয়েট ইন্সটিটিউট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত। সেদেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোর মধ্যে এটি অন্যতম। বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের জন্য কার্যবকর ও চিন্তাশীল মানবসম্পদ উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এ ইন্সটিটিউট। প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষা প্রদানের মা্ধ্যমে থাইল্যান্ডের শিক্ষা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

বৃত্তির সংখ্যা: মোট দশজন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় পড়ালেখা করার সুযোগ পাবে ।

স্কলারশীপের সম্পর্কে বিস্তারিত আছে এই লিঙ্কে

http://examtunes.blogspot.ie/2015/09/scholarship-for-bangladeshi-students-in.html

 

Courtesy: Asif Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *