বিসিএস প্রস্তুতি: বাংলা -১

বিসিএস প্রস্তুতি: বাংলা -১

‘যে উপকারীর উপকার স্বীকার করে’-তাকে এক কথায় কী বলে?
উত্তর: কৃতজ্ঞ।

‘বই পড়া’ কোন সমাস?
উত্তর: তৎপুরুষ সমাস।

বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে?
উত্তর: নাম পদের।

মরণ রে তুঁহুঁ মম শ্যাম সমান।’- পংক্তিটির রচয়িতা কে?
‌উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

’জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকটির রচয়িতা কে?
উত্তর: সেললিম আল দীন।

‘কুটিল’ শব্দের বিপরীতার্থক শব্দ কী হবে?
উত্তর: সরল।

কোথায় সর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর। পংক্তিটির রচয়িতা কে?
উত্তর: শেখ ফজলুল করিম।

’কোনোভাবেই যা নিবারণ করা যায় না’-এক কাথায় কী হবে?
উত্তর: অনিবার্য।

’আট কপালে’ কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
উত্তর: হতভাগ্য।

’উপকথা‘ কোন সমাস?
উত্তর: অব্যয়ীভাব সমাস।

‘সুবর্ণ’ কোন সমাস?
উত্তর: কর্মধারয় সমাস।

’ভাবুক‘ শব্দের সন্ধি-বিচ্ছেদ কী হবে?
উত্তর: ভৌ + উক।

‘ষোড়শ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
উত্তর: ষট + দশ।

‘গায়ক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
উত্তর: গৈ + অক।

‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?
‌উত্তর: গো + এষণা।

‘সমাস’ এর অর্থ কী?
উ্তর: সংক্ষেপন।

যে জমিতে ফসল হয় না- এক কথায় কী হবে?
উত্তর: ঊষর।

সাদা মেঘে বৃষ্টি হয় না। এখানে ‘মেঘ’ কোন কারক?
উত্তর: অপাদান কারক।

’মাঠে ধান ফলেছে’ বাক্যে-’মাঠে’ কোন কারক?
উত্তর: স্থানাধিকরণ।

যে বিষয়ে কানো বিতর্ক নেই-
উত্তর: অবিসংবাদী।

Youth Carnival: