VoLTE এমন একটি প্রক্রিয়া যা কথপোকথন এর নেটওয়ার্ক প্যাকেজ এর জন্য প্রয়োজনীয় সব সুবিধা দেয়; যার মধ্যে বাহক ব্যবস্থা, পলিসি নিয়ন্ত্রণ, সম্পূরক সেবা, নিয়মিত সেবা ইত্যাদি অন্তর্ভুক্ত।
বিভিন্ন অপারেটর এর জন্য CS সহভাব প্রয়োজনীয় হবার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। উদাহরণসবরূপঃ
১। বিদ্যমান রোমিং অ্যাগ্রিমেন্টের পুনরব্যবহার করা
২। CS জরুরী কল নিয়ন্ত্রণ ইতোমধ্যে ব্যাবস্থা করা হয়েছে
৩। কিছু জায়গায় LTE রেডিও কভারেজের অভাব
Circuit Switch Fall Back (CSFB)
আগে LTE CS ভয়েস এর সাথে হাতে ধরা ক্যামেরার মত ডিভাইসে সুবিধা দিত। CSFB হল উন্নত সমাধান যা সমজাতীয় LTE কভারেজ পাবার আগে LTE যোগ্য ডিভাইস কিনা চিন্তা করে।
IMS Centralized Services (ICS)
LTE কভারেজের বাইরে যখন VoLTE ব্যাবহারকারীরা কল দেয় অথবা রিসিভ করে তখন এটি সুবিধা দেয়। কিন্তু এখনও LTE/EPC ব্যাবহার করতে পারছেন না 2G/3Gসুবিধাদি পর্যাপ্ত না হওয়ায়।
Single Radio Voice call continiuty (SR-VOCC)
যখন VoLTE ব্যাবহারকারীরা LTE কভারেজ একটি নির্দিষ্ট সময়ে ভয়েস কল করতে চান তখন কল ড্রপ এড়াতে এটি কাজ করে। 3GPP release 10 অনুযায়ী, SR-VCC মানে হচ্ছে UE একই সময়ে CS অথবা LTE এর সাথে যুক্ত রয়েছে। ওই সময় টার্মিনালের এমন কিছু ব্যাবস্থা দরকার যাতে করে LTE দুর্বল কভারেজের মধ্যেও কাজ করে।এর জন্যই SR-VCC প্রমোট করা হয়েছে।
LTE এর উপর দিয়ে SMS-C থাকা সত্ত্বেও SMS পাঠানোর ২ টি অপশন রয়েছে।
UE সহজেই LTE উপর দিয়ে NAS সিগনাল দিয়ে SMS পাঠাতে সক্ষম। এর জন্য CS Core এবং EPS এর মধ্যে একটি SGs সাধারণ ক্ষেত্র দরকার।
*IP এর মাধ্যমে SMS
কোনো PS এর উপর দিয়ে SMS পাঠানোর সমাধান হচ্ছে IMS ব্যাবহার করা এবং টার্মিনালের VoLTE সাপোর্ট থাকা বাধ্যতামূলক।