ব্রেকিং নিউজ : ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের জন্য চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় শেষ হয়েছে গতকাল রোববার। তবে যেহেতু আবেদন করার ৭২ ঘণ্টা পর্যন্ত টাকা জমা দেওয়া যায়, তাই আগামী বুধবার পর্যন্ত ফি জমা দিতে পারবেন আগ্রহীরা।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনের সময় শেষ হয়েছে গতকাল রাত ১২টায়। ই-অ্যাপ্লিকেশন আইডি যাঁরা পেয়েছেন, তাঁরা আগামী বুধবার রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পারবেন।

আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত নিয়মসহ ভিডিও টিউটোরিয়াল এ ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা দিতে হবে।

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে (এন্ট্রি লেভেল) ৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক হিসেবে নিয়োগ সুপারিশ পেতে আগ্রহীরা ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৯ জানুয়ারি। প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩৫ বছর বা তার কম হতে হবে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

এনটিআরসিএর গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শূন্য পদের ভিত্তিতে শিক্ষক হতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরটিসিএর ওয়েবসাইটে ২৯ ডিসেম্বর দুপুর ১২টায় প্রকাশ করা হবে।

৬৮ হাজার ৩৯০টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮টি শূন্য পদ রয়েছে। মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৩৬ হাজার ৮৮২টি। সব কটি এমপিওভুক্ত পদ।

আগ্রহী প্রার্থীরা এ দুটি http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের নিয়ম এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখানে নির্দেশনা দেওয়া আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *