বিগ ডাটা আসলেই কতটুকু বিগ ????

বিশ্বব্যাপী বিগ ডাটার বিশ্লেষণ

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

২০১৩-২০২৫ পর্যন্ত বিশ্বব্যাপী বিগ ডাটার তথ্য বিশ্লেষণে করে দেখা গেছে যে, বর্তমান বাজার প্রায় ২১২.৪ বিলিয়নে পৌঁছতে পেরেছে। এই প্রতিবেদন আঞ্চলিক এবং সারা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্র থেকে সংগৃহীত। এতে  ২০১৩, ২০১৪ revenue estimation এর ভিত্তিতে ২০১৫ এর মার্কেট ডাটা কেমন হবে এবং ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত তা কেমন থাকবে তা তুলে ধরা হয়েছে। এ প্রতিবেদনের উল্লেখযোগ্য  বিষয় ছিল বাজারের হালচাল নিয়ে গবেষণা করা। বাজারে কে নেতৃত্ব দিচ্ছে, নতুন প্রযুক্তির আগমন, উন্নয়নের প্রধান উপাদান এবং  ভবিষ্যৎ কৌশল কি হবে ইত্যাদি নিয়ে আলোচনাই এই প্রতিবেদনের মূল বিষয়। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া প্যাসিফিক, মধ্য প্রাচ্য, ল্যাটিন আমেরিকা সহ বিশ্বের প্রায় সকল প্রতিযোগিতামূলক বাজারের বিশ্লেষণ করা হয়েছে এই প্রতিবেদনে। প্রফেশনালসদের থেকে সংগৃহীত তথ্য নিয়ে এই প্রতিবেদন করা হয়।  যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, মেক্সিকো, স্পেন, ফ্রান্স, ইটালি, চীন, ব্রাজিল   এর মত প্রায় ২৩ টি দেশের মার্কেটের দিকে বিশেষ নজর দেয়া হয়েছে। এসব ডাটা কিছু প্রাথমিক পর্যায়ের ইন্টারভিউ এবং গবেষণাপত্র থেকে নেয়া হয়। গবেষণাধীন সকল ক্ষেত্রের বিক্রির অর্থের উপর নির্ভর করে মার্কেটের সাইজ হিসেব করা হয়।

unidades

প্রযুক্তিগত ডাটার ব্যবহার

  • ebay ভোক্তার চাহিদা অনুযায়ী এবং সার্চের জন্য ৭.৫ পেটাবাইট এবং ৪০ পেটাবাইটের ও্য়ারহাউজ এবং ৪০ পেটাবাইটের Hadoop cluster ব্যবহার করে।
  • amazon প্রতিদিন অর্ধেক মিলিয়ন থার্ড পার্টির অনুসন্ধানসহ কয়েক মিলিয়ন কাজ পরিচালনা করে থাকে। তাদের প্রধান প্রযুক্তি হচ্ছে লিনাক্স বেসড। ২০০৫ সালের হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় মানের (৭.৮ টেরাবাইট, ১৮.৫ টেরাবাইট এবং ২৪.৭ টেরাবাইট ) তিনটি লিনাক্স ডাটা বেজ এর অধিকারী ছিল অ্যামাজন।
  • Facebook তার ব্যবহারকারীদের প্রায় ৫০ বিলিয়ন ছবি নিয়ন্ত্রন করছে।
  • Google প্রতি মাসে (২০১২ সালের হিসেব অনুসারে) প্রায় ১০০ বিলিয়ন সার্চ নিয়ন্ত্রন করে।
  • Oracle NoSQL Database has been tested to past the 1M ops/sec mark with 8 shards and proceeded to hit 1.2M ops/sec with 10 shards.

 

প্রাইভেট সেক্টর

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
  • Walmart প্রতি ঘণ্টায় ১ মিলিয়ন কাস্টমারের ট্রানজেকশন নিয়ন্ত্রন করে যা ২.৫ পেটাবাইট ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয়। এসব ডাটার পরিমান US Library of Congress এ সংগৃহীত সকল বইয়ের তথ্যের ১৬৭ গুন বেশি।
  • FICO Card Detection System বিশ্বব্যাপী সকল একাউন্ট কে সুরক্ষা দেয়।
  • Windermere Real Estate এক ধরনের GPS সিগন্যাল ব্যবহার করে। প্রায় ১০০ মিলিয়ন চালকের মাধ্যমে তারা কর্মস্থলের কাছাকাছি যারা নতুন বাড়ি ক্রয় করতে ইচ্ছুক তাদের পছন্দসই বাড়ি দিতে খুজে দেয়ার কাজ করে থাকে।
  • এক পরিসংখ্যান অনুসারে সারা বিশ্বে সকল কোম্পানির তথ্য প্রায় ১.২ বছরে দ্বিগুণ হচ্ছে।

Courtesy: LANE (Leadership & Empowerment)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *