বিজয় দিবস সামনে রেখে মুক্তিযুদ্ধ নিয়ে নতুন গেইম নির্মাণ করেছেন বাংলাদেশেরই একদল তরুণ গেইমার। ‘হিরোজ অফ সেভেন্টিওয়ান’ শিরোনামের এই গেইমটি ১৬ ডিসেম্বর গুগল প্লে স্টোরে মুক্তি দিতে চান ‘পোর্টব্লিস গেইমস দলের ওই সদস্যরা।বাংলাদেশি গেইমারদের কথা মাথায় রেখেই মুক্তিযুদ্ধ নিয়ে একটি আলাদা গেইম নির্মাণের চিন্তা ছিল জানিয়েছেন নির্মাতারা। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিরোধ এবং গেরিলা হামলার ঘটনাগুলোকে নিয়ে আসা হয়েছে থার্ড পারসন শুটিং ক্যাটেগরির গেইমটিতে।
গেইমটির ব্যাপারে বিস্তারিত তথ্য জানান ‘পোর্টব্লিস গেইমস’-এর কারিগরি উন্নয়ন বিভাগ প্রধান মাশা মুস্তাকিম। গেইমটি নিয়ে বলেছেন, “মুক্তিযুদ্ধের ঘটনাগুলো থেকে অনুপ্রাণীত হয়েই গেইমটি নির্মাণ করা। পাঁচজন কমান্ডোর একটি দল শনির চর নামের একটি পাকিস্তানি ক্যাম্প দখলের জন্য সেখানে হামলা চালায়। ক্যাম্প দখলের পর রক্ষা করা নিয়েই এগিয়েছে গেইমটির গল্প।”