বাংলাদেশের ৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি দক্ষতার পরীক্ষা ছাড়াই আবেদন করতে পারবে আমেরিকার রাইস ইউনিভার্সিটিতে

ভিনদেশে উচ্চশিক্ষা নিতে গেলে সাধারণত ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা দিতে হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইএলটিএস, স্যাট বা টোয়েফলের মতো পরীক্ষা দিয়ে, নির্ধারিত স্কোর অর্জন করে আমরা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের নামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করি।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাইস ইউনিভার্সিটি বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বিশেষ সুযোগ দিয়েছে। ইংরেজি দক্ষতার পরীক্ষা ছাড়াই এই ৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

International Universities

Applicants with credentials from the following institutions in the designated countries above will have met the English Language Requirement in accordance with the above policy. In addition, students who have, or are expected to complete a post-secondary degree, have met the English requirement.

If this applies to you, please ensure that you enter your institution on your application exactly as it appears below and that the language is identified as English.

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

Applicants should not contact the Office of Graduate and Postdoctoral Studies directly regarding any waivers.

CountryUniversity
BangladeshBangladesh University of Engineering and Technology (BUET), Chittagong University of Engineering and Technology, Dhaka University of Engineering and Technology, Independent University, Islamic University of Technology, Khulna University of Engineering and Technology (KUET), North South University, Rajshahi University of Engineering and Technology (RUET), Shahjalal University of Science and Technology (Engineering programs only)

রাইস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই তথ্য জানা যায়। জানিয়ে রাখি, রাইস ইউনিভার্সিটি উচ্চশিক্ষার অঙ্গনে বেশ স্বনামধন্য। টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৪৭তম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *