বিসিএস প্রস্তুতি: বিজ্ঞান -১

0

বিসিএস প্রস্তুতি: বিজ্ঞান -১

বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর: ২০.৭১%।

ইনসুলিনের অভাবে কী রোগ হয়?
উত্তর: ডায়াবেটিস।

পেনিসিলিন আবিষ্কার করেন কে?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং।

কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী?
উত্তর: সিএফসি (CFC)।

সহজে সর্দিকাশি হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর: ভিটামিন-সি।

সূর্যের কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তর: ভিটামিন ‘ডি’।

বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উত্তর: জেমস ওয়াট।

মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কী বলে?
উত্তর: এপিকালচার।

নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
উত্তর: ইউরিয়া।

কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে?
উত্তর: AB রক্তের গ্রুপকে।

শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কী দিয়ে?
উত্তর: ডেসিবল।

সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উত্তর: হাইড্রোজেন।

মানুষের মধ্যে ক্রোমোজমের সংখ্যা কত?
উত্তর: ২৩ জোড়া।

টেলিফোনের জনক কে?
উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল।

কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি?
উত্তর: লৌহ।

নিউমোনিয়‍া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ?
উত্তর: ফুসফুস।

সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬টি।

একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে-
উত্তর: ৫-৬ লিটার।

কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে?
উত্তর: খেসারী।

কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
উত্তর: শুশুক।

পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
উত্তর: কার্বন-ডাই-অক্সা্ইড।

কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তর: ৭৬ বছর।

একজন সাধারণ মানুষের দেহে কতটুকরা হাড় থাকে?
উত্তর: ২০৬ টুকরা।

ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: সিসমোগ্রাফ।

রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন হয় না?
উত্তর: হরমোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *