সম্প্রতি ব্রাজিলের পত্রিকা গ্লোবোএস্পোর্তে নেইমারের ঘনিষ্ঠজনদের সূত্রের বরাত দিয়ে খবর ছাপে, রিয়াল, পিএসজি আর ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাজিল অধিনায়াককে পেতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।
আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে গত রোববার ফাইনালে সেভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বার্সেলোনার কোপা দেল রের শিরোপা জয়ের রাতে একটি গোল পান নেইমার।
গত সোমবার কাম্প নউতে সমর্থকদের সঙ্গে এ মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ জয়ের আনন্দ ভাগ করে নেন বার্সেলোনার খেলোয়াড়রা। সেই অনুষ্ঠানেই কাতালান ক্লাবটির সমর্থকদের আশ্বস্ত করেন ২৪ বছর বয়সী নেইমার।“আমি এই ক্লাবে সুখে আছি এবং আমি বার্সার অংশ। এগিয়ে চলো বার্সা, এগিয়ে চলো কাতালুনিয়া।”
“আমাদের জন্য দারুণ এক মৌসুম কেটেছে। এটা কঠিন ছিল। কারণ, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর আমরা দু:খ পেয়েছিলাম। কিন্তু অন্য দুটি কাপ জিততে আমরা যা করতে পারতাম তাই করেছি এবং এগুলো এখন এখানে।”
Courtesy: bdnews24