মধ্যপ্রাচ্যের যে ১২ বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস ছাড়াই স্কলারশিপ নিয়ে ভর্তির সুযোগ, আবেদন করুন দ্রুত

স্কলারশিপের জন্য বেশির ভাগ সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ খুব একটা থাকে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেক বিশ্ববিদ্যালয় বিনা খরচে বৃত্তি দেয়। মধ্যপ্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস ছাড়াই বৃত্তির জন্য আবেদন করা যায়। আরব দেশগুলোয় পড়তে যাওয়ার সুবিধা হলো, সেখানে চাকরির সুযোগ রয়েছে। আর বেতন করমুক্ত। ফলে পড়াশোনা শেষ করে নানা ধরনের চাকরির সুযোগ পাওয়া যায় সেখানে। সম্পূর্ণ অর্থায়নে বৃত্তির সুযোগ দিচ্ছে এমন ১২টি বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো।

কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

সৌদি আরবের এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বিনা খরচে স্কলারশিপের সুযোগ রয়েছে।

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

সৌদি আরবের এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি এবং এমবিএতে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপের সুযোগ রয়েছে।

কিং আবদুল্লাহ স্কলারশিপ

সৌদি আরবে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর, পিএইচডি এবং এমবিএতে বিনা খরচে স্কলারশিপের সুযোগ রয়েছে।

ইসলামি বিশ্ববিদ্যালয় মদিনা স্কলারশিপ

স্নাতক শ্রেণিতে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপের সুযোগ রয়েছে এ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টি সৌদি আরবে অবস্থিত।

মিনিস্টি অব এডুকেশন স্কলারশিপ

এই স্কলারশিপ স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ মিলবে।

কুয়েত সরকারি স্কলারশিপ

কুয়েতের এ স্কলারশিপ স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দেয়।

হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বৃত্তির সুযোগ দেয় কাতারের হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়।

কাতার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

কাতারের এ স্কলারশিপের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বিনা খরচে পড়াশোনার সুযোগ দেয়।

www.businessinsider.com

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েটস স্টাডিজ স্কলারশিপ

স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার জন্য স্কলারশিপ দেয় কাতারের এই ইনস্টিটিউট।

সংযুক্ত আরব আমিরত বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

সংযুক্ত আরব আমিরাতের এ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর এবং পিএইচডিতে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপ দেয়।

খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

সংযুক্ত আরব আমিরতের এ বিশ্ববিদ্যালয় স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, প্রি মেডিসিন ব্রিজ প্রোগ্রাম, ডক্টর অব মেডিসিনে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপ দেয়।

List of Top 12 Fully Funded Middle East Scholarships Without IELTS 2023

Below is a compilation of the best Scholarships to Study in Arab countries for international students.

The name of the scholarship, country name, benefits, and link to the scholarship website is given below in the Table.

Scholarship NameCountryDegree LevelWebsite Link
King Abdulaziz University ScholarshipSaudi ArabiaBachelor’s, Master’s, PhDvisit here
King Fahd University ScholarshipSaudi ArabiaMaster’s, PhD, MBAvisit here
King Abdullah ScholarshipSaudi ArabiaBachelor’s, Master’s, PhDvisit here
Islamic University Madinah ScholarshipSaudi ArabiaBachelor’svisit here
Ministry of Education ScholarshipBahrainBachelor’s, Master’s, PhDvisit here
Kuwait Government ScholarshipsKuwaitBachelor’s, Master’s, PhDClick Here
Hamad Bin Khalifa University ScholarshipQatarBachelor’s, Master’s, PhDvisit here
Qatar University ScholarshipQatarBachelor’s, Master’s, PhDClick Here
Doha Institute For Graduate Studies ScholarshipQatarBachelor’s, Master’s, PhDvisit here
United Arab Emirates University ScholarshipUAEMaster’s, PhDvisit here
Khalifa University Scholarships EmiratesUAEBachelor’s, Master’s, PhD, Pre-medicine bridge programs, Doctor of Medicinevisit here

এসব বৃত্তির আওতায় বিমানের টিকিট, থাকা, খাওয়া, স্বাস্থ্যসেবা–সুবিধাসহ মাসিক ভাতাও দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি বৃত্তিরই আরও বিভিন্ন সুযোগ–সুবিধা রয়েছে। ১২টি বৃত্তির বিস্তারিত দেখুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *