ব্লগ :অনলাইনে ব্যবসা শুরু করতে যে বিষয়গুলো জানা আবশ্যক

0

বর্তমান প্রযুক্তি বিশ্বে ওয়েব সাইটের ভূমিকা অবর্ণনীয়। কেননা প্রত্যেকটা কাজে এর ভূমিকা এতো বেশি যে আপনি কল্পনাও করতে পারবেন না। নিয়মিত খবর পড়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনকে আরো সহজ করার জন্য এটি যেমন প্রয়োজন তেমনি প্রফেশনাল বিজনেস অথবা অন্যান্য কাজের জন্য এর রয়েছে অসাধারণ কৃতিত্ব। আপনার কোম্পানি অথবা নতুন বিজনেস, পোর্টফোলিও, ব্লগিং ইত্যাদি সহ বিভিন্ন কারণে আপনার একটি ওয়েব সাইট প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি জানেন না কিভাবে শুরু করবেন। কেন শুরু করবেন। কিভাবে আপনার সাইটটি সর্বোচ্চ উইজার ফ্রেন্ডলি করে তুলতে পারবেন। যদি আপনি এমনই প্রশ্ন গুলোর উত্তর খুজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

) চিন্তা করুন কেন আপনার একটি ওয়েব সাইট প্রয়োজন কেননা আপনি একটি ওয়েব সাইট খুলার পর এর কাজ কি হবে তাই যদি ঠিক না করতে পারেন তাহলে আপনার যে কাজের জন্য সাইটটি বানানো হয়েছে সেই কাজের কিছুই হবে না।

) চিন্তা করুন কারা এর ব্যবহার কারী হবে যেহেতু একটি ওয়েব সাইট আপনি ব্যবহারকারীদের জন্যই বানিয়েছেন। সেহেতু কারা এর ব্যবহারকারী। তারা কি কি ডিভাইস দিয়ে আপনার ওয়েব সাইটটি ব্রাউজ করবে। কি কন্টেন্ট চায় সেই সব বিষয়গুলো বিবেচনায় রাখুন।

) হোস্টিং এবং ডোমেইন এর ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োজনীয় দিকগুলোর দিকে খেয়াল রাখুন হোস্টিং এবং ডোমেইন ছাড়া যেহেতু একটা ওয়েব সাইট ওয়ার্ল্ড ওয়েবে ছড়িয়ে দিতে পারবেন না সেহেতু এটা সব চাইতে গুরুত্বপূর্ণ। বিশ্বস্ত হোস্টিং প্রোভাইডারদের থেকে হোস্টিং ক্রয় করুন। ডোমেইন নাম কোম্পানির কাজের সাথে সামঞ্জস্য রেখে ঠিক করুন।

 

) ইউনিক এবং ইউজার ফ্রেন্ডলি থিম ব্যবহার করুন আপনার সাইটে ভিজিটর বাড়ানো সহ সাইট যারা ভিজিট করবে তাদের কথা মাথায় রেখে ইউনিক এবং ইউজার ফ্রেন্ডোলি থিম ব্যবহার করা উচিত। যা ডাইনামিক হবে। অর্থাৎ সব রকম ডিভাইজের সাথে সহজেই খাপ খেতে পারবে। এছাড়া থিম কালার, ব্যবহৃত ছবি যেন ইউজারদের পছন্দ হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এর জন্য কোনো স্টোর থেকে থিম না কিনে ডেভলাপারদের হায়ার করে নিজের ইচ্ছে মত থিম ডেভলাপ করতে পারেন।

) শুধু মাত্র প্রয়োজনীয় কন্টেনগুলো রাখুন এতে করে ভিজিটর আপনার সাইটে যা চায় তাই যেহেতু পাবে সেহেতু তাদের বিরক্ত হওয়ার কোনো কারণ থাকে না। অনেক অনেক ওয়েব সাইট শুধু মাত্র প্রয়োজনের বেশি কন্টেন্ট রাখার কারণেই ভিজিটর হারায়। আর বিশেষ করে যেহেতু অত্যাধিক কন্টেন্টের কারণে ট্রাফিক বৃদ্ধি পায় সেহেতু ব্রাউজিং লোডিং টাইম অনেক বেড়ে যায়। যা অনেকাংশেই ক্ষতিকারক।

) চেষ্টা করুন জনপ্রিয় সিএমএস ব্যবহার করতে যাতে করে আপনার সাইট সর্বোচ্চ নিরাপত্তায় থাকা সহ সিইও অর্থাৎ সার্চ ইঞ্জিন ওপটামাইজশনে অনেকটা এগিয়ে থাকে। এতে করে ভিজিটরের সংখ্যা অনেকাংশেই বাড়াতে পারবেন। জনপ্রিয় সিএমএসের মধ্যে ওয়ার্ডপ্রেস অন্যতম।

) সাইটের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করুন হ্যাকারদের কবলে পড়ার সম্ভবনা যাতে না থাকে সে দিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন। এতে করে মূল্যবান অনেক কিছু বেঁচে যাবে।

) সাইট সম্পর্কে ইউজারদের ফিড ব্যাক নিন এবং তাদের পরামর্শ অনুযায়ী সাইটে কন্টেন্ট আপডেট করুন এতে করে নিয়মিত ভিজিটরদের মন জয় করতে পারবেন।

) সাইট রিডিজাইনের প্রয়োজন হলে তা করুন কেননা বাজারে যেহেতু নতুন নতুন অনেক ডিভাইস আসছে সেহেতু তাদের কথা চিন্তা করে আপনার সাইটটিকে ইউজারদের জন্য ফ্লেক্সিবল করতে এর প্রয়োজনীয়তা অনেক।

১০) নিয়মিত সাইটে সময় দিন যাতে করে যে কোনো বিষয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *